ETV Bharat / state

দাড়িভিটে নিহতদের স্মরণে ভাষা দিবস পালনের দাবি জেলা BJP-র

author img

By

Published : Feb 21, 2020, 6:51 PM IST

BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির দাবি, "রাজ্যে বাংলা ভাষার জন্য আন্দোলন করেছে রাজেশ, তাপস ৷ তারজন্য তারা শহিদ হয়েছে ৷ তাই 20 সেপ্টেম্বরকে ভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হোক ৷ "

Uttar Dinajpur
দাড়িভিট

রায়গঞ্জ, 21 ফেব্রুয়ারি : আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দাড়িভিটে নিহত ছাত্রদের স্মরণে 20 সেপ্টেম্বরকে ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলল উত্তর দিনাজপুর জেলা BJP ৷ দাবি, উর্দু নয়, বাংলা ভাষায় শিক্ষক নিয়োগ করা হোক এই দাবিতে আন্দোলনে নিহত হয় ওই দুই ছাত্র ৷ তাই 20 সেপ্টেম্বরকে ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিতে হবে ৷

2018 সালের 20 সেপ্টেম্বর ইসলামপুর ব্লকের দাড়িভিট স্কুলে উর্দু শিক্ষক নিয়োগ নিয়ে প্রথম বিক্ষোভ শুরু করে সেখানকার পড়ুয়ারা । তাদের দাবি ছিল, স্কুলে উর্দু নয়, নানা বিষয়ের শিক্ষক- শিক্ষিকা প্রয়োজন রয়েছে । তা সত্ত্বেও শিক্ষক নিয়োগ করা হচ্ছে না । এর ঠিক দু'দিন পর ফের একই দাবিতে বিক্ষোভ দেখায় তারা । ছাত্র- পুলিশ সংঘর্ষের জেরে মারা যায় ওই স্কুলেরই দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মণ ও রাজেশ সরকার । পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ করেছিল নিহতদের পরিবার । CBI তদন্তের দাবিতে এখনও পর্যন্ত তাদের দেহ সৎকার না করে কবর দেওয়া অবস্থায় রয়েছে ।

BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির দাবি, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে BJP-র নেতা কর্মীরা ৷ বলেন, "আমাদের রাজ্যে বাংলা ভাষার জন্য আন্দোলন করেছে রাজেশ, তাপস ৷ তারা শহিদ হয়েছে ৷ তাই 20 সেপ্টেম্বরকে ভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হোক ৷ "

আজ BJP-র রায়গঞ্জে সদর কার্যালয় ওই দুই ছাত্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান BJP নেতা-কর্মীরা ।

রায়গঞ্জ, 21 ফেব্রুয়ারি : আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দাড়িভিটে নিহত ছাত্রদের স্মরণে 20 সেপ্টেম্বরকে ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলল উত্তর দিনাজপুর জেলা BJP ৷ দাবি, উর্দু নয়, বাংলা ভাষায় শিক্ষক নিয়োগ করা হোক এই দাবিতে আন্দোলনে নিহত হয় ওই দুই ছাত্র ৷ তাই 20 সেপ্টেম্বরকে ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিতে হবে ৷

2018 সালের 20 সেপ্টেম্বর ইসলামপুর ব্লকের দাড়িভিট স্কুলে উর্দু শিক্ষক নিয়োগ নিয়ে প্রথম বিক্ষোভ শুরু করে সেখানকার পড়ুয়ারা । তাদের দাবি ছিল, স্কুলে উর্দু নয়, নানা বিষয়ের শিক্ষক- শিক্ষিকা প্রয়োজন রয়েছে । তা সত্ত্বেও শিক্ষক নিয়োগ করা হচ্ছে না । এর ঠিক দু'দিন পর ফের একই দাবিতে বিক্ষোভ দেখায় তারা । ছাত্র- পুলিশ সংঘর্ষের জেরে মারা যায় ওই স্কুলেরই দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মণ ও রাজেশ সরকার । পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ করেছিল নিহতদের পরিবার । CBI তদন্তের দাবিতে এখনও পর্যন্ত তাদের দেহ সৎকার না করে কবর দেওয়া অবস্থায় রয়েছে ।

BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির দাবি, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে BJP-র নেতা কর্মীরা ৷ বলেন, "আমাদের রাজ্যে বাংলা ভাষার জন্য আন্দোলন করেছে রাজেশ, তাপস ৷ তারা শহিদ হয়েছে ৷ তাই 20 সেপ্টেম্বরকে ভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হোক ৷ "

আজ BJP-র রায়গঞ্জে সদর কার্যালয় ওই দুই ছাত্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান BJP নেতা-কর্মীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.