ETV Bharat / state

মনুয়া ও তার প্রেমিকের ফাঁসির দাবি অনুপমের পরিজন ও বন্ধুদের

অনুপম হত্যা মামলায় মনুয়া ও তার প্রেমিক অজিতের ফাঁসির দাবিও উঠল। এই মামলার সুবিচার চেয়ে গতকাল রাস্তায় নেমে আন্দোলন করল অনুপমের পরিজনরা।

বারাসত আদালতের সামনে বিক্ষোভ
author img

By

Published : Apr 10, 2019, 12:28 PM IST

Updated : Apr 10, 2019, 1:42 PM IST

বারাসত, 10 এপ্রিল : "উই ওয়ান্ট জাস্টিস" স্লোগান উঠল বারাসত কোর্ট চত্বরে। অনুপম হত্যা মামলায় মনুয়া ও তার প্রেমিক অজিতের ফাঁসির দাবিও উঠল। অনুপম হত্যা মামলার শুনানি চলাকালীন গতকাল বারাসত আদালতের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন অনুপমের বন্ধু ও পরিজনরা। কিছুদিন আগে এই মামলার সরকারি আইনজীবী বিপ্লব রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। অনুপমের মা কল্পনা সিংহ অভিযোগ করেন, আইনজীবী বিপ্লবকে চক্রান্ত করে এই মামলা থেকে সরানো হয়েছে। এরপর এই মামলার সুবিচার চেয়ে গতকাল রাস্তায় নেমে আন্দোলন করল অনুপমের পরিজনরা। অনুপমের মা কল্পনা সিংহও এই আন্দোলনে সামিল হন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল বারাসত আদালত চত্বর থেকে অনুপমের বন্ধুরা মিছিল করেন। মিছিলের পর আদালত চত্বরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয়। তাঁরা মনুয়া ও অজিতের ফাঁসির দাবি তোলেন। তাঁদের অভিযোগ, মনুয়া ও অজিতকে বাঁচানোর চক্রান্ত করা হচ্ছে। অনুপমের বান্ধবী নন্দিনী ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "অনুপম হত্যা মামলায় অভিযুক্ত মনুয়া যদি ছাড়া পেয়ে যায় তাহলে সমাজের পক্ষে তা ক্ষতিকর। এমন ঘটলে অনেক মহিলাই ভাবতে শুরু করবে, এই ধরনের জঘন্য অপরাধ করে ছাড়া পাওয়া যেতে পারে। ক্ষমতা ও অর্থবল কখনই অপরাধের ক্ষেত্রে শেষ কথা হতে পারে না। এই যে বলা হচ্ছে মনুয়ারা হাইকোর্টে গেলে জামিন পেয়ে যেতে পারে। এটা কেন হঠাৎ বলা হচ্ছে? এর পিছনে কাদের মদত রয়েছে? বদ্ধ ঘরে কেন এই মামলার সওয়াল জবাব চলবে? পুরুষতান্ত্রিক সমাজে আজও পুরুষদের জন্য আলাদা করে কোনও আইন নেই। যা আছে সবই মহিলাদের জন্য। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। নাহলে আগামীদিনে ঘরে ঘরে মনুয়া তৈরি হবে। রাষ্ট্র কি তাই চায়?"

অনুপমের মা কল্পনা সিংহ বলেন, "সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার ছেলের হত্যাকারীর যেন ফাঁসি হয়। আমরা যেন সুবিচার পাই। আমার মতো আর কোনও মায়ের কোল যেন খালি না হয়। ছেলের খুনের মামলার সঠিক বিচার একমাত্র আইনজীবী বিপ্লব রায়কে ফিরিয়ে আনলে সম্ভব। আমরা চাই তিনি আবার এই মামলায় সরকারি আইনজীবী হিসেবে লড়ুক।" তাঁর অভিযোগ, মনুয়ারা চক্রান্ত করেই বিপ্লব রায়কে সরিয়ে দিয়েছে।

LR বিভাগের তরফে অনুপম হত্যা মামলায় সরকারি আইনজীবী বিপ্লব রায়কে কয়েকদিন আগেই সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে আইনজীবী মহলেও জলঘোলা হয়। তাঁকে সরানোয় নিহত অনুপমের মা কল্পনা সিংহ ক্ষুদ্ধ হন। তিনি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে বিপ্লব রায়কে পুনরায় ফেরানোর আবেদন করেন। গতকালের এই আন্দোলন বিপ্লব রায়কে ফেরানোর দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করার কৌশল বলেই অনেকে মনে করছেন।

