ETV Bharat / state

নববর্ষে মাস্ক উপহার দিয়ে মানুষকে সচেতন করছেন শিক্ষক - রায়গঞ্জ

মাস্ক ছাড়া বেরোতে দেখলেই রাস্তায় আটকাচ্ছেন । তারপর মাস্ক তৈরি করে পরিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন রায়গঞ্জের এক স্কুলশিক্ষক ।

Biplab Mandal
বিপ্লব মণ্ডল
author img

By

Published : Apr 14, 2020, 3:35 PM IST

Updated : Apr 14, 2020, 3:46 PM IST

রায়গঞ্জ, 14 এপ্রিল : কাউকে মাস্ক ছাড়া দেখতে পেলেই তাঁর পথ আটকাচ্ছেন । তারপর সঙ্গে সঙ্গে মাস্ক তৈরি করে পরিয়ে দিচ্ছেন । জানাচ্ছেন নববর্ষের শুভেচ্ছা । আজ এক শিক্ষকের সৌজন্যে রায়গঞ্জে এই দৃশ্য ধরা পড়ল ।

রায়গঞ্জের একটি স্কুলের শিক্ষক বিপ্লব মণ্ডল । আজ সকাল থেকেই তিনি কোরোনা মোকাবিলায় সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন । তারপর পথচলতি যাকেই মাস্ক ছাড়া দেখছেন তাঁর পথ আটকাচ্ছেন । টিশু পেপার, গার্ডার ও স্টেপলারের সাহায্যে তৎক্ষণাৎ মাস্ক বানিয়ে পরিয়ে দিচ্ছেন । পাশাপাশি তাঁদের হাত স্যানিটাইজ়ও করছেন । তারপর মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কোরোনা সম্পর্কে সচেতন করেন ।

Biplab Mandal
মাস্ক তৈরি করছেন রায়গঞ্জের বিপ্লব মণ্ডল

বিপ্লব মণ্ডলের মতে, প্রতিষেধক নেই । সচেতনতাই একমাত্র উপায় কোরোনা মোকাবিলার । তাই মাস্ক তৈরি করে তা মানুষকে পরিয়ে সচেতন করছেন তিনি । তাঁর এই প্রয়াসে খুশি সকলেই ।

রায়গঞ্জ, 14 এপ্রিল : কাউকে মাস্ক ছাড়া দেখতে পেলেই তাঁর পথ আটকাচ্ছেন । তারপর সঙ্গে সঙ্গে মাস্ক তৈরি করে পরিয়ে দিচ্ছেন । জানাচ্ছেন নববর্ষের শুভেচ্ছা । আজ এক শিক্ষকের সৌজন্যে রায়গঞ্জে এই দৃশ্য ধরা পড়ল ।

রায়গঞ্জের একটি স্কুলের শিক্ষক বিপ্লব মণ্ডল । আজ সকাল থেকেই তিনি কোরোনা মোকাবিলায় সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন । তারপর পথচলতি যাকেই মাস্ক ছাড়া দেখছেন তাঁর পথ আটকাচ্ছেন । টিশু পেপার, গার্ডার ও স্টেপলারের সাহায্যে তৎক্ষণাৎ মাস্ক বানিয়ে পরিয়ে দিচ্ছেন । পাশাপাশি তাঁদের হাত স্যানিটাইজ়ও করছেন । তারপর মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কোরোনা সম্পর্কে সচেতন করেন ।

Biplab Mandal
মাস্ক তৈরি করছেন রায়গঞ্জের বিপ্লব মণ্ডল

বিপ্লব মণ্ডলের মতে, প্রতিষেধক নেই । সচেতনতাই একমাত্র উপায় কোরোনা মোকাবিলার । তাই মাস্ক তৈরি করে তা মানুষকে পরিয়ে সচেতন করছেন তিনি । তাঁর এই প্রয়াসে খুশি সকলেই ।

Last Updated : Apr 14, 2020, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.