ETV Bharat / state

আটক শ্রমিকদের মুক্তির দাবিতে অবরোধ দেগঙ্গায়

author img

By

Published : Jul 11, 2020, 3:26 AM IST

পুকুর কাটার মাটি দিয়ে অন্য জলাজমি ভরাট করার অভিযোগে আটক কয়েকজন শ্রমিক । 100 দিনের কাজে নিযুক্ত ছিল তারা । উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গার ঘটনা । আটক শ্রমিকদের মুক্তির দাবিতে অবরোধ ।

Labour agitation at deganga
Labour agitation at deganga

দেগঙ্গা, 10 জুলাই : পুকুর কাটার মাটি দিয়ে জলাজমি ভরাট করার অভিযোগ উঠল 100 দিনের কাজে নিযুক্ত কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে । এই অভিযোগে শুক্রবার তাদের আটক করে পুলিশ । এরপরই আটক শ্রমিকদের মুক্তির দাবিতে দেগঙ্গার বেলিয়াঘাটা-ইছাপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় অন্য শ্রমিকরা । পরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপে প্রায় ঘণ্টা দুয়েক পর পরিস্থিতি স্বাভাবিক হয় ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই দেগঙ্গা ব্লকের সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের অধোনপুর এলাকায় 100 দিনের কাজ চলছিল । গ্রামের প্রায় 150 জন শ্রমিক স্থানীয় একটি পুকুর কাটার কাজ করছিলেন । সরকারি স্কিমে জব কার্ড হোল্ডারদের দিয়েই পুকুর খননের কাজ চলছিল । পুকুর কাটার মাটি ভ্যানে করে প্রায় 500 মিটার দুরে একটি জলাজমিতে ফেলে তা ভরাট করা হচ্ছিল বলে অভিযোগ আসে দেগঙ্গা থানার পুলিশের কাছে ।

অভিযোগ পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থানে গিয়ে নিয়মবহির্ভূত সেই কাজ করতে শ্রমিকদের নিষেধ করে যায় পুলিশ । অভিযোগ, নিষেধ অগ্রাহ্য করে এরপরও মাটি ফেলে সেই জলাজমি ভরাট করছিলেন কয়েকজন শ্রমিক । এরপরই শুক্রবার তাদের আটক করে থানায় নিয়ে আসে দেগঙ্গা থানার পুলিশ । আটক শ্রমিকদের মুক্তির দাবি তোলে অন্যান্য শ্রমিকরা । শুরু হয় বেলিয়াঘাটা-ইছাপুর রোড অবরোধ । চলে বিক্ষোভও ।

রাস্তায় বাঁশের ব্যারিকেড ও একটি ম্যাটাডোর গাড়ি আড়াআড়িভাবে দাঁড় করিয়ে অবরোধ করে শ্রমিকরা । তাদের কথায়, “পুলিশ গায়ের জোরে ওই শ্রমিকদের মিথ্যে অভিযোগে আটক করেছে । তারা কোনও অবৈধ কাজের সঙ্গে যুক্ত নয় । তাই তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে । এই দাবিতেই অবরোধ বিক্ষোভ দেখানো হয়েছে ।”

দেগঙ্গা ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে 100 দিনের কাজে যে পুকুর কাটা হচ্ছিল, সেই পুকুরের মাটি অন্য একটি জলাজমিতে ভরাট করা হচ্ছিল । এই বিষয়ে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করে এলাকার লোকজনই । সেই অভিযোগের ভিত্তিতে সাতজন শ্রমিককে আটক করে পুলিশ ।যদিও আন্দোলনকারীদের অভিযোগ মানতে চায়নি দেগঙ্গা থানার পুলিশ । তাদের দাবি," নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওই শ্রমিকদের আটক করা হয়েছে । আটক শ্রমিকদের BLRO স্তরে তদন্ত শুরু হয়েছে ।"

দেগঙ্গা, 10 জুলাই : পুকুর কাটার মাটি দিয়ে জলাজমি ভরাট করার অভিযোগ উঠল 100 দিনের কাজে নিযুক্ত কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে । এই অভিযোগে শুক্রবার তাদের আটক করে পুলিশ । এরপরই আটক শ্রমিকদের মুক্তির দাবিতে দেগঙ্গার বেলিয়াঘাটা-ইছাপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় অন্য শ্রমিকরা । পরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপে প্রায় ঘণ্টা দুয়েক পর পরিস্থিতি স্বাভাবিক হয় ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই দেগঙ্গা ব্লকের সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের অধোনপুর এলাকায় 100 দিনের কাজ চলছিল । গ্রামের প্রায় 150 জন শ্রমিক স্থানীয় একটি পুকুর কাটার কাজ করছিলেন । সরকারি স্কিমে জব কার্ড হোল্ডারদের দিয়েই পুকুর খননের কাজ চলছিল । পুকুর কাটার মাটি ভ্যানে করে প্রায় 500 মিটার দুরে একটি জলাজমিতে ফেলে তা ভরাট করা হচ্ছিল বলে অভিযোগ আসে দেগঙ্গা থানার পুলিশের কাছে ।

অভিযোগ পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থানে গিয়ে নিয়মবহির্ভূত সেই কাজ করতে শ্রমিকদের নিষেধ করে যায় পুলিশ । অভিযোগ, নিষেধ অগ্রাহ্য করে এরপরও মাটি ফেলে সেই জলাজমি ভরাট করছিলেন কয়েকজন শ্রমিক । এরপরই শুক্রবার তাদের আটক করে থানায় নিয়ে আসে দেগঙ্গা থানার পুলিশ । আটক শ্রমিকদের মুক্তির দাবি তোলে অন্যান্য শ্রমিকরা । শুরু হয় বেলিয়াঘাটা-ইছাপুর রোড অবরোধ । চলে বিক্ষোভও ।

রাস্তায় বাঁশের ব্যারিকেড ও একটি ম্যাটাডোর গাড়ি আড়াআড়িভাবে দাঁড় করিয়ে অবরোধ করে শ্রমিকরা । তাদের কথায়, “পুলিশ গায়ের জোরে ওই শ্রমিকদের মিথ্যে অভিযোগে আটক করেছে । তারা কোনও অবৈধ কাজের সঙ্গে যুক্ত নয় । তাই তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে । এই দাবিতেই অবরোধ বিক্ষোভ দেখানো হয়েছে ।”

দেগঙ্গা ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে 100 দিনের কাজে যে পুকুর কাটা হচ্ছিল, সেই পুকুরের মাটি অন্য একটি জলাজমিতে ভরাট করা হচ্ছিল । এই বিষয়ে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করে এলাকার লোকজনই । সেই অভিযোগের ভিত্তিতে সাতজন শ্রমিককে আটক করে পুলিশ ।যদিও আন্দোলনকারীদের অভিযোগ মানতে চায়নি দেগঙ্গা থানার পুলিশ । তাদের দাবি," নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওই শ্রমিকদের আটক করা হয়েছে । আটক শ্রমিকদের BLRO স্তরে তদন্ত শুরু হয়েছে ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.