বারাসত, 10 এপ্রিল : "উই ওয়ান্ট জাস্টিস" স্লোগান উঠল বারাসত কোর্ট চত্বরে। অনুপম হত্যা মামলায় মনুয়া ও তার প্রেমিক অজিতের ফাঁসির দাবিও উঠল। অনুপম হত্যা মামলার শুনানি চলাকালীন গতকাল বারাসত আদালতের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন অনুপমের বন্ধু ও পরিজনরা। কিছুদিন আগে এই মামলার সরকারি আইনজীবী বিপ্লব রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। অনুপমের মা কল্পনা সিংহ অভিযোগ করেন, আইনজীবী বিপ্লবকে চক্রান্ত করে এই মামলা থেকে সরানো হয়েছে। এরপর এই মামলার সুবিচার চেয়ে গতকাল রাস্তায় নেমে আন্দোলন করল অনুপমের পরিজনরা। অনুপমের মা কল্পনা সিংহও এই আন্দোলনে সামিল হন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল বারাসত আদালত চত্বর থেকে অনুপমের বন্ধুরা মিছিল করেন। মিছিলের পর আদালত চত্বরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয়। তাঁরা মনুয়া ও অজিতের ফাঁসির দাবি তোলেন। তাঁদের অভিযোগ, মনুয়া ও অজিতকে বাঁচানোর চক্রান্ত করা হচ্ছে। অনুপমের বান্ধবী নন্দিনী ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "অনুপম হত্যা মামলায় অভিযুক্ত মনুয়া যদি ছাড়া পেয়ে যায় তাহলে সমাজের পক্ষে তা ক্ষতিকর। এমন ঘটলে অনেক মহিলাই ভাবতে শুরু করবে, এই ধরনের জঘন্য অপরাধ করে ছাড়া পাওয়া যেতে পারে। ক্ষমতা ও অর্থবল কখনই অপরাধের ক্ষেত্রে শেষ কথা হতে পারে না। এই যে বলা হচ্ছে মনুয়ারা হাইকোর্টে গেলে জামিন পেয়ে যেতে পারে। এটা কেন হঠাৎ বলা হচ্ছে? এর পিছনে কাদের মদত রয়েছে? বদ্ধ ঘরে কেন এই মামলার সওয়াল জবাব চলবে? পুরুষতান্ত্রিক সমাজে আজও পুরুষদের জন্য আলাদা করে কোনও আইন নেই। যা আছে সবই মহিলাদের জন্য। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। নাহলে আগামীদিনে ঘরে ঘরে মনুয়া তৈরি হবে। রাষ্ট্র কি তাই চায়?"

অনুপমের মা কল্পনা সিংহ বলেন, "সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার ছেলের হত্যাকারীর যেন ফাঁসি হয়। আমরা যেন সুবিচার পাই। আমার মতো আর কোনও মায়ের কোল যেন খালি না হয়। ছেলের খুনের মামলার সঠিক বিচার একমাত্র আইনজীবী বিপ্লব রায়কে ফিরিয়ে আনলে সম্ভব। আমরা চাই তিনি আবার এই মামলায় সরকারি আইনজীবী হিসেবে লড়ুক।" তাঁর অভিযোগ, মনুয়ারা চক্রান্ত করেই বিপ্লব রায়কে সরিয়ে দিয়েছে।

LR বিভাগের তরফে অনুপম হত্যা মামলায় সরকারি আইনজীবী বিপ্লব রায়কে কয়েকদিন আগেই সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে আইনজীবী মহলেও জলঘোলা হয়। তাঁকে সরানোয় নিহত অনুপমের মা কল্পনা সিংহ ক্ষুদ্ধ হন। তিনি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে বিপ্লব রায়কে পুনরায় ফেরানোর আবেদন করেন। গতকালের এই আন্দোলন বিপ্লব রায়কে ফেরানোর দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করার কৌশল বলেই অনেকে মনে করছেন।

