ETV Bharat / state

অশোকনগরে বিস্ফোরণে জখম যুবক, শুরু CPI(M)-তৃণমূল তরজা - বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ

স্থানীয়দের অভিযোগ, ওই যুবকের বাড়়িতে বেশ কিছুদিন ধরেই বোমা বাঁধার কাজ চলছিল । স্থানীয় CPI(M)-এর দাবি, নুরউদ্দিন তৃণমূল সমর্থক ।

ছবি
ছবি
author img

By

Published : May 24, 2020, 8:37 AM IST

অশোকনগর, 24 মে : শ্রীকৃষ্ণপুরে বিস্ফোরণে জখম এক যুবক । গুরুতর জখম অবস্থায় তাকে কলকাতার RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । স্থানীয়দের একাংশের অভিযোগ, বাড়ির ছাদে বোমা বাঁধার কাজ চলছিল । গতকাল সেই বোমা বিস্ফোরণ হয়ে জখম হয় নুরউদ্দিন শেখ। বয়স 24 । যদিও পরিবারের দাবি, নুরউদ্দিনকে লক্ষ্য করে স্থানীয় দুষ্কৃতীরা বোমা মেরেছে ।

উত্তর 24 পরগনার অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুরে বাড়ি নুরউদ্দিনের । গতকাল হঠাৎই তার বাড়ির ছাদে বিকট শব্দ করে কিছু একটা বিস্ফোরণ হয় । স্থানীয়রা শুনতে পেয়ে বেরিয়ে এসে দেখেন, নুরউদ্দিনকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে । প্রথমে অশোকনগর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে বারাসত জেলা হাসপাতাল ঘুরে কলকাতার RG কর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় । আপাতত সেখানেই চিকিৎসা চলছে তার ।

স্থানীয়দের দাবি, তার বাড়়িতে বেশ কিছুদিন ধরে বোমা বাঁধার কাজ চলছিল । স্থানীয় CPI(M)-এর দাবি, নুরউদ্দিন তৃণমূল সমর্থক । CPI(M) নেতা তথা অশোকনগরের প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর বলেন, "তৃণমূল এখনও তৃণমূলেই রয়েছে । চারিদিকে দুর্যোগ চলছে । কোরোনা তারপর ঘূর্ণিঝড় । তারমধ্যে ওদের বোমা বাঁধার দরকার হচ্ছে । তবে আমার ধারণা, CPI(M)-এর লোকজনকে মারার জন্যই শুধু বোমা বাঁধা হচ্ছিল না । তৃণমূলের এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে মারার জন্য বোমা বাঁধছিল । পুলিশের উচিত, জখম ওই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে কে বোমা বাঁধতে বলেছিল, সেটা বের করুক ।"

স্থানীয় তৃণমূল বিধায়ক ধীমান রায় অবশ্য নুরউদ্দিনকে তৃণমূলের সদস্য বলতে নারাজ । তাঁর কথায়, "আমি ঘটনাটা শুনেছি । তবে ছেলেটি আমাদের দলের কেউ নয় । CPI(M) অযথা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে ।"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পালটা নুরউদ্দিনের পরিবারের দাবি, সে ছাদে বসেছিল। রাস্তা থেকে কেউ তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায় ।

অশোকনগর, 24 মে : শ্রীকৃষ্ণপুরে বিস্ফোরণে জখম এক যুবক । গুরুতর জখম অবস্থায় তাকে কলকাতার RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । স্থানীয়দের একাংশের অভিযোগ, বাড়ির ছাদে বোমা বাঁধার কাজ চলছিল । গতকাল সেই বোমা বিস্ফোরণ হয়ে জখম হয় নুরউদ্দিন শেখ। বয়স 24 । যদিও পরিবারের দাবি, নুরউদ্দিনকে লক্ষ্য করে স্থানীয় দুষ্কৃতীরা বোমা মেরেছে ।

উত্তর 24 পরগনার অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুরে বাড়ি নুরউদ্দিনের । গতকাল হঠাৎই তার বাড়ির ছাদে বিকট শব্দ করে কিছু একটা বিস্ফোরণ হয় । স্থানীয়রা শুনতে পেয়ে বেরিয়ে এসে দেখেন, নুরউদ্দিনকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে । প্রথমে অশোকনগর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে বারাসত জেলা হাসপাতাল ঘুরে কলকাতার RG কর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় । আপাতত সেখানেই চিকিৎসা চলছে তার ।

স্থানীয়দের দাবি, তার বাড়়িতে বেশ কিছুদিন ধরে বোমা বাঁধার কাজ চলছিল । স্থানীয় CPI(M)-এর দাবি, নুরউদ্দিন তৃণমূল সমর্থক । CPI(M) নেতা তথা অশোকনগরের প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর বলেন, "তৃণমূল এখনও তৃণমূলেই রয়েছে । চারিদিকে দুর্যোগ চলছে । কোরোনা তারপর ঘূর্ণিঝড় । তারমধ্যে ওদের বোমা বাঁধার দরকার হচ্ছে । তবে আমার ধারণা, CPI(M)-এর লোকজনকে মারার জন্যই শুধু বোমা বাঁধা হচ্ছিল না । তৃণমূলের এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে মারার জন্য বোমা বাঁধছিল । পুলিশের উচিত, জখম ওই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে কে বোমা বাঁধতে বলেছিল, সেটা বের করুক ।"

স্থানীয় তৃণমূল বিধায়ক ধীমান রায় অবশ্য নুরউদ্দিনকে তৃণমূলের সদস্য বলতে নারাজ । তাঁর কথায়, "আমি ঘটনাটা শুনেছি । তবে ছেলেটি আমাদের দলের কেউ নয় । CPI(M) অযথা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে ।"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পালটা নুরউদ্দিনের পরিবারের দাবি, সে ছাদে বসেছিল। রাস্তা থেকে কেউ তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.