ঠাকুরনগর, 25 ফেব্রুয়ারি : মতুয়াদের আঁতুরঘর থেকে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সরাসরি আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার উত্তর 24 পরগনার ঠাকুরনগরের জনসভা থেকে তিনি আওয়াজ তুললেন, ‘‘মতুয়ারা যদি অবৈধ হয়, তাহলে নরেন্দ্র মোদিও অবৈধ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবৈধ ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও অবৈধ ৷’’
এদিন ঠাকুরনগরের যে মাঠে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই মাঠেই কয়েকদিন আগে সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ ৷ সেদিন সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে মতুয়াদের বার্তা দিয়ে গিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এদিন সেই প্রসঙ্গ তুলেই ওই আইন নিয়ে বিজেপির সমালোচনা করেন অভিষেক ৷
তাঁর কথায়, ভ্যাকসিন দেওয়া শেষ হলে এই আইন কার্যকর করা হবে বলে জানিয়ে গিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ কিন্তু 130 কোটির দেশের মানুষকে ভ্যাকসিন দিতে 8-9 বছর সময় লাগবে বলে তিনি দাবি করেছেন ৷ আর সেই সূত্রেই তাঁর অভিযোগ যে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করার বিষয়টি বিজেপি পুরো ‘ভাঁওতা’ দিচ্ছে ৷ তাই তাঁর প্রশ্ন, অমিত শাহর থেকে অনুমতি চাই যে এই রাজ্যে থাকব কি থাকব কি না !
এছাড়া এদিন তিনি বিজেপির স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে দিয়েছেন ৷ বলেছেন, ‘‘আমি যাতে আসতে না পারি, তার জন্য মাঠে জল ঢেলে দিয়েছিল ৷ এত বোকার দল ৷ আমি তো গাড়ি করে আসতে পারি ৷ আমার বাড়ি তো কলকাতায় ৷ আমি তো বহিরাগত নই ৷’’
একই সঙ্গে তিনি বিজেপির কেন্দ্রীয় নেতাদের বঙ্গ সফর নিয়েও কটাক্ষ করেছেন ৷ কেন্দ্রীয় নেতারা দিনের বেলায় গরিবের বাড়ি খেলেও রাতে ফাইভ স্টার হোটেলে থাকছে বলে বিজেপির সমালোচনা করেন অভিষেক ৷
বিজেপির কেন্দ্রীয় নেতারা তো বটেই, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও আমফান-করোনার সময় মানুষের পাশে থাকেনি বলে তিনি অভিযোগ করেন ৷ তাই বাংলার মানুষ তৃণমূলের পাশেই রয়েছেন বলে তাঁর দাবি ৷ সেই কারণে তিনি মনে করেন তৃণমূল এবার বিধানসভা নির্বাচনে আড়াইশোরও বেশি আসনে জিতবে ৷ সেই কথাও তিনি জানিয়েছেন এদিনের সভা থেকে ৷
আরও পড়ুন : সিবিআই দিয়ে ভয় দেখানো যাবে না, ফের সরব অভিষেক
ঠাকুরনগরের সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন অমিত শাহ ৷ এদিন তার পালটা জবাব দিয়েছেন অভিষেক ৷ তাঁর কথায়, এখানে বিজেপি অনুপ্রবেশকারীদের বের করে দেবে বলছে, আর অরুণাচল প্রদেশে চিন গ্রাম তৈরি করছে ৷ তাই বিজেপির উদ্দেশ্যে তাঁর হুঁশিয়ারি, ‘‘অনুপ্রবেশকারী বের করতে হলে অরুণাচল প্রদেশ যাও ৷’’