রাজুবিশ্বাস,বারাসতঃ-"উই ওয়ান্ট জাস্টিস"-এই স্লোগানে আজ মুখরিত হল বারাসত আদালত চত্বর৷সেই সঙ্গে হত্যাকারী মনুয়া ও তার প্রেমিক অজিতের ফাঁসির দাবিতে প্ল্যাকার্ড হাতে চলল তুমুল বিক্ষোভও৷তাও আবার অনুপম হত্যা মামলার শুনানি চলাকালীন৷যার জেরে শোরগোল পড়ে যায় আদালত চত্বরে৷কয়েকদিন আগেই এই মামলার সরকারি আইনজীবী বিপ্লব রায়কে সরিয়ে দেওয়া হয়েছে৷যা নিয়ে জলঘোলা চলছিল আইনজীবী মহলে৷তাকে সরানোর পিছনে হত্যাকারী মনুয়াদের চক্রান্ত ছিল বলে অভিযোগ করেছিলেন নিহত অনুপমের মা কল্পনা সিংহ৷এর ফলে হাইকোর্ট থেকে মনুয়ারা জামিনও পেয়ে যেতে পারেন বলে আশঙ্কা করেছিলেন কল্পনা দেবী৷এসবের মাঝেই এবার মামলার সুবিচার চেয়ে একেবারে রাস্তায় নেমে আন্দোলন শুরু করলেন অনুপমের বন্ধু ও বান্ধবীরা৷সেই আন্দোলনে সামিল হন নিহতের মা কল্পনা দেবীও৷আজ দুপুরে বারাসত আদালত চত্বর থেকে প্ল্যাকার্ড হাতে মিছিল করেন তাঁরা৷মিছিল থেকে আওয়াজ ওঠে "উই ওয়ান্ট জাস্টিস"৷কখনও মনুয়া ও অজিতের ফাঁসির দাবিতে সোচ্চার হন আন্দোলনকারীরা৷আবার কখনও সরকারি আইনজীবীকে সরিয়ে কেন মনুয়া ও অজিতকে বাঁচানোর চক্রান্ত করা হচ্ছে,আওয়াজ ওঠে মিছিল থেকে৷সুসজ্জিত প্ল্যাকার্ডের মধ্যেও লেখা ছিল এই সমস্ত দাবি৷মিছিল শেষে আদালত চত্বরে বেশ কিছুক্ষন বিক্ষোভও দেখানো হয়৷এরপর,সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিহত অনুপমের বান্ধবী নন্দিনী ভট্টাচার্য্য বলেন,অনুপম হত্যা মামলায় অভিযুক্ত মনুয়া যদি ছাড়া পেয়ে যায় সেটা সমাজের পক্ষে ক্ষতিকর৷তাহলে অনেক মহিলাই ভাবতে শুরু করবে,এই ধরনের জঘন্য অপরাধ করে ছাড়া পাওয়া যেতে পারে৷ক্ষমতা ও অথ'বল কখনই অপরাধের ক্ষেত্রে শেষ কথা হতে পারেনা৷তাঁর কথায়,এই যে বলা হচ্ছে মনুয়ারা হাইকোর্টে গেলে জামিন পেয়ে যেতে পারে!এটা কেন হঠাৎ বলা হচ্ছে?এর পিছনে কাদের মদত রয়েছে?বদ্ধ ঘরে কেনও এই মামলার সওয়াল জবাব চলবে?এরকম নানা প্রশ্ন ছুঁড়ে দেন নন্দিনী দেবী৷তিনি বলেন,পুরুষ তান্ত্রিক সমাজে আজও পুরুষদের জন্য আলাদা করে কোনও আইন নেই৷যা আছে সবই মহিলাদের জন্য৷অন্তত,যারা এই জঘন্য অপরাধ ঘটাল,তাদের যাতে কড়া শাস্তি দেওয়া যায় সেটাই আমাদের দেখতে হবে৷নইলে,আগামীদিনে ঘরে ঘরে মনুয়া তৈরী হবে৷সেটাই কি রাষ্ট্র চায়,এটাই আমাদের প্রশ্ন৷নিহত অনুপমের মা কল্পনা সিংহ বলেন,সরকারের কাছে আমার একটাই আবেদন,আমি তো আমার একমাত্র ছেলেকে হারিয়েছে,কিন্তু যারা হত্যাকারী তাদের যেন ফাঁসি হয়৷সুবিচার পায় আমরা৷আমার মতো আর কোনও মায়ের কোল যেন খালি না হয়৷কল্পনা দেবী আরও বলেন,ছেলের খুনের মামলার সঠিক বিচার একমাত্র বিপ্লব রায়কে  ফিরিয়ে আনলে সম্ভব৷আমরা চাই,উনিই আবার এই মামলায় সরকারি আইনজীবী হিসেবে লড়ুক৷তাঁর অভিযোগ,মনুয়ারা টাকাপয়সা খরচ করে চক্রান্ত করেই বিপ্লব রায়কে সরিয়ে দিয়েছে৷এজন্য অনেক সরকারি আইনজীবীও উল্লসিত৷প্রসঙ্গত,অনুপম হত্যা মামলায় সরকারি আইনজীবী বিপ্লব রায়কে কয়েকদিন আগেই সরিয়ে দেওয়া হয়েছে এল আর ডিপার্টমেন্টের তরফে৷এনিয়ে সেই সময় জলঘোলাও হয় আইনজীবী মহলে৷তাকে সরানোয় বেশি ক্ষুদ্ধ হন নিহত অনুপমের মা কল্পনা দেবী৷তিনি এনিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে বিপ্লব রায়কে পুনরায় ফেরানোর আবেদন করেন৷আজ আবার অনুপমের বন্ধু ও বান্ধবদের স্বাক্ষরিত চিঠি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর দপ্তরে৷ফলে,বিপ্লব রায়কে ফেরানো এই আন্দোলন সরকারের ওপর চাপ সৃষ্টি করার কৌশল বলেই মনে করছেন অনেকে৷
Last Updated : Apr 10, 2019, 1:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.