ETV Bharat / state

মাছ ধরা দেখতে গিয়ে কুলিক নদীতে তলিয়ে গেল কিশোর - Kulik river in Raiganj

নদীতে মাছ ধরা দেখতে গিয়ে রেলসেতু থেকে নদীতে পড়ে যায় এক কিশোর । এখনও তাকে উদ্ধার করা যায়নি ।

A boy drowned in kulik river
A boy drowned in kulik river
author img

By

Published : Jul 24, 2020, 6:55 PM IST

রায়গঞ্জ, 24 জুলাই : রেল সেতু থেকে নদীতে পড়ে গিয়ে তলিয়ে গেল কিশোর । শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সুভাষগঞ্জ এলাকার ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে রায়গঞ্জ থানার পুলিশসহ বিপর্যয় মোকাবিলা বাহিনী আসে । এখনও সেই কিশোরকে উদ্ধার করা যায়নি ।

বছর 14-র রাজু পাসওয়ান কুলিক রেল সেতুতে দাঁড়িয়ে নদীতে মাছ ধরা দেখছিল । সেই সময় হঠাৎ পা হড়কে নদীতে পড়ে যায় । প্রবল বৃষ্টিতে কুলিক নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় মুহূর্তের মধ্যে সে তলিয়ে যায় । স্পিডবোট ও ডুবুরি নামানো হলেও এখনও উদ্ধার করা যায়নি সেই কিশোরকে । তার বাড়ি শক্তিনগর এলাকায় ।

এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর বরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, “কিশোরের নদীতে পড়ে যাওয়ার খবর পেতেই আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি । বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা এসেছেন । ওই কিশোরকে উদ্ধার করার চেষ্টা চলছে ।”

রায়গঞ্জ, 24 জুলাই : রেল সেতু থেকে নদীতে পড়ে গিয়ে তলিয়ে গেল কিশোর । শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সুভাষগঞ্জ এলাকার ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে রায়গঞ্জ থানার পুলিশসহ বিপর্যয় মোকাবিলা বাহিনী আসে । এখনও সেই কিশোরকে উদ্ধার করা যায়নি ।

বছর 14-র রাজু পাসওয়ান কুলিক রেল সেতুতে দাঁড়িয়ে নদীতে মাছ ধরা দেখছিল । সেই সময় হঠাৎ পা হড়কে নদীতে পড়ে যায় । প্রবল বৃষ্টিতে কুলিক নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় মুহূর্তের মধ্যে সে তলিয়ে যায় । স্পিডবোট ও ডুবুরি নামানো হলেও এখনও উদ্ধার করা যায়নি সেই কিশোরকে । তার বাড়ি শক্তিনগর এলাকায় ।

এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর বরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, “কিশোরের নদীতে পড়ে যাওয়ার খবর পেতেই আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি । বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা এসেছেন । ওই কিশোরকে উদ্ধার করার চেষ্টা চলছে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.