ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর তহবিলে 5 লাখ টাকার চেক রায়গঞ্জ ব্যবসায়ীর - ৫ লক্ষ টাকার চেক

রায়গঞ্জ শহরের থানা রোডের বাসিন্দা নিরঞ্জন সাহা কোরোনাভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ লক্ষ টাকা দান করেন । তিনি রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান  সন্দীপ বিশ্বাসের হাতে চেকটি তুলে দেন।

relief fund
স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড
author img

By

Published : Apr 8, 2020, 5:34 PM IST

রায়গঞ্জ, 8 এপ্রিল : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 লাখ টাকার চেক দিলেন রায়গঞ্জের এক ব্যবসায়ী। রায়গঞ্জ শহরের থানা রোডের বাসিন্দা নিরঞ্জন সাহা কোরোনাভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকা দান করেন । তিনি রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের হাতে চেকটি তুলে দেন।

নিরঞ্জনবাবু বলেন, কোরোনার জন্য বহু মানুষ মুখ্যমন্ত্রীর তহবিলে টাকা দান করে চলেছেন যা রাজ্যের গরিব মানুষের কাজে লাগে। আর সেই কারণে রায়গঞ্জের একজন ব্যাবসায়ী হিসেবে এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে। দেশ তথা রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের জন্য কিছু করতে খুশি এই ব্যবসায়ী।

অন্যদিকে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, নিরঞ্জন সাহার এই উদ্যোগে গর্বিত। তিনি রায়গঞ্জবাসী হয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন বলে সাধুবাদ জানিয়েছেন সন্দীপবাবু।

রায়গঞ্জ, 8 এপ্রিল : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 লাখ টাকার চেক দিলেন রায়গঞ্জের এক ব্যবসায়ী। রায়গঞ্জ শহরের থানা রোডের বাসিন্দা নিরঞ্জন সাহা কোরোনাভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকা দান করেন । তিনি রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের হাতে চেকটি তুলে দেন।

নিরঞ্জনবাবু বলেন, কোরোনার জন্য বহু মানুষ মুখ্যমন্ত্রীর তহবিলে টাকা দান করে চলেছেন যা রাজ্যের গরিব মানুষের কাজে লাগে। আর সেই কারণে রায়গঞ্জের একজন ব্যাবসায়ী হিসেবে এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে। দেশ তথা রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের জন্য কিছু করতে খুশি এই ব্যবসায়ী।

অন্যদিকে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, নিরঞ্জন সাহার এই উদ্যোগে গর্বিত। তিনি রায়গঞ্জবাসী হয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন বলে সাধুবাদ জানিয়েছেন সন্দীপবাবু।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.