ETV Bharat / state

বকেয়া না পাওয়ার অভিযোগে কাঁকিনাড়া জুটমিলে কর্মবিরতি - জুটমিল

বকেয়া না পাওয়ার অভিযোগে কাঁকিনাড়া নফর চাঁদ জুটমিলে শুরু হয়েছে শ্রমিকদের কর্মবিরতি । সামিল প্রায় চার হাজার শ্রমিক ৷

জুটমিল
author img

By

Published : Oct 13, 2019, 4:03 PM IST

কাঁকিনাড়া, 13 অক্টোবর : আজ সকাল থেকে কাঁকিনাড়া নফর চাঁদ জুটমিলে শুরু হয়েছে শ্রমিকদের কর্মবিরতি । সামিল প্রায় চার হাজার শ্রমিক ৷ কাঁকিনাড়া জুটমিলের শ্রমিক সংগঠন আজ সকালে মিলের গেটে একটি বিজ্ঞপ্তি জারি করে ৷ তাতে বলা হয়েছে , শ্রমিকদের 5-6 মাসের বকেয়া দেওয়া হয়নি । এছাড়াও বেশ কয়েক বছরের PF, গ্র্যাচুইটির টাকাও বকেয়া রয়েছে ৷ সেই টাকাও মিল কর্তৃপক্ষ সময়মতো জমা দেয়নি বলে অভিযোগ শ্রমিকদের । তাদের দাবি মিল কর্তৃপক্ষ অনেক শ্রমিক STL -এর ছুটির টাকা পায়নি । যতক্ষণ না পর্যন্ত তাঁরা পাওনা টাকা পাচ্ছেন, ততক্ষণ কাজে যোগ দেবেন না ৷

এদিকে মিল কর্তৃপক্ষও পাল্টা নোটিশ দিয়েছে ৷ তাতে অবিলম্বে শ্রমিকদের কাজে যোগ দিতে বলা হয়েছে ৷ সেই সঙ্গে শ্রমিকরা যে বেআইনি ভাবে কর্মবিরতি করছে তা তাদের মনে করিয়া দেওয়া হয়েছে ৷ মিল কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে কাজে যোগ না দিলে কাউকে মজুরি দেওয়া হবে না ৷ কাজ না করলে মিলবে না টাকা ৷

এদিকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, " নফর চাঁদ জুট মিল বেশ কয়েক বছর বন্ধ ছিল ৷ সম্প্রতি আবার চালু হয়েছে । মিল কর্তৃপক্ষের পরিস্থিতি সামাল দিতে একটু সময় লাগবে । সবাই বকেয়া পেয়ে যাবেন ৷ শ্রমিকদের অনুরোধ করব আপনারা কাজে যোগ দিন৷ কারও উসকানিতে বিভ্রান্ত হবেন না ৷ কোনও রাজনৈতিক দল শ্রমিকদের বিভ্রান্ত করে এধরনের ধর্মঘট করাচ্ছে ৷ "

কাঁকিনাড়া, 13 অক্টোবর : আজ সকাল থেকে কাঁকিনাড়া নফর চাঁদ জুটমিলে শুরু হয়েছে শ্রমিকদের কর্মবিরতি । সামিল প্রায় চার হাজার শ্রমিক ৷ কাঁকিনাড়া জুটমিলের শ্রমিক সংগঠন আজ সকালে মিলের গেটে একটি বিজ্ঞপ্তি জারি করে ৷ তাতে বলা হয়েছে , শ্রমিকদের 5-6 মাসের বকেয়া দেওয়া হয়নি । এছাড়াও বেশ কয়েক বছরের PF, গ্র্যাচুইটির টাকাও বকেয়া রয়েছে ৷ সেই টাকাও মিল কর্তৃপক্ষ সময়মতো জমা দেয়নি বলে অভিযোগ শ্রমিকদের । তাদের দাবি মিল কর্তৃপক্ষ অনেক শ্রমিক STL -এর ছুটির টাকা পায়নি । যতক্ষণ না পর্যন্ত তাঁরা পাওনা টাকা পাচ্ছেন, ততক্ষণ কাজে যোগ দেবেন না ৷

এদিকে মিল কর্তৃপক্ষও পাল্টা নোটিশ দিয়েছে ৷ তাতে অবিলম্বে শ্রমিকদের কাজে যোগ দিতে বলা হয়েছে ৷ সেই সঙ্গে শ্রমিকরা যে বেআইনি ভাবে কর্মবিরতি করছে তা তাদের মনে করিয়া দেওয়া হয়েছে ৷ মিল কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে কাজে যোগ না দিলে কাউকে মজুরি দেওয়া হবে না ৷ কাজ না করলে মিলবে না টাকা ৷

এদিকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, " নফর চাঁদ জুট মিল বেশ কয়েক বছর বন্ধ ছিল ৷ সম্প্রতি আবার চালু হয়েছে । মিল কর্তৃপক্ষের পরিস্থিতি সামাল দিতে একটু সময় লাগবে । সবাই বকেয়া পেয়ে যাবেন ৷ শ্রমিকদের অনুরোধ করব আপনারা কাজে যোগ দিন৷ কারও উসকানিতে বিভ্রান্ত হবেন না ৷ কোনও রাজনৈতিক দল শ্রমিকদের বিভ্রান্ত করে এধরনের ধর্মঘট করাচ্ছে ৷ "

Intro:লক্ষী পুজোর দিনে বন্ধ হয়ে গেল কাঁকিনাড়া নফর চন্দ্র জুট মিল।Body:লক্ষী পুজোর দিনে বন্ধ হয়ে গেল কাঁকিনাড়া নফর চন্দ্র জুট মিল।

কাঁকিনাড়া নফর চাঁদ জুটমিলে আজ সকাল থেকেই চলে শ্রমিকদের কর্মবিরতি। শ্রমিক পক্ষের তরফে আজ সকালে মিলের গেটে একটি নোটিশ টাঙানো হয়। তাতে লেখা আছে, পাঁচ ছয় মাসের শ্রমিকদের যে বকেয়া পাওনা সেইটা তাদের দেওয়া হয়নি। এছাড়াও বেশ কয়েক বছরের পি এফ, গ্র্যাচুইটির টাকা বকেয়া পাওনা রয়েছে, সেই টাকাও মিল কর্তৃপক্ষ দেয়নি বলে অভিযোগ শ্রমিকদের। ফলে তারা আজ থেকে কর্মবিরতি করছে। উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকদের অভিযোগ তারা এস.টি.এল -এর ছুটির টাকা অনেকই পায়নি। আর সেই জন্যই তারা উৎপাদন বন্ধ করে দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত তারা তাদের পাওনা টাকা পাচ্ছেন, ততক্ষণ তারা কাজে যোগ দেবেন না মিলের প্রায় 4000 শ্রমিক। সাংসদ অর্জুন সিং-এর বক্তব্য, মিল বেশ কয়েক বছর বন্ধ ছিল, আবার চালু হয়েছে।পরিস্থিতি সামাল দিতে একটু সময় লাগবে। শ্রমিকেরা টাকা সবাই আসতে আসতে পেয়ে যাবে বলে আশা প্রকাশ সাংসদ অর্জুন সিং-এর।কেউ শ্রমিকদের বিভ্রান্ত করে এধরনের ধর্মঘট করাচ্ছে বলে অভিযোগ সাংসদের।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.