ETV Bharat / state

বিরোধীরা নিজেরা নাটক করতে অভ্যস্ত, মমতার আহত হওয়ার ঘটনায় বিজেপিকে আক্রমণ চিরঞ্জিতের - Chiranjeet Chakraborty attacks BJP

নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের আগে ইটিভি-ভারতের মুখোমুখি হয়ে নন্দীগ্রামের ঘটনা নিয়ে বিরোধীদের কড়া জবাব দিলেন তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী ৷ বিরোধীরা নাটক করতে অভ্যস্ত বলে মন্তব্য করলেন তিনি ৷

মমতার আহত হওয়ার ঘটনায় বিজেপিকে আক্রমণ চিরঞ্জিতের
মমতার আহত হওয়ার ঘটনায় বিজেপিকে আক্রমণ চিরঞ্জিতের
author img

By

Published : Mar 12, 2021, 3:29 PM IST

বারাসত, 12 মার্চ : বিরোধীরা নাটক করতে অভ্যস্ত । তাই ওঁরা সব কিছুতেই নাটক দেখে । যেভাবে একজন 65 বছরের মহিলাকে আঘাত করা হয়েছে তা অত্যন্ত নক্কারজনক।বারাসতে এক দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার ফাঁকে ইটিভি-ভারতের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী । মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় গতকাল বিকেলে বারাসতে এক প্রতিবাদ মিছিলে যোগ দেন তিনি । চাঁপাডালি মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় বিধান সিনেমা হল সংলগ্ন কে বি বসু রোডে । চিরঞ্জিতের সঙ্গে এদিন পা মেলান বারাসত তৃণমূলের সভাপতি অশনি মুখোপাধ্যায় সহ তৃণমূলের কয়েকজন কো-অর্ডিনেটর । মিছিল শেষে কে বি বসু রোডে নিজের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তৃণমূলের তারকা প্রার্থী ।

নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের আগে ইটিভি-ভারতের মুখোমুখি হয়ে নন্দীগ্রামের ঘটনা নিয়ে বিরোধীদের কড়া জবাব দেন চিরঞ্জিত । বলেন,"ওঁরা সবকিছুকেই নাটক বলে । নিজেরা নাটক করে তো ! নাটকে অভ্যস্ত ওঁরা । একজন বিরোধী আছে,তাঁরা তো আবার ব্রিগেডের সভায় গিয়ে টুম্পার প্যারোডি গানে নাচে । আর মোদির নাটকের তো শেষ নেই । ক্রমেই তাঁর দাঁড়ি বড় হয়ে যাচ্ছে ৷ ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের মতো । নিচের গেটআপ পুরোপুরি রবীন্দ্রনাথের । তাই নাটক বলে কোনও লাভ নেই । এটা একেবারে আসল ঘটনা । 65 বছরের এক মহিলা,যার কোনও সখ-আহ্লাদ নেই । সবসময় মানুষের উপকার নিয়ে ভাবে । তাঁকে আঘাত করা মোটেই শোভনীয় নয় ৷"

মমতার আহত হওয়ার ঘটনায় বিজেপিকে আক্রমণ করে কী বললেন চিরঞ্জিত, শুনে নিন

আরও পড়ুন, দিদি আপনি খেলুন, উন্নয়ন মোদি করবেন : স্মৃতি ইরানি

মমতার আহত হওয়ার ঘটনায় তদন্তের দাবি করবেন কি না সেই বিষয়ে তিনি বলেন, "অবশ্যই তদন্ত হওয়ার প্রয়োজন । কমিশনের সেটা দেখা উচিত৷" মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় সরাসরি বিজেপিকে দায়ী করেছেন তিনি । চিরঞ্জিতের কথায়, "এর আগে শুভেন্দু বলেছে,মমতার সভায় যেখানেই ভিড় হয়,সেই ভিড় নাকি ওঁর ভিড় ! তার মানে সেই ভিড়ে ওঁর (শুভেন্দু)লোক তো মিশেই আছে ৷" নেত্রীর সুরে এদিন তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিতও দলীয় কর্মীদের সংযত থাকার পরামর্শ দিয়েছেন । তবে,যেভাবে মানুষ রাস্তায় নেমে হামলার প্রতিবাদে গর্জে উঠেছেন তা স্বতঃস্ফূর্ত আন্দোলন বলে মনে করছেন তিনি ।

