ETV Bharat / state

মৃত্যুপুরী স্পেন, ভারতবাসীকে ঘরে থাকার আবেদন বাঙালি গবেষকের

author img

By

Published : Apr 11, 2020, 1:37 PM IST

Updated : Apr 12, 2020, 4:06 PM IST

এক নিমেষে একটা গোটা দেশ কীভাবে মৃত্যুপুরীতে পরিণত হতে পারে তা স্বচক্ষে দেখেছেন । তাই ভারতবাসীকে সাবধান করলেন স্পেনে বসবাসকারী বাঙালি গবেষক । লকডাউনে ঘরে থাকার আবেদন জানালেন ।

Biswajit Kundu from Spain
Biswajit Kundu from Spain

রায়গঞ্জ, 11 এপ্রিল : কাজের সূত্রে দেশটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন । চেনা হয়ে উঠেছিল সবকিছুই । কিন্তু মাত্র একমাসে কোরোনার জন্য তা সবকিছুই ফের অচেনা হয়ে উঠেছে । চোখের সামনে মৃত্যুপুরীতে পরিণত হতে দেখছেন চেনা দেশটাকে । তাই যে দেশটার সঙ্গে নাড়ির সম্পর্ক সেই ভারতকে ভালো ও সুস্থ দেখতে ভারতবাসীর কাছে কাতর আবেদন জানালেন স্পেনে বসবাসকারী এক বাঙালি গবেষক । বললেন, "লকডাউনে ঘরে থাকুন, সুস্থ থাকুন ।"

স্পেনের ইন্সটিটিউট অফ ফোটোনিক সায়েন্সের গবেষক কালিয়াগঞ্জের বিশ্বজিৎ কুণ্ডু । বেশ কিছু বছর হল গবেষণার জন্য স্পেনের বার্সেলোনা শহরে থাকেন । প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন । জানালেন , কীভাবে মানুষের বেপরোয়া মনোভাবের ফলে শ্মশানে পরিণত হয়েছে স্পেন । প্রথমে সেখানে সরকারি স্বাস্থ্যবিধি মানেনি কেউ । মানুষের সঙ্গে অবাধে মেলামেশা করেছে । আর তারই ফলে আক্রান্তের সংখ্যা 5 হাজার থেকে পৌঁছেছে দেড় লাখে । মৃতের সংখ্যা 16 হাজারের বেশি । এরপরেও প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ।

ভারতবাসীর কাছে ঘরে থাকার আবেদন স্পেনের বাঙালি গবেষকের

16 হাজার মানুষের প্রাণের পরিবর্তে স্পেনের মানুষ সচেতন হয়েছে । এখন কেউই বাড়ির বাইরে বেরোচ্ছে না । এক মাস ধরে লকডাউন চলছে । রাস্তাঘাট পুরোপুরি সুনসান । একদিন বেরিয়ে কমপক্ষে 10 দিনের খাদ্যসামগ্রী কিনে সঞ্চয় করে রাখছে ।

Biswajit Kundu from Spain
লকডাউনে সুনসান স্পেনের রাস্তা

ভারতের সঙ্গে নাড়ির সম্পর্ক বিশ্বজিতের । এখানেই তাঁর জন্ম । কাজের সূত্রে নিজে স্পেনে থাকলেও বৃদ্ধ বাবা-মা এখনও কালিয়াগঞ্জেই রয়েছেন । তাই স্পেনের মতো যাতে ভারতকেও অসচেতনতার পরিণাম হিসেবে 16 হাজারে প্রাণ না খোয়াতে হয় তার জন্য আবদেন জানিয়েছেন ভারতবাসীকে । বার বার আবেদন করে বলেছেন, "এই লড়াইয়ে সরকারের পাশে থাকুন । লকডাউন মেনে ঘরে থাকুন ও সুস্থ থাকুন ।"

Biswajit Kundu from Spain
কোরোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন মেনে ঘরেই স্পেনবাসী

রায়গঞ্জ, 11 এপ্রিল : কাজের সূত্রে দেশটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন । চেনা হয়ে উঠেছিল সবকিছুই । কিন্তু মাত্র একমাসে কোরোনার জন্য তা সবকিছুই ফের অচেনা হয়ে উঠেছে । চোখের সামনে মৃত্যুপুরীতে পরিণত হতে দেখছেন চেনা দেশটাকে । তাই যে দেশটার সঙ্গে নাড়ির সম্পর্ক সেই ভারতকে ভালো ও সুস্থ দেখতে ভারতবাসীর কাছে কাতর আবেদন জানালেন স্পেনে বসবাসকারী এক বাঙালি গবেষক । বললেন, "লকডাউনে ঘরে থাকুন, সুস্থ থাকুন ।"

স্পেনের ইন্সটিটিউট অফ ফোটোনিক সায়েন্সের গবেষক কালিয়াগঞ্জের বিশ্বজিৎ কুণ্ডু । বেশ কিছু বছর হল গবেষণার জন্য স্পেনের বার্সেলোনা শহরে থাকেন । প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন । জানালেন , কীভাবে মানুষের বেপরোয়া মনোভাবের ফলে শ্মশানে পরিণত হয়েছে স্পেন । প্রথমে সেখানে সরকারি স্বাস্থ্যবিধি মানেনি কেউ । মানুষের সঙ্গে অবাধে মেলামেশা করেছে । আর তারই ফলে আক্রান্তের সংখ্যা 5 হাজার থেকে পৌঁছেছে দেড় লাখে । মৃতের সংখ্যা 16 হাজারের বেশি । এরপরেও প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ।

ভারতবাসীর কাছে ঘরে থাকার আবেদন স্পেনের বাঙালি গবেষকের

16 হাজার মানুষের প্রাণের পরিবর্তে স্পেনের মানুষ সচেতন হয়েছে । এখন কেউই বাড়ির বাইরে বেরোচ্ছে না । এক মাস ধরে লকডাউন চলছে । রাস্তাঘাট পুরোপুরি সুনসান । একদিন বেরিয়ে কমপক্ষে 10 দিনের খাদ্যসামগ্রী কিনে সঞ্চয় করে রাখছে ।

Biswajit Kundu from Spain
লকডাউনে সুনসান স্পেনের রাস্তা

ভারতের সঙ্গে নাড়ির সম্পর্ক বিশ্বজিতের । এখানেই তাঁর জন্ম । কাজের সূত্রে নিজে স্পেনে থাকলেও বৃদ্ধ বাবা-মা এখনও কালিয়াগঞ্জেই রয়েছেন । তাই স্পেনের মতো যাতে ভারতকেও অসচেতনতার পরিণাম হিসেবে 16 হাজারে প্রাণ না খোয়াতে হয় তার জন্য আবদেন জানিয়েছেন ভারতবাসীকে । বার বার আবেদন করে বলেছেন, "এই লড়াইয়ে সরকারের পাশে থাকুন । লকডাউন মেনে ঘরে থাকুন ও সুস্থ থাকুন ।"

Biswajit Kundu from Spain
কোরোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন মেনে ঘরেই স্পেনবাসী
Last Updated : Apr 12, 2020, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.