বনগাঁ,5 মার্চ : বনগাঁয় খুন অজ্ঞাতপরিচয় যুবক ৷ থেঁতলে খুন করা হয় ওই অজ্ঞাতপরিচয় যুবককে । গতকাল বনগাঁ মতিগঞ্জ হাটখোলা এলাকায় ইছামতী নদীর ধারে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় । স্থানীয়রা বাসিন্দারা পুলিশে খবর দেন ৷ পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠায় । মৃত যুবকের শরীরের অন্যান্য অংশেও একাধিক ক্ষত রয়েছে । মৃতের পরিচয় এখনও জানা যায়নি ৷ পুলিশ মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বনগাঁর মতিগঞ্জের হাটখোলা এলাকার ইছামতী নদীর ধারের বাসিন্দারা এক যুবকের মৃতদেহ দেখতে পান । তাঁরাই পুলিশে খবর দেন । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । বাসিন্দাদের অভিযোগ, এলাকায় রোজ রাতে মদ,গাঁজার আসর বসে । নেশাখোরদের দৌরাত্ম্য রয়েছে এলাকায় । বাইরের ছেলেরাও আসে এখানে । বাসিন্দাদের অনুমান, মদের আসরে কোনও কিছু নিয়ে গোলমালের পর ওই যুবককে খুন করা হয়েছে । খুন করার পরেই দুষ্কৃতীরা দেহ ফেলে রেখে চম্পট দিয়েছে ৷
স্থানীয় বাসিন্দা দীপালি বিশ্বাস, অনীতা ঘোষ বলেন, ‘‘মদ, গাঁজা-সহ হেরোইনের নেশাও চলে এখানে। সন্ধ্যা নামতেই ইছামতীর ধারের এই অঞ্চলটি নেশারুদের মুক্তাঞ্চল হয়ে পড়ে। বিষয়টি বনগাঁ থানার পুলিশের অজানা এমনটা নয়, তবুও পুলিশি নিস্ক্রিয়তার সুযোগ নিয়ে দিনের পর দিন এই সব রমরমিয়ে চলছে জনবহুল এলাকায় ৷’’