ETV Bharat / state

উলটে যাওয়া পিকআপ ভ্যানে ধাক্কা ম্যাটাডোরের, মৃত 3

author img

By

Published : May 2, 2019, 3:30 PM IST

পিকআপ ভ্যানের সঙ্গে ম্যাটাডোরের সংঘর্ষে ঘটনাস্থানেই মারা যান 1 জন। বাকি দু'জন করণদিঘি গ্রামীণ হাসপাতালে মারা যান । আহতরা রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

দুর্ঘটনা

রায়গঞ্জ, 2 মে : উলটে যাওয়া একটি পিকআপ ভ্যানে ম্যাটাডোরের ধাক্কায় মৃত 3 ও আহত 7 । দুর্ঘটনাটি উত্তর দিনাজপুরের ডালখোলা থানার অন্তর্গত ভুররি এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের ।

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থেকে 10জনের একটি দল পিকআপ ভ্যানে চেপে যাচ্ছিলেন শিলিগুড়ি । শিলিগুড়িতে একটি মেলায় মিষ্টি বিক্রি করার উদ্দেশে যাচ্ছিলেন তাঁরা । আজ সকাল 10টা নাগাদ উত্তর দিনাজপুরের ডালখোলার ভুরির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় পিকআপ ভ্যানটি । ঠিক সেইসময় পিছন থেকে আসছিল একটি ম্যাটাডর ভ্যান । সজোরে সেটি ধাক্কা মারে ওই পিকআপ ভ্যানটিকে । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় 1 জনের । আহতদের প্রাথমিকভাবে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । সেখানে মৃত্যু হয় আরও দু'জনের । বাকিদের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দু'টিকে আটক করেছে পুলিশ । তদন্ত শুরু হয়েছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

রায়গঞ্জ, 2 মে : উলটে যাওয়া একটি পিকআপ ভ্যানে ম্যাটাডোরের ধাক্কায় মৃত 3 ও আহত 7 । দুর্ঘটনাটি উত্তর দিনাজপুরের ডালখোলা থানার অন্তর্গত ভুররি এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের ।

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থেকে 10জনের একটি দল পিকআপ ভ্যানে চেপে যাচ্ছিলেন শিলিগুড়ি । শিলিগুড়িতে একটি মেলায় মিষ্টি বিক্রি করার উদ্দেশে যাচ্ছিলেন তাঁরা । আজ সকাল 10টা নাগাদ উত্তর দিনাজপুরের ডালখোলার ভুরির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় পিকআপ ভ্যানটি । ঠিক সেইসময় পিছন থেকে আসছিল একটি ম্যাটাডর ভ্যান । সজোরে সেটি ধাক্কা মারে ওই পিকআপ ভ্যানটিকে । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় 1 জনের । আহতদের প্রাথমিকভাবে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । সেখানে মৃত্যু হয় আরও দু'জনের । বাকিদের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দু'টিকে আটক করেছে পুলিশ । তদন্ত শুরু হয়েছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.