ETV Bharat / state

WBJEE 2021 Result : খড়দহের রহড়া রামকৃষ্ণ মিশনের পাঞ্চজন্য দে ইঞ্জিনিয়ারিং-এ প্রথম

চলতি বছর জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিং বিভাগে পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছেন রহড়া রামকৃষ্ণ মিশনের পাঞ্চজন্য দে ।

পাঞ্চজন্য দে ইঞ্জিনিয়ারিং-এ প্রথম
পাঞ্চজন্য দে ইঞ্জিনিয়ারিং-এ প্রথম
author img

By

Published : Aug 7, 2021, 10:39 AM IST

খড়দহ, 7 অগস্ট : শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2021 Result)-র ফল প্রকাশিত হয়েছে ৷ খড়দহ ডাঙ্গাপাড়া বড়তলা অঞ্চলের বাসিন্দা পাঞ্চজন্য দে ৷ প্রথম শ্রেণী থেকে রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল ছেলে বলেই পরিচিত পাঞ্চজন্য।

তাঁর এই সাফল্যে খুশি পরিবার সহ তাঁর স্কুলের শিক্ষকরা । পাঞ্চজন্য পরীক্ষার পর বাড়িতে এসে প্রশ্ন উত্তর মিলিয়ে দেখে ভেবেছিলেন ফল ভাল হবে । তবে প্রথম স্থান অধিকার করবেন, সেটা সেভাবেননি । রাজ্যে প্রথম হলেও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনও কোনও কিছু ঠিক করেননি পাঞ্চজন্য।

পরীক্ষার আগে দিনে 5-6 ঘণ্টা পড়াশোনা করতেন তিনি । অবসর সময় কাটাতেন গল্পের বই পড়ে ৷ মাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ছিল 669 ৷ রাজ্যে কার্যত লকডাউনে বাইরে বেরোনো হত না ।

তাঁর বাবা প্রভাত দে , পেশায় সরকারি চাকুরীজীবী ৷ তিনি জানালেন, জয়েন্ট পরীক্ষার আগে রাজ্য তথা দেশের মধ্যে এরকম মেধা পরীক্ষায় পাঞ্চজন্য খুব ভাল রেজাল্ট করেছিলেন । এই পরীক্ষাও ভাল হবে তা তাঁরা অনুমান করেছিলেন । ছেলের সিদ্ধান্ত অনুযায়ী ঠিক হবে তাঁর ভবিষ্যৎ।

খড়দহের রহড়া রামকৃষ্ণ মিশনের পাঞ্চজন্য দে

আরও পড়ুন : WBJEE 2021 Result : জয়েন্টে দ্বিতীয় বাঁকুড়ার সৌম্যজিৎ, অভিনন্দন শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর

মা চন্দ্রানী দে বলেন, "ছোট থেকেই পড়াশোনায় খুব ভাল পাঞ্চজন্য। ওঁরা দুই ভাই । ছোট ছেলে 2022 সালে মাধ্যামিক দেবে ৷ বড় ছেলের কোনওদিনই রেজাল্ট খারাপ হয়নি । জয়েন্ট পরীক্ষা দিয়ে এসে প্রশ্নের সঙ্গে উত্তর মিলিয়েই জানিয়েছিল ফল ভাল হবে । আমরা সবাই খুব খুশি।"

খড়দহ, 7 অগস্ট : শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2021 Result)-র ফল প্রকাশিত হয়েছে ৷ খড়দহ ডাঙ্গাপাড়া বড়তলা অঞ্চলের বাসিন্দা পাঞ্চজন্য দে ৷ প্রথম শ্রেণী থেকে রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল ছেলে বলেই পরিচিত পাঞ্চজন্য।

তাঁর এই সাফল্যে খুশি পরিবার সহ তাঁর স্কুলের শিক্ষকরা । পাঞ্চজন্য পরীক্ষার পর বাড়িতে এসে প্রশ্ন উত্তর মিলিয়ে দেখে ভেবেছিলেন ফল ভাল হবে । তবে প্রথম স্থান অধিকার করবেন, সেটা সেভাবেননি । রাজ্যে প্রথম হলেও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনও কোনও কিছু ঠিক করেননি পাঞ্চজন্য।

পরীক্ষার আগে দিনে 5-6 ঘণ্টা পড়াশোনা করতেন তিনি । অবসর সময় কাটাতেন গল্পের বই পড়ে ৷ মাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ছিল 669 ৷ রাজ্যে কার্যত লকডাউনে বাইরে বেরোনো হত না ।

তাঁর বাবা প্রভাত দে , পেশায় সরকারি চাকুরীজীবী ৷ তিনি জানালেন, জয়েন্ট পরীক্ষার আগে রাজ্য তথা দেশের মধ্যে এরকম মেধা পরীক্ষায় পাঞ্চজন্য খুব ভাল রেজাল্ট করেছিলেন । এই পরীক্ষাও ভাল হবে তা তাঁরা অনুমান করেছিলেন । ছেলের সিদ্ধান্ত অনুযায়ী ঠিক হবে তাঁর ভবিষ্যৎ।

খড়দহের রহড়া রামকৃষ্ণ মিশনের পাঞ্চজন্য দে

আরও পড়ুন : WBJEE 2021 Result : জয়েন্টে দ্বিতীয় বাঁকুড়ার সৌম্যজিৎ, অভিনন্দন শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর

মা চন্দ্রানী দে বলেন, "ছোট থেকেই পড়াশোনায় খুব ভাল পাঞ্চজন্য। ওঁরা দুই ভাই । ছোট ছেলে 2022 সালে মাধ্যামিক দেবে ৷ বড় ছেলের কোনওদিনই রেজাল্ট খারাপ হয়নি । জয়েন্ট পরীক্ষা দিয়ে এসে প্রশ্নের সঙ্গে উত্তর মিলিয়েই জানিয়েছিল ফল ভাল হবে । আমরা সবাই খুব খুশি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.