ETV Bharat / state

Digha Death: নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্র স্নান, দিঘায় তলিয়ে গেলেন 2 যুবক

প্রশাসনের নজর এড়িয়ে দিঘার সমুদ্রে নেমেছিল একদল পর্যটক ৷ আর তাতেই বিপত্তি, গতকাল বিকেলে দিঘার কাছে তালসারির বিচে সমুদ্রে তলিয়ে গেলেন দুই যুবক ৷ আজ তাঁদের মধ্যে একজনের দেহ উদ্ধার হয়েছে ৷ আরেক যুবকের খোঁজ চালাচ্ছেন সিভিল ডিফেন্সের কর্মীরা ৷

author img

By

Published : Sep 27, 2021, 8:23 PM IST

Two Tourist from Madhyagram Drowned Dead in Dighas Talsari Sea Beach
নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিঘায় সৈকতে তলিয়ে গেল 2 যুবক, উদ্ধার 1 জনের দেহ

মধ্যমগ্রাম, 27 সেপ্টেম্বর : প্রশাসনের সতর্কতা এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের দুই যুবক ৷ সোমবার অভ্রদীপ আচার্য নামে এক যুবকের দেহ পুলিশ উদ্ধার করেছে ৷ কিন্তু, দেবর্ষি সিংহ নামে আরেক যুবকের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি ৷ তাঁর খোঁজে সমুদ্রে নুলিয়াদের নামানো হয়েছে ৷ পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরাও সমুদ্রে নেমেছেন ৷ 24 ঘণ্টারও বেশি সময় কেটে যাওয়ায়, ওই যুবকেরও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে ৷

মধ্যমগ্রাম পৌরসভার 4নং ওয়ার্ডের রামকৃষ্ণপল্লি এলাকায় বাড়ি অভ্রদীপের আচার্যের । তাঁর বাবা জয়ন্ত আচার্য পুজো করেন ৷ তাঁর মা রূপালি আচার্য আয়ার কাজ করেন ৷ পরিবারের একমাত্র ছেলে অভ্রদীপ দমদমের মতিঝিল কলেজের বি.কম পাস কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ৷ অপরদিকে, মধ্যমগ্রামের মেঘদূত মধ্যপাড়ায় বাড়ি দেবর্ষি সিংহের ৷ খুব ছোটবেলায় বাবা মারা যাওয়ায় মামার বাড়িতেই বড় হয়েছেন তিনি ৷ ইংরেজিতে অনার্স করছিলেন দেবর্ষি ৷ ভাল ক্রিকেট খেলতেন ৷ তাঁর পরিবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিঘা যেতে নিষেধ করেছিল ৷ তা সত্বেও জীবনে প্রথমবার দিঘার সমুদ্র দেখার সুযোগ হাতছাড়া করতে চায়নি দুই বন্ধু ৷

আরও পড়ুন : Bhabanipur Bye-Election: ভবানীপুরের উপনির্বাচন স্থগিত করার দাবি দিলীপ ঘোষের

প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবারের নিষেধ উপেক্ষা করেই পরিচিতদের সঙ্গে শনিবার ভোরে দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অভ্রদীপ এবং দেবর্ষি ৷ তাঁরা মোট 8 জন ছিলেন ৷ যাওয়ার সময় ধূলাগড়ে তাঁদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল ৷ কিন্তু, মধ্যমগ্রাম থেকে আরেকটি গাড়ি ভাড়া করে দিঘায় পৌঁছান তাঁরা ৷ সকলে উঠেছিলেন ওল্ড দিঘার একটি হোটেলে ৷ প্রাকৃতিক দুর্যোগের কারণে দিঘার সমুদ্রে স্নান করতে নামতে নিষেধ করেছিল প্রশাসন ৷ ফলে, গতকাল সেখান থেকে তাঁরা ওড়িশার কাছে তালসারিতে চলে যান ।

আরও পড়ুন : Cyclone Gulab : ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে সুন্দরবন উপকূল এলাকায় কমলা সর্তকতা জারি

