ETV Bharat / state

Covid in Raiganj Hospital : 9 জন চিকিৎসক-সহ রায়গঞ্জ হাসপাতালে করোনায় আক্রান্ত 14

author img

By

Published : Jan 7, 2022, 9:45 AM IST

রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক সহ করোনা আক্রান্ত হলেন মোট 14 জন ৷ যাঁদের মধ্যে 9 জনই চিকিৎসক ৷ যা নিয়ে উদ্বেগ বাড়ছে রায়গঞ্জে (Covid spreads massively in Raiganj medical Collage and Hospital) ৷

covid_attack_raiganj_hospital
৯ জন চিকিৎসক, ৪ জন টেকনেশিয়ান-সহ রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল সেক্রেটারি করোনা আক্রান্ত

রায়গঞ্জ, 7 জানুয়ারি : প্রিন্সিপাল সেক্রেটারি, 9 জন চিকিৎসক এবং 4 জন টেকনেশিয়ান-সহ মোট 14 জন করোনা আক্রান্ত রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে । এর আগেও আক্রান্ত হয়েছিলেন তিনজন নার্স । তবে এবার একইসঙ্গে হাসপাতালে 14 জন একসঙ্গে কোভিড পজিটিভ হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে (Covid spreads massively in Raiganj medical Collage and Hospital)।

রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় জানিয়েছেন, আক্রান্তরা সকলেই হোম আইসোলেশনে রয়েছেন । সংক্রমণ প্রতিরোধে যথাযথ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে । তিনি বলেন, "এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালের 9 জন চিকিৎসক, 4 জন টেকনেশিয়ান এবং মেডিকেল কলেজের প্রিন্সিপাল সেক্রেটারি কৌশিক সমাজদার করোনায় আক্রান্ত হয়েছেন । হাসপাতালের বাকি স্টাফদের সুরক্ষা ও নিরাপত্তার যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে ।"

আরও পড়ুন : ঊর্ধ্বগতি অব্যাহতই, বাংলায় সংক্রমণ 15 হাজারের ঘরে

ইতিমধ্য়েই বাংলায় মোট সংক্রমিতের সংখ্যা 15 হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ শুধু তাই নয় শেষ 24 ঘন্টায় মৃত্যুও হয়েছে 19 জনের ৷ একইভাবে রায়গঞ্জেও বাড়ছে করোনা ৷ বিশেষত চিকিৎসক এবং স্বাস্থ্য়কর্মীরা এভাবে আক্রান্ত হতে থাকায় উদ্বেগ আরও বেড়েছে ৷

রায়গঞ্জ, 7 জানুয়ারি : প্রিন্সিপাল সেক্রেটারি, 9 জন চিকিৎসক এবং 4 জন টেকনেশিয়ান-সহ মোট 14 জন করোনা আক্রান্ত রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে । এর আগেও আক্রান্ত হয়েছিলেন তিনজন নার্স । তবে এবার একইসঙ্গে হাসপাতালে 14 জন একসঙ্গে কোভিড পজিটিভ হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে (Covid spreads massively in Raiganj medical Collage and Hospital)।

রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় জানিয়েছেন, আক্রান্তরা সকলেই হোম আইসোলেশনে রয়েছেন । সংক্রমণ প্রতিরোধে যথাযথ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে । তিনি বলেন, "এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালের 9 জন চিকিৎসক, 4 জন টেকনেশিয়ান এবং মেডিকেল কলেজের প্রিন্সিপাল সেক্রেটারি কৌশিক সমাজদার করোনায় আক্রান্ত হয়েছেন । হাসপাতালের বাকি স্টাফদের সুরক্ষা ও নিরাপত্তার যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে ।"

আরও পড়ুন : ঊর্ধ্বগতি অব্যাহতই, বাংলায় সংক্রমণ 15 হাজারের ঘরে

ইতিমধ্য়েই বাংলায় মোট সংক্রমিতের সংখ্যা 15 হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ শুধু তাই নয় শেষ 24 ঘন্টায় মৃত্যুও হয়েছে 19 জনের ৷ একইভাবে রায়গঞ্জেও বাড়ছে করোনা ৷ বিশেষত চিকিৎসক এবং স্বাস্থ্য়কর্মীরা এভাবে আক্রান্ত হতে থাকায় উদ্বেগ আরও বেড়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.