ETV Bharat / state

বাড়ির পাশে বেআইনিভাবে মদ বিক্রির প্রতিবাদ, আক্রান্ত যুবক - যুবককে মারধর

রাতে বাড়ি ফেরার সময় আক্রান্ত যুবক ৷ বাড়ির পাশে বেআইনিভাবে মদ বিক্রির প্রতিবাদ করায় তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ৷

রায়গঞ্জে মদ বিক্রির প্রতিবাদ করায় যুবককে মারধর
author img

By

Published : Sep 22, 2019, 9:57 PM IST

Updated : Sep 22, 2019, 10:28 PM IST

রায়গঞ্জ, ২২ সেপ্টেম্বর : বাড়ির পাশে বেআইনিভাবে মদ বিক্রির প্রতিবাদ করায় যুবককে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । তাঁর শরীরে ব্লেড চালানো হয়েছে ৷ রায়গঞ্জের পশ্চিম বীরনগর এলাকার ঘটনা ।

জখম যুবকের নাম দীপক রায় । কিছুদিন আগে দীপক তাঁর বাড়ির পাশে বেআইনিভাবে মদ বিক্রির প্রতিবাদ করেছিলেন ৷ এরপর থেকেই কয়েকজন দুষ্কৃতী তাঁকে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ ৷ গতরাতে বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী দীপকের পথ আটকায় ৷ তাঁর মুখে ও শরীরে ব্লেড চালানো হয় ৷ রক্তাক্ত অবস্থায় দীপককে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন ৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দীপক বলেন, "গতরাত 1টা নাগাদ বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম ৷ সেই সময় কয়েকজন মদ খেয়ে আমার উপর হামলা চালায় ৷ বাড়ির পাশে মদ বিক্রি করতে বাধা দিয়েছিলাম ৷ এই ঘটনার প্রতিশোধ নিতেই আমাকে মারা হয়েছে ৷ "

রায়গঞ্জ, ২২ সেপ্টেম্বর : বাড়ির পাশে বেআইনিভাবে মদ বিক্রির প্রতিবাদ করায় যুবককে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । তাঁর শরীরে ব্লেড চালানো হয়েছে ৷ রায়গঞ্জের পশ্চিম বীরনগর এলাকার ঘটনা ।

জখম যুবকের নাম দীপক রায় । কিছুদিন আগে দীপক তাঁর বাড়ির পাশে বেআইনিভাবে মদ বিক্রির প্রতিবাদ করেছিলেন ৷ এরপর থেকেই কয়েকজন দুষ্কৃতী তাঁকে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ ৷ গতরাতে বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী দীপকের পথ আটকায় ৷ তাঁর মুখে ও শরীরে ব্লেড চালানো হয় ৷ রক্তাক্ত অবস্থায় দীপককে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন ৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দীপক বলেন, "গতরাত 1টা নাগাদ বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম ৷ সেই সময় কয়েকজন মদ খেয়ে আমার উপর হামলা চালায় ৷ বাড়ির পাশে মদ বিক্রি করতে বাধা দিয়েছিলাম ৷ এই ঘটনার প্রতিশোধ নিতেই আমাকে মারা হয়েছে ৷ "

Intro:রায়গঞ্জ, ২২ সেপ্টেম্বর, প্রসুন মৈত্র: মদ বিক্রির প্রতিবাদ করায় এক যুবককে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল দুস্কৃতিদের বিরুদ্ধে। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের পশ্চিম বীরনগর এলাকায়। আহত ওই যুবকের নাম দীপক রায়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই দূস্কৃতীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দীপক।

পরিবারসূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার পশ্চিম বীরনগর এলাকার বাসিন্দা দীপক রায়ের বাড়ির পাশে দীর্ঘদিন ধরে এলাকায় মদবিক্রির প্রতিবাদ করেছিল দীপক। তারপর থেকেই তাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছিল কিছু দুস্কৃতি বলে অভিযোগ। গতকাল রাতে দীপক তার বন্ধুর বাড়ির থেকে প্রসাদ খেয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় কিছু দূস্কৃতী দীপকের পথা আটকে তাকে ব্যাপক মারধোর করতে থাকার পাশাপাশি ও ধারালো অস্ত্রের কোপ মারে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দীপককে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে থাকতে দেখলে তরিঘরি দীপককে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। ওই দূস্কৃতীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দীপক।

বাইট : দীপক রায় ( আক্রান্ত যুবক)

Body:AbcdConclusion:Abcd
Last Updated : Sep 22, 2019, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.