ETV Bharat / state

Subhas Sarkar Criticises TMC: তৃণমূল সরকার যে দুর্নীতি করেছে তা প্রকাশ পাবে, দাবি সুভাষ সরকারের - Subhas Sarkar on tmc

রাজ্যে নিয়োগ দুর্নীতি ও তৃণমূল নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar on TMC) ৷

ETV Bharat
সুভাষ সরকার
author img

By

Published : Jan 20, 2023, 9:10 PM IST

তৃণমূলকে কটাক্ষ সুভাষ সরকারের

বিধাননগর, 20 জানুয়ারি: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ৷ যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে ইডি হানা প্রসঙ্গে তিনি বলেন,"একজন কাউন্সিলর বা ছোট নেতার কাছে যদি দেখা যায় 19 থেকে 20 কোটি টাকা পাওয়া যাচ্ছে, তাহলে বাকি তো অনেকে রয়েছেন। বিধায়ক, মন্ত্রী ও অন্যান্য নেতারা যাঁরা আছেন তাঁদের কাছে কত বেরবে ! এটা থেকে বোঝা যাচ্ছে যে উপরের নির্দেশে এই কাজ হয়েছে । সেখান থেকে কত বেরবে তা এটা থেকেই বোঝা যাচ্ছে ৷" রাজ্যে নিয়োগ দুর্নীতিতে যারা ধরা পড়েছে কেন্দ্রীয় সংস্থাগুলির হাতে তাদের তাড়াতাড়ি মুখ খুলে রাজসাক্ষী হয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন সুভাষ সরকার (Subhas Sarkar attacks TMC) ৷

23 জানুয়ারি রাজ্যে মিড-ডে মিল ব্যবস্থা খতিয়ে দেখতে আসছে কেন্দ্রীয় দল ৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, সংবাদমাধ্যমের প্রতিবেদনেই দেখা গিয়েছে এরাজ্যে মিড-ডে মিলে ইঁদুর, সাপ বেরিয়েছে ৷ আবার পড়ুয়াদের পাতে ডিম, হাতে ফল দিয়ে ছবি তোলার পর তা তুলে নেওয়া হয়েছে । শিশুদের খাবারেও দুর্নীতি ও চুরির অভিযোগ রয়েছে ৷ এই নিয়ে তদন্ত যত এগোবে তত জানা যাবে এর সঙ্গে কোন জনপ্রতিনিধি বা মন্ত্রী জড়িত আছেন ৷

আরও পড়ুন: ভোট না দিলে উন্নয়ন নয়, দিদির দূত কাকলির বক্তব্য ঘিরে বিতর্ক

শুক্রবার নিউটাউনে রোজগার মেলায় উপস্থিত ছিলেন সুভাষ সরকার ৷ এই অনুষ্ঠানে 135 জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় ৷ এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 10 লক্ষ সরকারি চাকরির কথা ঘোষণা করেছেন ৷ তাঁর কথায়, "প্রধানমন্ত্রী যা বলেন, তা করেন ৷ কেন্দ্রের বর্তমান এনডিএ সরকার যা বলে তাই করে ৷"

তবে কেন্দ্রের এই নিয়োগ কর্মসূচির প্রসঙ্গ টেনে এদিন রাজ্যের তৃণমূল সরকারকে বেঁধেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ৷ তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার পারদর্শিতার সঙ্গে নিয়োগ করে দেখাচ্ছে ৷ যাঁরা নিযুক্ত হচ্ছেন, কারা নিয়োগ পাচ্ছেন সেইসব তথ্য প্রকাশ্যে থাকছে ৷ অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও হবে ভবিষ্যতে নিয়োগ হবে ৷ পশ্চিমবঙ্গে রাজ্য সরকার যা কিছু দুর্নীতি করেছে সেগুলি নিশ্চিত ভাবে প্রকাশ পাবে একদিন । এই বিশ্বাস আমাদের আছে ।"

তৃণমূলকে কটাক্ষ সুভাষ সরকারের

বিধাননগর, 20 জানুয়ারি: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ৷ যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে ইডি হানা প্রসঙ্গে তিনি বলেন,"একজন কাউন্সিলর বা ছোট নেতার কাছে যদি দেখা যায় 19 থেকে 20 কোটি টাকা পাওয়া যাচ্ছে, তাহলে বাকি তো অনেকে রয়েছেন। বিধায়ক, মন্ত্রী ও অন্যান্য নেতারা যাঁরা আছেন তাঁদের কাছে কত বেরবে ! এটা থেকে বোঝা যাচ্ছে যে উপরের নির্দেশে এই কাজ হয়েছে । সেখান থেকে কত বেরবে তা এটা থেকেই বোঝা যাচ্ছে ৷" রাজ্যে নিয়োগ দুর্নীতিতে যারা ধরা পড়েছে কেন্দ্রীয় সংস্থাগুলির হাতে তাদের তাড়াতাড়ি মুখ খুলে রাজসাক্ষী হয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন সুভাষ সরকার (Subhas Sarkar attacks TMC) ৷

23 জানুয়ারি রাজ্যে মিড-ডে মিল ব্যবস্থা খতিয়ে দেখতে আসছে কেন্দ্রীয় দল ৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, সংবাদমাধ্যমের প্রতিবেদনেই দেখা গিয়েছে এরাজ্যে মিড-ডে মিলে ইঁদুর, সাপ বেরিয়েছে ৷ আবার পড়ুয়াদের পাতে ডিম, হাতে ফল দিয়ে ছবি তোলার পর তা তুলে নেওয়া হয়েছে । শিশুদের খাবারেও দুর্নীতি ও চুরির অভিযোগ রয়েছে ৷ এই নিয়ে তদন্ত যত এগোবে তত জানা যাবে এর সঙ্গে কোন জনপ্রতিনিধি বা মন্ত্রী জড়িত আছেন ৷

আরও পড়ুন: ভোট না দিলে উন্নয়ন নয়, দিদির দূত কাকলির বক্তব্য ঘিরে বিতর্ক

শুক্রবার নিউটাউনে রোজগার মেলায় উপস্থিত ছিলেন সুভাষ সরকার ৷ এই অনুষ্ঠানে 135 জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় ৷ এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 10 লক্ষ সরকারি চাকরির কথা ঘোষণা করেছেন ৷ তাঁর কথায়, "প্রধানমন্ত্রী যা বলেন, তা করেন ৷ কেন্দ্রের বর্তমান এনডিএ সরকার যা বলে তাই করে ৷"

তবে কেন্দ্রের এই নিয়োগ কর্মসূচির প্রসঙ্গ টেনে এদিন রাজ্যের তৃণমূল সরকারকে বেঁধেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ৷ তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার পারদর্শিতার সঙ্গে নিয়োগ করে দেখাচ্ছে ৷ যাঁরা নিযুক্ত হচ্ছেন, কারা নিয়োগ পাচ্ছেন সেইসব তথ্য প্রকাশ্যে থাকছে ৷ অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও হবে ভবিষ্যতে নিয়োগ হবে ৷ পশ্চিমবঙ্গে রাজ্য সরকার যা কিছু দুর্নীতি করেছে সেগুলি নিশ্চিত ভাবে প্রকাশ পাবে একদিন । এই বিশ্বাস আমাদের আছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.