ETV Bharat / state

রাজ্যে হিংসার পরিবেশ প্রমান করতেই আট দফায় ভোট, মন্তব্য চিরঞ্জিতের - 8 phase election in West Bengal

"যেভাবে ভোটের আগে থেকে বুটের ভারী আওয়াজ শুরু হয়েছে তা কখনও দেখা যায়নি বাংলায় ।" ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এইভাবের নিজের প্রতিক্রিয়া জানালেন বারাসতের বিধায়ক ।

তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী
তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী
author img

By

Published : Feb 27, 2021, 7:59 AM IST

বারাসত, 27 ফেব্রুয়ারি : রাজ্যে হিংসার পরিবেশ প্রমান করতেই আট দফায় ভোটের দিনক্ষণ করা হয়েছে । ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে এমনই মন্তব্য করলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । শুক্রবার সন্ধ্যায় বারাসতের চাঁপাডালি মোড়ে দলীয় এক কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি । সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, "যেভাবে ভোটের আগে থেকে বুটের ভারী আওয়াজ আরম্ভ হয়েছে তা কখনও দেখা যায়নি বাংলার মাটিতে । বুটের আওয়াজ শুরু করে কী প্রমান করতে চেয়েছে ? প্রমান করতে হলে একটু বেশি ভাঙতে হবে । সেই কারণে 1 লাখ 1 হাজার 916 ভোটকেন্দ্র করা হয়েছে । না করলে প্রমান হবে কীভাবে রাজ্যে অশান্তির বাতাবরণ রয়েছে ?"

এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন তৃণমূলের বিধায়ক । তাঁর কথায়,"কেন্দ্রের মোদি সরকার বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে । তারা সর্দার বল্লভ ভাই প্যাটেলকেও ছাড়ছে না ।বল্লভ ভাই প্যাটেলের নাম বদলে নরেন্দ্র মোদির নামে স্টেডিয়াম করা হচ্ছে । যা কখনও আমরা আগে দেখিনি ।"

আট দফায় ভোট প্রসঙ্গে কী বলছেন বারসতের বিধায়ক ?

প্রাথী করা না হলে রাজনীতিই ছেড়ে দেবেন, দিন দুয়েক আগে এমনই মন্তব্য করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী । সেই বিষয়ে গতকাল ফের তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এখনও আমি বিধায়ক রয়েছি ।যখন বিধায়ক থাকব না, তখন এই বিষয়ে ভাবব "।

আরও পড়ুন : কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় আট দফায় ভোট রাজ্যে, শুরু 27 মার্চ

তৃণমূল বিধায়কের মুখেও শোনা যায় 'খেলা হবে'-স্লোগান । কার সঙ্গে খেলা হবে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যারা বাইরে থেকে এখানে আসছে তাঁদের সঙ্গেই খেলা হবে । তার আগে ব্যাট ও বল তুলে দেওয়া হবে তাঁদের হাতে । এটা তো আমাদের জায়গা । আমরা ব্যাট ও বল কিনে দেব । মাঠ দেব । যাতে নরেন্দ্র মোদি, অমিত শাহদের অনুশীলন করতে সুবিধা হয় । খেলা তো হবেই ।"

বারাসত, 27 ফেব্রুয়ারি : রাজ্যে হিংসার পরিবেশ প্রমান করতেই আট দফায় ভোটের দিনক্ষণ করা হয়েছে । ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে এমনই মন্তব্য করলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । শুক্রবার সন্ধ্যায় বারাসতের চাঁপাডালি মোড়ে দলীয় এক কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি । সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, "যেভাবে ভোটের আগে থেকে বুটের ভারী আওয়াজ আরম্ভ হয়েছে তা কখনও দেখা যায়নি বাংলার মাটিতে । বুটের আওয়াজ শুরু করে কী প্রমান করতে চেয়েছে ? প্রমান করতে হলে একটু বেশি ভাঙতে হবে । সেই কারণে 1 লাখ 1 হাজার 916 ভোটকেন্দ্র করা হয়েছে । না করলে প্রমান হবে কীভাবে রাজ্যে অশান্তির বাতাবরণ রয়েছে ?"

এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন তৃণমূলের বিধায়ক । তাঁর কথায়,"কেন্দ্রের মোদি সরকার বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে । তারা সর্দার বল্লভ ভাই প্যাটেলকেও ছাড়ছে না ।বল্লভ ভাই প্যাটেলের নাম বদলে নরেন্দ্র মোদির নামে স্টেডিয়াম করা হচ্ছে । যা কখনও আমরা আগে দেখিনি ।"

আট দফায় ভোট প্রসঙ্গে কী বলছেন বারসতের বিধায়ক ?

প্রাথী করা না হলে রাজনীতিই ছেড়ে দেবেন, দিন দুয়েক আগে এমনই মন্তব্য করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী । সেই বিষয়ে গতকাল ফের তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এখনও আমি বিধায়ক রয়েছি ।যখন বিধায়ক থাকব না, তখন এই বিষয়ে ভাবব "।

আরও পড়ুন : কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় আট দফায় ভোট রাজ্যে, শুরু 27 মার্চ

তৃণমূল বিধায়কের মুখেও শোনা যায় 'খেলা হবে'-স্লোগান । কার সঙ্গে খেলা হবে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যারা বাইরে থেকে এখানে আসছে তাঁদের সঙ্গেই খেলা হবে । তার আগে ব্যাট ও বল তুলে দেওয়া হবে তাঁদের হাতে । এটা তো আমাদের জায়গা । আমরা ব্যাট ও বল কিনে দেব । মাঠ দেব । যাতে নরেন্দ্র মোদি, অমিত শাহদের অনুশীলন করতে সুবিধা হয় । খেলা তো হবেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.