ঠাকুরনগর, 25 ফেব্রুয়ারি : কয়লাকাণ্ডে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছে সিবিআই ৷ কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোকে দিয়ে তাঁকে ভয় দেখানো যাবে না বলে বৃহস্পতিবার সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি হাজির হয়েছিলেন মতুয়াদের আঁতুরঘর উত্তর 24 পরগনার ঠাকুরনগরে ৷ সেখানে দলের জনসভা থেকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এই হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন ৷
তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির বক্তব্য, কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের ভয় দেখালেও তাঁর জেদ কমানো যাবে না ৷ তিনি বলেন, ‘‘আমার গলা কেটে দিলেও সেই কাটা গলা থেকেও জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দেব ৷’’
এর পর তিনি বিজেপির নেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘‘তুমিও মানুষ, আমিও মানুষ ৷ তফাতটা শুধু শিরদাঁড়ার ৷ মানুষ গণতান্ত্রিক উপায়ে জবাব দেবে ৷’’
উল্লেখ্য, কয়লাকাণ্ডে অভিষেকের স্ত্রীকে নোটিস ঘিরে রবিবার থেকেই সরগরম রাজ্য রাজনীতি ৷ একদিকে তৃণমূল এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে, অন্যদিকে বিজেপির দাবি যে আইন আইনের পথেই চলছে ৷ এই নিয়ে ইতিমধ্যে অভিষেক টুইট করে প্রতিবাদ জানিয়েছেন ৷ তিনি আইনের উপর আস্থা রেখেই টুইট করে জানান যে তাঁকে এই ভয় ভাবে ভয় দেখানো যাবে না ৷ মাথা নত করানো যাবে না ৷ তার পর আবার এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি ৷
আরও পড়ুন : বিধানসভায় জয়ের হ্যাটট্রিক করতে মমতার হাতিয়ার নারীশক্তি
একই সঙ্গে তিনি আরও একাধিক ইস্যুতে বিজেপির সমালোচনা করেছেন ৷ তাঁর দাবি, তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগানকে বিজেপি বাংলাদেশের বলে দাবি করছে ৷ কিন্তু বিজেপির ‘সোনার বাংলা’ স্লোগানও বাংলাদেশের ৷ তাই এই নিয়ে বিজেপি কেন তৃণমূল কংগ্রেসের সমালোচনা করছে তিনি সেই প্রশ্ন তুলেছেন ৷