গতকাল বিকেলে পুলিশের চোখে ফাঁকি দিয়ে তালসারির বিচে স্নান করতে নামেন অভ্রদীপ, দেবর্ষি সহ অন্যান্যরা ৷ বাকিরা স্নান করে উঠে এলেও, ওই দুই যুবক সমুদ্রে তলিয়ে যান ৷ গতকাল সন্ধ্যাতেই দুই পরিবারের লোকজন দিঘার উদ্দেশ্যে রওনা দেয় ৷ সোমবার ভোরের দিকে তালসারির কাঁকড়া দ্বীপে অভ্রদীপের দেহ উদ্ধার করে সিভিল ডিফেন্সের কর্মীরা ৷ তবে, দেবর্ষির কোনও সন্ধান পাওয়া যায়নি ৷

মধ্যমগ্রাম, 27 সেপ্টেম্বর : প্রশাসনের সতর্কতা এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের দুই যুবক ৷ সোমবার অভ্রদীপ আচার্য নামে এক যুবকের দেহ পুলিশ উদ্ধার করেছে ৷ কিন্তু, দেবর্ষি সিংহ নামে আরেক যুবকের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি ৷ তাঁর খোঁজে সমুদ্রে নুলিয়াদের নামানো হয়েছে ৷ পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরাও সমুদ্রে নেমেছেন ৷ 24 ঘণ্টারও বেশি সময় কেটে যাওয়ায়, ওই যুবকেরও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে ৷

মধ্যমগ্রাম পৌরসভার 4নং ওয়ার্ডের রামকৃষ্ণপল্লি এলাকায় বাড়ি অভ্রদীপের আচার্যের । তাঁর বাবা জয়ন্ত আচার্য পুজো করেন ৷ তাঁর মা রূপালি আচার্য আয়ার কাজ করেন ৷ পরিবারের একমাত্র ছেলে অভ্রদীপ দমদমের মতিঝিল কলেজের বি.কম পাস কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ৷ অপরদিকে, মধ্যমগ্রামের মেঘদূত মধ্যপাড়ায় বাড়ি দেবর্ষি সিংহের ৷ খুব ছোটবেলায় বাবা মারা যাওয়ায় মামার বাড়িতেই বড় হয়েছেন তিনি ৷ ইংরেজিতে অনার্স করছিলেন দেবর্ষি ৷ ভাল ক্রিকেট খেলতেন ৷ তাঁর পরিবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিঘা যেতে নিষেধ করেছিল ৷ তা সত্বেও জীবনে প্রথমবার দিঘার সমুদ্র দেখার সুযোগ হাতছাড়া করতে চায়নি দুই বন্ধু ৷

আরও পড়ুন : Bhabanipur Bye-Election: ভবানীপুরের উপনির্বাচন স্থগিত করার দাবি দিলীপ ঘোষের

প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবারের নিষেধ উপেক্ষা করেই পরিচিতদের সঙ্গে শনিবার ভোরে দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অভ্রদীপ এবং দেবর্ষি ৷ তাঁরা মোট 8 জন ছিলেন ৷ যাওয়ার সময় ধূলাগড়ে তাঁদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল ৷ কিন্তু, মধ্যমগ্রাম থেকে আরেকটি গাড়ি ভাড়া করে দিঘায় পৌঁছান তাঁরা ৷ সকলে উঠেছিলেন ওল্ড দিঘার একটি হোটেলে ৷ প্রাকৃতিক দুর্যোগের কারণে দিঘার সমুদ্রে স্নান করতে নামতে নিষেধ করেছিল প্রশাসন ৷ ফলে, গতকাল সেখান থেকে তাঁরা ওড়িশার কাছে তালসারিতে চলে যান ।

আরও পড়ুন : Cyclone Gulab : ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে সুন্দরবন উপকূল এলাকায় কমলা সর্তকতা জারি

গতকাল বিকেলে পুলিশের চোখে ফাঁকি দিয়ে তালসারির বিচে স্নান করতে নামেন অভ্রদীপ, দেবর্ষি সহ অন্যান্যরা ৷ বাকিরা স্নান করে উঠে এলেও, ওই দুই যুবক সমুদ্রে তলিয়ে যান ৷ গতকাল সন্ধ্যাতেই দুই পরিবারের লোকজন দিঘার উদ্দেশ্যে রওনা দেয় ৷ সোমবার ভোরের দিকে তালসারির কাঁকড়া দ্বীপে অভ্রদীপের দেহ উদ্ধার করে সিভিল ডিফেন্সের কর্মীরা ৷ তবে, দেবর্ষির কোনও সন্ধান পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.