বারাসত, 12 মার্চ : বিরোধীরা নাটক করতে অভ্যস্ত । তাই ওঁরা সব কিছুতেই নাটক দেখে । যেভাবে একজন 65 বছরের মহিলাকে আঘাত করা হয়েছে তা অত্যন্ত নক্কারজনক।বারাসতে এক দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার ফাঁকে ইটিভি-ভারতের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী । মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় গতকাল বিকেলে বারাসতে এক প্রতিবাদ মিছিলে যোগ দেন তিনি । চাঁপাডালি মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় বিধান সিনেমা হল সংলগ্ন কে বি বসু রোডে । চিরঞ্জিতের সঙ্গে এদিন পা মেলান বারাসত তৃণমূলের সভাপতি অশনি মুখোপাধ্যায় সহ তৃণমূলের কয়েকজন কো-অর্ডিনেটর । মিছিল শেষে কে বি বসু রোডে নিজের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তৃণমূলের তারকা প্রার্থী ।

নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের আগে ইটিভি-ভারতের মুখোমুখি হয়ে নন্দীগ্রামের ঘটনা নিয়ে বিরোধীদের কড়া জবাব দেন চিরঞ্জিত । বলেন,"ওঁরা সবকিছুকেই নাটক বলে । নিজেরা নাটক করে তো ! নাটকে অভ্যস্ত ওঁরা । একজন বিরোধী আছে,তাঁরা তো আবার ব্রিগেডের সভায় গিয়ে টুম্পার প্যারোডি গানে নাচে । আর মোদির নাটকের তো শেষ নেই । ক্রমেই তাঁর দাঁড়ি বড় হয়ে যাচ্ছে ৷ ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের মতো । নিচের গেটআপ পুরোপুরি রবীন্দ্রনাথের । তাই নাটক বলে কোনও লাভ নেই । এটা একেবারে আসল ঘটনা । 65 বছরের এক মহিলা,যার কোনও সখ-আহ্লাদ নেই । সবসময় মানুষের উপকার নিয়ে ভাবে । তাঁকে আঘাত করা মোটেই শোভনীয় নয় ৷"

মমতার আহত হওয়ার ঘটনায় বিজেপিকে আক্রমণ করে কী বললেন চিরঞ্জিত, শুনে নিন

আরও পড়ুন, দিদি আপনি খেলুন, উন্নয়ন মোদি করবেন : স্মৃতি ইরানি

মমতার আহত হওয়ার ঘটনায় তদন্তের দাবি করবেন কি না সেই বিষয়ে তিনি বলেন, "অবশ্যই তদন্ত হওয়ার প্রয়োজন । কমিশনের সেটা দেখা উচিত৷" মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় সরাসরি বিজেপিকে দায়ী করেছেন তিনি । চিরঞ্জিতের কথায়, "এর আগে শুভেন্দু বলেছে,মমতার সভায় যেখানেই ভিড় হয়,সেই ভিড় নাকি ওঁর ভিড় ! তার মানে সেই ভিড়ে ওঁর (শুভেন্দু)লোক তো মিশেই আছে ৷" নেত্রীর সুরে এদিন তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিতও দলীয় কর্মীদের সংযত থাকার পরামর্শ দিয়েছেন । তবে,যেভাবে মানুষ রাস্তায় নেমে হামলার প্রতিবাদে গর্জে উঠেছেন তা স্বতঃস্ফূর্ত আন্দোলন বলে মনে করছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.