বারাসত, 10 জুন : লকডাউনের 78 দিনেও পরিবহন ব্যবস্থা নিয়ে সমস্য়ায় রয়েছেন নিত্যযাত্রীরা । অন্যান্য দিনের মতো আজও রাস্তায় পর্যাপ্ত বাস না পেয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হল অফিস যাত্রীদের । বাদ গেলেন না সাধারণ মানুষও । দুর্ভোগ কমাতে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা ধাপে ধাপে বাড়ানো হবে। সেইমতো সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা আগের থেকে তুলনামূলকভাবে বেড়েছে । কিন্তু, যাত্রী সংখ্যার তুলনায় তা যথেষ্ট নয় বলেই অভিযোগ। আর রাস্তায় বেরিয়ে তা টের পেলেন অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ। রাজ্যের নানা জায়গার পাশাপাশি বারাসতের চিত্রটাও একইরকম।
বারাসতের যে দুটি জায়গা থেকে সরকারি ও বেসরকারি বাস চলাচল করে সেই বামুনমুড়ো ও চাঁপাডালি মোড়ের কেন্দ্রীয় বাস টার্মিনাসের ছবিটা আজও একইরকম । সরকারি কিংবা বেসরকারি, কোনও বাস দেখলেই একজনের ঘাড়ে চেপে আর একজন ওঠার চেষ্টা করছেন । আজ সকাল থেকেই বারাসতের বামুনমুড়োর বাস ডিপোতে সরকারি বাসের জন্য যাত্রীদের লম্বা লাইন দেখা গেছে । ন্যূনতম সামাজিক দূরত্বটুকুও ছিল না তাঁদের মধ্যে। সুরক্ষাবিধি শিকেয় তুলে, গা ঘেঁষাঘেঁষি করেই বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে তাঁদের ।
এবিষয়ে এক অফিস যাত্রী বলেন, "সরকার তো সমস্ত সরকারি ও বেসরকারি অফিস খুলে দিয়েছে। অফিস খুলতে হবে সেসব ঠিক আছে। কিন্তু,অফিস যাত্রীদের যাতায়াতের জন্য বাসের সংখ্যাও বাড়ানো জরুরি। সল্টলেকের অফিসে যাব বলে, সকাল সকাল বারাসতের বাস ডিপোয় চলে আসি। কিন্তু,বাসের জন্য এক ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়। ঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারব না বলেই মনে হচ্ছে। এরকমভাবে আর কতদিন দুর্ভোগ পোহাতে হবে জানি না।"
এ নিয়ে উত্তর 24 পরগনার আঞ্চলিক পরিবহন আধিকারিক অনন্ত সরকার বলেন, "যাত্রীদের দুর্ভোগ কমাতে সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা আগের থেকে অনেক বাড়ানো হয়েছে। আগামীদিনে তা আরও বাড়ানো হবে। "