ETV Bharat / state

বাড়িতে ইঁদুরের গর্ত থেকে উদ্ধার 25 টি বাচ্চা-সহ 1 টি গোখরো সাপ - গোখরো সাপ

ইঁদুরের গর্ত থেকে উদ্ধার একটি গোখরো সাপ ৷ সঙ্গে উদ্ধার করা হয়েছে ওই গোখরো সাপের 25 টি বাচ্চাকে ৷ ঘটনাটি রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার ঘোষপাড়ার বাসুদেবপুর গ্রামের ৷

Cobra Snake
উদ্ধার গোখরো সাপ
author img

By

Published : Aug 1, 2020, 3:12 PM IST

রায়গঞ্জ, 1 অগাস্ট : এক ব্যক্তির বাড়িতে থাকা ইঁদুরের গর্ত থেকে উদ্ধার একটি গোখরো সাপ ৷ সঙ্গে উদ্ধার করা হয়েছে ওই গোখরো সাপের 25 টি বাচ্চাকে ৷ ঘটনাটি রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার ঘোষপাড়ার বাসুদেবপুর গ্রামের ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে রয়েছে ৷

বাসুদেবপুর গ্রামের বাসিন্দা জইনুদ্দিন শেখ ৷ নিজেরই বাড়ির একটি ইঁদুরের গর্ত থেকে একটি সাপের বাচ্চা বের হতে দেখেন ৷ আতঙ্কিত হয়ে পড়েন তিন ও তাঁর পরিবারের সদস্যরা ৷ খবর দেওয়া হয় উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের সদস্যদের ৷ প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় 25 টি বাচ্চা-সহ একটি 5 ফুটের গোখরো সাপ উদ্ধার করা হয় ৷ এছাড়াও কিছু সাপের ডিম উদ্ধার হয় ৷ উদ্ধার হওয়া সাপগুলি বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

Cobra Snake
উদ্ধার হওয়া সাপের বাচ্চা

উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের সম্পাদক গৌতম কান্তি জানান, ওই ইঁদুরের গর্তে প্রায় 70 টি সাপের বাচ্চা ছিল ৷ কিন্তু কিছু সাপের বাচ্চা ওই গর্ত থেকে বেরিয়ে চলে যায় ৷ তিনি বলেন, "একটা জিনিস খুব ভালো যে, মানুষ আজকাল সাপ দেখলে মেরে ফেলছে না ৷ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে ৷ "

রায়গঞ্জ, 1 অগাস্ট : এক ব্যক্তির বাড়িতে থাকা ইঁদুরের গর্ত থেকে উদ্ধার একটি গোখরো সাপ ৷ সঙ্গে উদ্ধার করা হয়েছে ওই গোখরো সাপের 25 টি বাচ্চাকে ৷ ঘটনাটি রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার ঘোষপাড়ার বাসুদেবপুর গ্রামের ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে রয়েছে ৷

বাসুদেবপুর গ্রামের বাসিন্দা জইনুদ্দিন শেখ ৷ নিজেরই বাড়ির একটি ইঁদুরের গর্ত থেকে একটি সাপের বাচ্চা বের হতে দেখেন ৷ আতঙ্কিত হয়ে পড়েন তিন ও তাঁর পরিবারের সদস্যরা ৷ খবর দেওয়া হয় উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের সদস্যদের ৷ প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় 25 টি বাচ্চা-সহ একটি 5 ফুটের গোখরো সাপ উদ্ধার করা হয় ৷ এছাড়াও কিছু সাপের ডিম উদ্ধার হয় ৷ উদ্ধার হওয়া সাপগুলি বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

Cobra Snake
উদ্ধার হওয়া সাপের বাচ্চা

উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের সম্পাদক গৌতম কান্তি জানান, ওই ইঁদুরের গর্তে প্রায় 70 টি সাপের বাচ্চা ছিল ৷ কিন্তু কিছু সাপের বাচ্চা ওই গর্ত থেকে বেরিয়ে চলে যায় ৷ তিনি বলেন, "একটা জিনিস খুব ভালো যে, মানুষ আজকাল সাপ দেখলে মেরে ফেলছে না ৷ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.