ETV Bharat / state

গোয়ালপোখরে গলা কাটা দেহ, তদন্তে পুলিশ - গোয়ালপোখরায় গলা কাটা দেহ উদ্ধার

নিজের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গলা কাটা দেহ উদ্ধার হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ৷

recovered a body without head
গলা কাটা দেহ উদ্ধার
author img

By

Published : Aug 23, 2020, 7:05 PM IST

গোয়ালপোখর, 23 অগাস্ট : গলা কাটা দেহ উদ্ধার দেনীপার গ্রামে ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে গোয়ালপোখর থানার পুলিশ ৷ এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ৷ মৃত যুবকের নাম জাকির হোসেন ৷ বয়স 32 ৷ গোয়ালপোখর থানার গতিগ্রাম পঞ্চায়েতের বেদবাড়ি এলাকার বাসিন্দা ৷

জাকিরের বাড়ি থেকে দু'কিলোমিটার দূরে তাঁর গলা কাটা অবস্থায় দেহ উদ্ধার হয় ৷ পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় এক ব্যক্তির কাছে বকেয়া টাকা পেতেন জাকির ৷ সেইমতো টাকা চাইতে গিয়েছিলেন গতকাল বিকেলে ৷ টাকা দেওয়ার নাম করে জাকিরকে অন্যত্র নিয়ে যায় ওই ব্যক্তি ৷ তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি জাকিরের ৷

আজ সকালে গলা কাটা অবস্থায় জাকিরের দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে ৷

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার বলেন, গলাকাটা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে । দুষ্কৃতীরা তাঁকে খুন করে ফেলে রেখে গেছে । বেশ কয়েকজনের নাম পুলিশের হাতে এসেছে । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

গোয়ালপোখর, 23 অগাস্ট : গলা কাটা দেহ উদ্ধার দেনীপার গ্রামে ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে গোয়ালপোখর থানার পুলিশ ৷ এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ৷ মৃত যুবকের নাম জাকির হোসেন ৷ বয়স 32 ৷ গোয়ালপোখর থানার গতিগ্রাম পঞ্চায়েতের বেদবাড়ি এলাকার বাসিন্দা ৷

জাকিরের বাড়ি থেকে দু'কিলোমিটার দূরে তাঁর গলা কাটা অবস্থায় দেহ উদ্ধার হয় ৷ পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় এক ব্যক্তির কাছে বকেয়া টাকা পেতেন জাকির ৷ সেইমতো টাকা চাইতে গিয়েছিলেন গতকাল বিকেলে ৷ টাকা দেওয়ার নাম করে জাকিরকে অন্যত্র নিয়ে যায় ওই ব্যক্তি ৷ তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি জাকিরের ৷

আজ সকালে গলা কাটা অবস্থায় জাকিরের দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে ৷

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার বলেন, গলাকাটা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে । দুষ্কৃতীরা তাঁকে খুন করে ফেলে রেখে গেছে । বেশ কয়েকজনের নাম পুলিশের হাতে এসেছে । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.