ETV Bharat / state

Deganga ICDS Centre: দেরিতে আসায় উপস্থিতির খাতায় সই করতে বাধা রাঁধুনির, শিক্ষিকার উপর চড়াও অভিযুক্ত

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেরি করে আসায় রাঁধুনিকে উপস্থিতির খাতায় সই করতে বাধা শিক্ষিকার (Unpleasant Incident at the Deganga ICDS Centre) ৷ তার জেরেই দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকার গলা টিপে ধরার অভিযোগ রাঁধুনির বিরুদ্ধে ৷ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । লিখিত অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া আশ্বাস দেগঙ্গা পুলিশের ৷

Etv Bharat
উপস্থিতির খাতায় সই করতে বাধা পেয়ে শিক্ষিকার উপর চড়াও রাধুনি
author img

By

Published : Dec 23, 2022, 8:07 PM IST

Updated : Dec 23, 2022, 8:57 PM IST

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষিকার উপর চড়াও রাঁধুনি

দেগঙ্গা, 23 ডিসেম্বর: আইসিডিএস কেন্দ্রে দেরি করে আসায় হাজিরার খাতায় সই করতে দেননি শিক্ষিকা (Unpleasant incident happened at the deganga ICDS centre) ৷ তার জেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা পারভিন সুলতানাকে গলা টিপে খুনের চেষ্টার অভিযোগ রাঁধুনির বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার দেগঙ্গার দোহাড়িয়া গ্রামে । অভিযুক্ত রাঁধুনি ফিরদৌসি বেগমের উপর চড়াও হন গ্রামবাসীরা ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

দেগঙ্গার দোহাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে চলছে সরকার অনুমোদিত এই আইসিডিএস কেন্দ্রটি । মূলত গ্রামের শিশুরাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পঠনপাঠন করে । অভিযোগ, অবৈতনিক এই প্রাথমিক কেন্দ্রের শিক্ষিকা পারভিন সুলতানা নিয়ম মেনে আসলেও, রাঁধুনি ফিরদৌসি বেগম নিয়ম মেনে স্কুলে আসেন না । অধিকাংশ সময়ই দেরি করে আসার অভিযোগ তাঁর বিরুদ্ধে । এই নিয়ে ওই শিক্ষিকা তাঁকে সতর্ক করলেও, কর্ণপাত করেননি রাঁধুনি ফিরদৌসি বেগম । অন্যান্য দিনের মতো শুক্রবার তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র দেরি করে আসেন ৷

এরপর হাজিরার খাতায় সই করতে গেলে তাঁকে বাধা দেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা পারভিন সুলতানা । তখনই দু’জনের বিরুদ্ধে মত পার্থক্য সৃষ্টি হয় । অভিযোগ, সেই সময় ওই শিক্ষিকার গলা টিপে ধরেন রাঁধুনি । শিক্ষিকাকে মারধরেরও অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে । ঘটনার আকষ্মিকতায় পড়ুয়া ও উপস্থিত অভিভাবকরাও হকচকিয়ে যান ৷ তাঁরাই অভিযুক্ত রাঁধুনিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আটকে রেখে রাঁধুনির উপর চড়াও হন ৷ অভিযোগ, উত্তেজিত জনতা অভিযুক্ত রাঁধুনিকে মারধরও করেন । খবর পেয়েই ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷

আরও পড়ুন: কুড়ি বছর ধরে চলছে যাযাবরের মতো, স্থায়ী ঠাঁই খুঁজছে বাণীপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র

