বারাসত, 26 জুলাই : সুবিচার পাননি ৷ বারাসত ফাস্ট ট্র্যাক কোর্টে অনুপম হত্যা মামলার রায় ঘোষণার পর এমনই মন্তব্য করলেন অনুপমের পরিবার-পরিজন ৷ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে মনুয়া ও তার প্রেমিকের ফাঁসির দাবিতে হাইকোর্টে আবেদন করবে অনুপমের পরিবার ৷
বাংলাদেশ থেকে অনুপমের পরিবার 14 জুলাই এরাজ্যে আসেন ৷ গতকালও আদালত চত্বরে উপস্থিত ছিলেন অনুপমের বাবা-মা ৷ আজ বিচারক বৈষ্ণব সরকার রায় ঘোষণার পর আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন অনুপমের মা কল্পনা সিংহ ৷ তিনি বলেন, "আমি সুবিচার পাইনি ৷ এই বিচারে আমি খুশি নই ৷ " অনুপমের বাবা জগদীশ সিংহ বলেন, "এখানে রাজনৈতিক চাপই সবচেয়ে বড় ৷ মানুষের কোনও নিরাপত্তা নেই ৷ আমরা দু'জনেরই ফাঁসি চেয়েছিলাম ৷"
আরও পড়ুন : অনুপম হত্যা মামলা : মনুয়া ও অজিতের যাবজ্জীবন
অনুপমের দিদি পপি সিংহ বলেন, "আমাদের আশাপূরণ হয়নি ৷ আমরা চাই ৷ এই রায় মানি না ৷" আজ আদালতে বিচারক রায় ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়েন অনুপমের পরিবার-পরিজনরা ৷ সুবিচারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভও দেখানো হয় ৷