ETV Bharat / state

শাসনে তৃণমূলের কার্যালয়ে আগুন, বিজেপির বিরুদ্ধে অভিযোগ - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

শাসনে তৃণমূলের কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ৷ গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল ৷ যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে, পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে তারা ৷

west bengal assembly election 2021 Trinamool party office burned in shasan allegations against the BJP
শাসনে তৃণমূলের কার্যালয়ে আগুন, বিজেপির বিরুদ্ধে অভিযোগ
author img

By

Published : Feb 28, 2021, 10:48 PM IST

উত্তর 24 পরগনা, 28 ফেব্রুয়ারি : শাসনে তৃণমূলের কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার শাসনে । তৃণমূলের অভিযোগ, ঘটনার পিছনে বিজেপির যোগ রয়েছে । এলাকায় অশান্তি সৃষ্টি করতে চক্রান্ত করে আগুন লাগানো হয়েছে দলীয় অফিসে ৷ যদিও অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির ।

বারাসত দু'নম্বর ব্লকের শাসন বাজারের কাছে তৃণমূলের পুরানো একটি কার্যালয় ছিল । শনিবার গভীর রাতে সেই কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনায় সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে ওই কার্যালয়টি ৷ ছাই হয়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র । ঘটনায় কারা জড়িত, তা জানা না গেলেও শাসকদলের অভিযোগের আঙুল বিজেপির দিকে ।

এদিকে, খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থানে যান হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম । তিনি পুড়ে যাওয়া দলীয় অফিস ঘুরে দেখেন । কথা বলেন স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীদের সঙ্গে । এরপরই ঘটনায় সরাসরি বিজেপিকে দায়ী করে তৃণমূল বিধায়ক বলেন, ‘‘ভোটের আগে শাসনে হিংসার বাতাবরণ তৈরির চেষ্টা করছে বিজেপি । সেকারণে দলের কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে । আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, ঘটনার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৷’’

যদিও অভিযোগ উড়িয়ে পাল্টা ঘটনার জন্য শাসকদলের অন্তর্দ্বন্দ্বকে দায়ী করেছে গেরুয়া শিবির। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ‘‘ভেড়ির টাকার ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে । নিজেদের গোষ্ঠীকোন্দল ধামা চাপা দিতে, বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে । বিজেপি অন্যের দলীয় অফিসে আগুন দেওয়া কিংবা হিংসার রাজনীতি কখনও করে না। সঠিক তদন্ত হলেই আসল সত্যি বেরিয়ে আসবে ৷’’

আরও পড়ুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সিলিন্ডার রেখে অবরোধ মহিলা তৃণমূলের

অন্যদিকে, এদিন দুপুরে শাসন থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে, এখনও পর্যন্ত দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি ৷

উত্তর 24 পরগনা, 28 ফেব্রুয়ারি : শাসনে তৃণমূলের কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার শাসনে । তৃণমূলের অভিযোগ, ঘটনার পিছনে বিজেপির যোগ রয়েছে । এলাকায় অশান্তি সৃষ্টি করতে চক্রান্ত করে আগুন লাগানো হয়েছে দলীয় অফিসে ৷ যদিও অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির ।

বারাসত দু'নম্বর ব্লকের শাসন বাজারের কাছে তৃণমূলের পুরানো একটি কার্যালয় ছিল । শনিবার গভীর রাতে সেই কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনায় সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে ওই কার্যালয়টি ৷ ছাই হয়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র । ঘটনায় কারা জড়িত, তা জানা না গেলেও শাসকদলের অভিযোগের আঙুল বিজেপির দিকে ।

এদিকে, খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থানে যান হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম । তিনি পুড়ে যাওয়া দলীয় অফিস ঘুরে দেখেন । কথা বলেন স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীদের সঙ্গে । এরপরই ঘটনায় সরাসরি বিজেপিকে দায়ী করে তৃণমূল বিধায়ক বলেন, ‘‘ভোটের আগে শাসনে হিংসার বাতাবরণ তৈরির চেষ্টা করছে বিজেপি । সেকারণে দলের কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে । আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, ঘটনার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৷’’

যদিও অভিযোগ উড়িয়ে পাল্টা ঘটনার জন্য শাসকদলের অন্তর্দ্বন্দ্বকে দায়ী করেছে গেরুয়া শিবির। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ‘‘ভেড়ির টাকার ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে । নিজেদের গোষ্ঠীকোন্দল ধামা চাপা দিতে, বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে । বিজেপি অন্যের দলীয় অফিসে আগুন দেওয়া কিংবা হিংসার রাজনীতি কখনও করে না। সঠিক তদন্ত হলেই আসল সত্যি বেরিয়ে আসবে ৷’’

আরও পড়ুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সিলিন্ডার রেখে অবরোধ মহিলা তৃণমূলের

অন্যদিকে, এদিন দুপুরে শাসন থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে, এখনও পর্যন্ত দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.