ঘটনাস্থলে উপস্থিত মহম্মদ গিয়াসউদ্দিন নামে এক গ্রামবাসী বলেন, "শুধু স্কুলে দেরি করে আসাই নয়, মিড-ডে মিলের খাদ্য দ্রব্যও মাঝেমধ্যে কারচুপি ও করেন ওই রাঁধুনি । এই নিয়ে তাঁর ওপর বেজায় ক্ষুদ্ধ অভিভাবকরাও ।" অভিযুক্ত রাঁধুনির কড়া শাস্তির দাবিতেও সরব হয়েছেন গ্রামবাসী থেকে অভিভাবক সকলেই । যদিও, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আইসিডিএস কেন্দ্রের রাঁধুনি ফিরদৌসি বেগম । বিষয়টি নিয়ে দেগঙ্গা থানার পুলিশ জানায়, অভিযুক্ত রাঁধুনিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে । লিখিত অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষিকার উপর চড়াও রাঁধুনি

দেগঙ্গা, 23 ডিসেম্বর: আইসিডিএস কেন্দ্রে দেরি করে আসায় হাজিরার খাতায় সই করতে দেননি শিক্ষিকা (Unpleasant incident happened at the deganga ICDS centre) ৷ তার জেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা পারভিন সুলতানাকে গলা টিপে খুনের চেষ্টার অভিযোগ রাঁধুনির বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার দেগঙ্গার দোহাড়িয়া গ্রামে । অভিযুক্ত রাঁধুনি ফিরদৌসি বেগমের উপর চড়াও হন গ্রামবাসীরা ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

দেগঙ্গার দোহাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে চলছে সরকার অনুমোদিত এই আইসিডিএস কেন্দ্রটি । মূলত গ্রামের শিশুরাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পঠনপাঠন করে । অভিযোগ, অবৈতনিক এই প্রাথমিক কেন্দ্রের শিক্ষিকা পারভিন সুলতানা নিয়ম মেনে আসলেও, রাঁধুনি ফিরদৌসি বেগম নিয়ম মেনে স্কুলে আসেন না । অধিকাংশ সময়ই দেরি করে আসার অভিযোগ তাঁর বিরুদ্ধে । এই নিয়ে ওই শিক্ষিকা তাঁকে সতর্ক করলেও, কর্ণপাত করেননি রাঁধুনি ফিরদৌসি বেগম । অন্যান্য দিনের মতো শুক্রবার তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র দেরি করে আসেন ৷

এরপর হাজিরার খাতায় সই করতে গেলে তাঁকে বাধা দেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা পারভিন সুলতানা । তখনই দু’জনের বিরুদ্ধে মত পার্থক্য সৃষ্টি হয় । অভিযোগ, সেই সময় ওই শিক্ষিকার গলা টিপে ধরেন রাঁধুনি । শিক্ষিকাকে মারধরেরও অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে । ঘটনার আকষ্মিকতায় পড়ুয়া ও উপস্থিত অভিভাবকরাও হকচকিয়ে যান ৷ তাঁরাই অভিযুক্ত রাঁধুনিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আটকে রেখে রাঁধুনির উপর চড়াও হন ৷ অভিযোগ, উত্তেজিত জনতা অভিযুক্ত রাঁধুনিকে মারধরও করেন । খবর পেয়েই ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷

আরও পড়ুন: কুড়ি বছর ধরে চলছে যাযাবরের মতো, স্থায়ী ঠাঁই খুঁজছে বাণীপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র

ঘটনাস্থলে উপস্থিত মহম্মদ গিয়াসউদ্দিন নামে এক গ্রামবাসী বলেন, "শুধু স্কুলে দেরি করে আসাই নয়, মিড-ডে মিলের খাদ্য দ্রব্যও মাঝেমধ্যে কারচুপি ও করেন ওই রাঁধুনি । এই নিয়ে তাঁর ওপর বেজায় ক্ষুদ্ধ অভিভাবকরাও ।" অভিযুক্ত রাঁধুনির কড়া শাস্তির দাবিতেও সরব হয়েছেন গ্রামবাসী থেকে অভিভাবক সকলেই । যদিও, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আইসিডিএস কেন্দ্রের রাঁধুনি ফিরদৌসি বেগম । বিষয়টি নিয়ে দেগঙ্গা থানার পুলিশ জানায়, অভিযুক্ত রাঁধুনিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে । লিখিত অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷

Last Updated : Dec 23, 2022, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.