দত্তপুকুর, 3 জুলাই: প্রকল্পের টাকা নয়ছয় করে যারা বাড়ি, গাড়ি কিনছে । পার্টি অফিসে এসি লাগাচ্ছে । তাঁরা যেন প্রস্তুত থাকে । ক্ষমতায় এসে সেই সমস্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কমিশন গঠন করব আমরা । তদন্ত করে সম্পত্তি নিলামে তুলে সেই দুর্নীতির টাকা আদায় করে ছাড়ব । ভোট প্রচারে এসে শাসকদল তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে এমনই মন্তব্য করতে শোনা গেল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট(আইএসএফ)-এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ।
- তৃণমূলকে হুংকার নওশাদের
সোমবার দলীয় সভা মঞ্চ থেকে একদিকে তৃণমূলের উদ্দেশ্যে যেমন হুংকার দিয়েছেন তিনি । অন্যদিকে তেমনই দুর্নীতি ইস্যুতে আইএসএফ প্রার্থীদেরও স্বচ্ছ থাকার বার্তা দিয়েছেন নওশাদ । এমনকি, দুর্নীতির সঙ্গে যুক্ত অসৎ নেতাদের দল থেকে তাড়িয়ে দিতেও তিনি যে দু'বার ভাববেন না তাও স্পষ্ট করে দিয়েছেন ভাঙড়ের এই আইএসএফ বিধায়ক । সোমবার দুপুরে উত্তর 24 পরগনার নীলগঞ্জের নারায়ণপুরে জোট প্রার্থীদের সমর্থনে এক সভায় যোগ দিতে আসেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী । সেখানেই তৃণমূলের দুর্নীতি এবং স্বজনপোষণের বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চ থেকে সরব হতে দেখা গিয়েছে তাঁকে ।
- তদন্ত কমিশন গড়ার হুঁশিয়ারি
তিনি বলেন, "আবাস যোজনা প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন প্রকৃত উপভোক্তারা । যাদের বাড়ি পাওয়ার কথা ছিল, তাঁরা পাননি । পেয়েছেন তৃণমূল নেতাদের আত্মীয়-পরিজনেরা । আবাস যোজনার তালিকা হয় কোনও পঞ্চায়েত প্রধান অথবা কোনও পঞ্চায়েত সদস্যের বাড়িতে হয়েছে । নতুবা তৃণমূলের অঞ্চল কিংবা এসি দেওয়া কোনও ব্লক পার্টি অফিসে তালিকা হয়েছে । এখন তো তৃণমূল পার্টি অফিস মানেই এসি দেওয়া । জনগণের করের টাকায় এসির হাওয়া খেতে খুব ভালো লাগে । নিজের বাড়িতে এসি না থাকলেও তৃণমূল পার্টি অফিসে এসি রয়েছে ৷"
আরও পড়ুন: রাজ্যে পঞ্চায়েত ভোটের অশান্তির জন্য দায়ী কমিশন: নওশাদ
এরপরই দুর্নীতিগ্রস্ত শাসকদলের নেতাদের হুঙ্কার দিয়ে নওশাদ বলেন, "যে সমস্ত অঞ্চলে প্রকল্পের টাকা এসেও কোনও উন্নয়ন হয়নি । সেই টাকায় যারা লুঠপাঠ করেছে । ক্ষমতায় এসে তাঁদের বিরুদ্ধে কমিশন গঠন করা হবে । সেই দুর্নীতির তদন্ত হবে । দুর্নীতির টাকায় যারাই বাড়ি, গাড়ি, জমি কিনে থাকুক । সেই সমস্ত সম্পত্তি নিলামে বিক্রি করে সরকারের কোষাগারে এনে জনগণের উন্নয়নের কাজে লাগানো হবে । তাই, তাঁরা যেন প্রস্তুত থাকে এখন থেকেই ।"
- দলের নেতাদের সাবধান নওশাদের
এদিকে, ভোটের আবহে দলীয় প্রার্থীদের স্বচ্ছতা প্রসঙ্গেও বার্তা দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ।
তাঁর কথায়, ভোটে জিতে নিজেদের আখের গোছাবেন তা চলবে না । পার্টি জনপ্রতিনিধিদের আয়ের উৎস খতিয়ে দেখবে । প্রয়োজনে রাজ্য পার্টি থেকে অডিট করা হবে । যদি দেখা যায় কোনও জনপ্রতিনিধি হিসাব বহির্ভূত আয় করেছেন তাহলে পার্টি থেকে বহিষ্কার করা হবে তাঁকে ।
আরও পড়ুন: নওশাদ-শওকতকে সাদা পতাকা ও পায়রা নিয়ে ভাঙড়ে শান্তি মিছিল করার পরামর্শ শুভেন্দুর
তিনি জানান, এমনকি লোকাল থানাতেও দুর্নীতিগ্রস্ত সেই জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে পুলিশকে । কোনও গরু,কয়লা,বালি এবং শিক্ষক চোরকে বীরের সম্মান দেওয়া হবে না । তার জায়গা হবে জেলের ভিতরে । দুর্নীতিগ্রস্ত এই সমাজ ব্যবস্থারই পরিবর্তন করতে চায় আইএসএফ । অন্যদিকে, প্রকাশ্য সভা মঞ্চ থেকে এমন হুঁশিয়ারি দেওয়ার পরও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নওশাদ অনড় থাকেন নিজের বক্তব্যে ।