ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর তহবিলে 1 লাখ টাকা অনুদান দুই শিক্ষিকার

রাজ্যে কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মদক্ষতায় মুগ্ধ । তাঁর প্রচেষ্টায় অনুপ্রাণিত । তাই মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে 1 লাখ টাকা দান অশোকনগরের দুই শিক্ষিকার ।

Mukta Biswas
মুক্তা বিশ্বাস
author img

By

Published : Apr 2, 2020, 10:11 AM IST

অশোকনগর, 2 এপ্রিল : কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে 50 হাজার টাকা করে দান করলেন উত্তর 24 পরগনার অশোকনগরের দুই শিক্ষিকা । নাম রূপালি দেবরায় ও মুক্তা বিশ্বাস । স্থানীয় বিধায়ক ধীমান রায়ের মাধ্যমে এই টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দেওয়া হয়েছে।

গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রূপালি দেবরায় । অশোকনগরের 14 নম্বর ওয়ার্ড তাঁর বাড়ি । দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত । রূপালি জানান, কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মদক্ষতায় তিনি মুগ্ধ । মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় অনুপ্রাণিত । তাই রূপালি তাঁর সঞ্চয়ের 50 হাজার টাকা দান করার সিদ্ধান্ত নেন ।

Rupali Deb roy with family
সপরিবারে রূপালি দেবরায়

অন্যদিকে মুক্তা বিশ্বাস অবসরপ্রাপ্ত । অশোকনগর কল্যাণগড় পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । স্বামী অচ্যুত বিশ্বাস কয়েক বছর আগে মারা গেছেন । স্বামীর দু'মাসের পেনশন বাবদ 50 হাজার টাকা তিনি মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে দান করেন । এই কাজের জন্য ছেলে মৃত্যুঞ্জয় অনুপ্রাণিত করেছেন বলে জানান মুক্তা । পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেন । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ও যেন সুস্থ ও সবল থাকেন । নিজের দিকে নজর রাখেন । তাহলেই রাজ্যবাসী সুস্থ ও নিরাপদ থাকবেন ।"

অশোকনগর, 2 এপ্রিল : কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে 50 হাজার টাকা করে দান করলেন উত্তর 24 পরগনার অশোকনগরের দুই শিক্ষিকা । নাম রূপালি দেবরায় ও মুক্তা বিশ্বাস । স্থানীয় বিধায়ক ধীমান রায়ের মাধ্যমে এই টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দেওয়া হয়েছে।

গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রূপালি দেবরায় । অশোকনগরের 14 নম্বর ওয়ার্ড তাঁর বাড়ি । দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত । রূপালি জানান, কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মদক্ষতায় তিনি মুগ্ধ । মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় অনুপ্রাণিত । তাই রূপালি তাঁর সঞ্চয়ের 50 হাজার টাকা দান করার সিদ্ধান্ত নেন ।

Rupali Deb roy with family
সপরিবারে রূপালি দেবরায়

অন্যদিকে মুক্তা বিশ্বাস অবসরপ্রাপ্ত । অশোকনগর কল্যাণগড় পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । স্বামী অচ্যুত বিশ্বাস কয়েক বছর আগে মারা গেছেন । স্বামীর দু'মাসের পেনশন বাবদ 50 হাজার টাকা তিনি মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে দান করেন । এই কাজের জন্য ছেলে মৃত্যুঞ্জয় অনুপ্রাণিত করেছেন বলে জানান মুক্তা । পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেন । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ও যেন সুস্থ ও সবল থাকেন । নিজের দিকে নজর রাখেন । তাহলেই রাজ্যবাসী সুস্থ ও নিরাপদ থাকবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.