ETV Bharat / state

পেট্রাপোল বন্দর বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকদের দাবি , কয়েকজন অসাধু ব্যবসায়ীর লাভের জন্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে । দীর্ঘদিন লকডাউন সত্ত্বেও কোনও ব্যবসায়ী শ্রমিকদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি । জ়িরো পয়েন্টে পণ্য খালি করতে বাংলাদেশ থেকে শ্রমিকরা আসছেন । তাতে কোরোনা সংক্রমণের সম্ভাবনা রয়েছে ।

Bongaon
বনগাঁ
author img

By

Published : May 2, 2020, 8:32 PM IST

বনগাঁ , 2 মে : ভারত-বাংলাদেশ আমদানি -রপ্তানি বন্ধের দাবিতে পেট্রাপোলে বিক্ষোভ দেখাল শ্রমিকরা ৷ বনগাঁয় টানা 37 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে আমদানি-রপ্তানি শুরু হয়েছে । সিদ্ধান্ত হয়েছে , জ়িরো পয়েন্টে চলছে পণ্য খালি করার কাজ । বাংলাদেশি শ্রমিকদের মাধ্যমে কোরোনা আক্রান্ত হতে পারে এদেশের শ্রমিকরা ৷ এই আশঙ্কা করে আমদানি-রপ্তানি বন্ধের দাবিতে শনিবার পেট্রাপোলে শ্রমিকরা আন্দোলন শুরু করেন ।

এই শ্রমিকদের দাবি , কয়েকজন অসাধু ব্যবসায়ীর লাভের জন্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে । দীর্ঘদিন লকডাউন সত্ত্বেও কোনও ব্যবসায়ী শ্রমিকদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি । জ়িরো পয়েন্টে পণ্য খালি করতে বাংলাদেশ থেকে শ্রমিকরা আসছেন । তাতে কোরোনা সংক্রমণের সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যে ভারত-বাংলাদেশে বাণিজ্য বন্ধের দাবি জানিয়ে জেলাশাসককে চিঠি দিয়েছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ ৷

BJP নেতা দেবদাস মণ্ডল বলেন , "বনগাঁর অর্থনীতি পেট্রাপোলের উপর নির্ভরশীল ৷ ভারত সরকার সারা বিশ্বকে পথ দেখাচ্ছে । সব কিছু বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনেই আমদানি-রপ্তানি চালু করেছে সরকার । তৃণমূলের স্বভাব বিরোধিতা করা । সেটাই করছে ।"

পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির ম্যানেজার শুভজিৎ মণ্ডল জানিয়েছেন , কেন্দ্র ও রাজ্য সরকারের অনুমতি নিয়েই রপ্তানি শুরু হয়েছে । সমস্ত সতর্কতা মেনে কাজ হচ্ছে । সংক্রমণ ছড়ানোটা সম্ভব । পরে যদি সরকারি কোনও নির্দেশ আসে , সেই অনুসারে কাজ চলবে ।

বনগাঁ , 2 মে : ভারত-বাংলাদেশ আমদানি -রপ্তানি বন্ধের দাবিতে পেট্রাপোলে বিক্ষোভ দেখাল শ্রমিকরা ৷ বনগাঁয় টানা 37 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে আমদানি-রপ্তানি শুরু হয়েছে । সিদ্ধান্ত হয়েছে , জ়িরো পয়েন্টে চলছে পণ্য খালি করার কাজ । বাংলাদেশি শ্রমিকদের মাধ্যমে কোরোনা আক্রান্ত হতে পারে এদেশের শ্রমিকরা ৷ এই আশঙ্কা করে আমদানি-রপ্তানি বন্ধের দাবিতে শনিবার পেট্রাপোলে শ্রমিকরা আন্দোলন শুরু করেন ।

এই শ্রমিকদের দাবি , কয়েকজন অসাধু ব্যবসায়ীর লাভের জন্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে । দীর্ঘদিন লকডাউন সত্ত্বেও কোনও ব্যবসায়ী শ্রমিকদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি । জ়িরো পয়েন্টে পণ্য খালি করতে বাংলাদেশ থেকে শ্রমিকরা আসছেন । তাতে কোরোনা সংক্রমণের সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যে ভারত-বাংলাদেশে বাণিজ্য বন্ধের দাবি জানিয়ে জেলাশাসককে চিঠি দিয়েছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ ৷

BJP নেতা দেবদাস মণ্ডল বলেন , "বনগাঁর অর্থনীতি পেট্রাপোলের উপর নির্ভরশীল ৷ ভারত সরকার সারা বিশ্বকে পথ দেখাচ্ছে । সব কিছু বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনেই আমদানি-রপ্তানি চালু করেছে সরকার । তৃণমূলের স্বভাব বিরোধিতা করা । সেটাই করছে ।"

পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির ম্যানেজার শুভজিৎ মণ্ডল জানিয়েছেন , কেন্দ্র ও রাজ্য সরকারের অনুমতি নিয়েই রপ্তানি শুরু হয়েছে । সমস্ত সতর্কতা মেনে কাজ হচ্ছে । সংক্রমণ ছড়ানোটা সম্ভব । পরে যদি সরকারি কোনও নির্দেশ আসে , সেই অনুসারে কাজ চলবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.