দেগঙ্গা, 12 জুন : কটূক্তির প্রতিবাদ করে আক্রান্ত হলেন মহিলা ও তাঁর মেয়ে (Woman and her daughter stabbed by a young man in Deganga) । দু'জনকেই ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ । হাতুড়ি দিয়ে মাথায় আঘাতও করা হয় । গুরুতর আহত হন মা ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে । পরে তাঁদের স্থানান্তরিত করা হয় বারাসত জেলা হাসপাতালে । ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার দেগঙ্গার জামালপুর এলাকায় । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক । অভিযুক্ত যুবককে না পেয়ে তার বাবাকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ ।
মহিলার এক আত্মীয়ের সঙ্গে অভিযুক্ত প্রতিবেশীর গন্ডগোলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত । অভিযোগ, সেই গন্ডগোলের জেরে শনিবার রাতে আনোয়ারা বিবি নামে ওই মহিলার বাড়ির সামনে ক্রমাগত কটূক্তি করছিল প্রতিবেশী যুবক আফতারুল । তারই প্রতিবাদ করেন মহিলার ছেলে ইনাম ইয়াসমিন । শুরু হয় বচসা ৷ পরে বাদানুবাদ । তা শুনে ঘরের বাইরে বেরিয়ে আসেন মহিলা ও তাঁর মেয়ে ৷
আরও পড়ুন : কুপ্রস্তাবের প্রতিবাদ করে ক্যানিংয়ে আক্রান্ত মা ও মেয়ে
অভিযোগ, সেই গন্ডগোল থামাতে গেলে যাবতীয় রোষ গিয়ে পড়ে দু'জনের ওপর । হামলা চালায় প্রতিবেশী ওই যুবক । রীতিমতো ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় মহিলা এবং তাঁর মেয়েকে । এতেও ক্ষান্ত হননি হামলাকারী যুবক । এরপর হাতুড়ি দিয়ে দু'জনকেই আঘাত করা হয় বলে অভিযোগ । মহিলা এবং তাঁর মেয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়লে অবস্থা বেগতিক বুঝে রাতের অন্ধকারে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত যুবক । ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায় ।
এদিকে গুরুতর আহত অবস্থায় দু'জনকেই উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহত মা ও মেয়েকে স্থানান্তরিত করা হয় বারাসত জেলা হাসপাতালে । দু'জনের মাথাতেই বেশ কয়েকটি সেলাই পড়েছে । আপাতত মা ও মেয়ের অবস্থা স্থিতিশীল বলেই খবর হাসপাতাল সূত্রে । শুধুই কটূক্তির জেরে শুধু এই ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে দেগঙ্গা থানার পুলিশ ।