ETV Bharat / state

সিলিংয়ে ঝুলছে যুবতি, খাটে মায়ের পচা-গলা দেহ

খাটের উপর পড়ে রয়েছে অপর্ণা দাসের পচা-গলা দেহ । মাছি ভন-ভন করছে । আর সিলিং থেকে ঝুলছে অপর্ণাদেবীর মেয়ে বৈশাখির দেহ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুজনেই আত্মহত্যা করেন ৷

author img

By

Published : Aug 21, 2020, 8:55 PM IST

Dumdum news
প্রতীকি ছবি

দমদম, 21 অগাস্ট : দমদম মল রোডে মা ও মেয়ের জোড়া মৃতদেহ উদ্ধার । মায়ের নাম অপর্ণা দাস (60) । মেয়ের নাম বৈশাখি দাস (25) । আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের ।

শেষ দু'দিন ধরে কাউকে বাড়ির বাইরে দেখা যাচ্ছিল না । খবরের কাগজও বাইরেই পড়ে থাকছিল । তখন থেকেই সন্দেহ হয় প্রতিবেশীদের । আজও সারাদিন বাড়ি থেকে কাউকে বের হতে দেখা যায়নি । সাড়াশব্দও পাওয়া যায়নি । বিকেলে ওই ঘরের ভিতর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে ৷ বিকট সে গন্ধ । প্রতিবেশীদের সন্দেহ হয় । পুলিশে খবর দেয় তারা । পুলিশ আসতে আসতে আরও ঘণ্টা দেড়েক সময় লেগে যায় । সাড়ে সাতটা নাগাদ পুলিশ এসে পৌঁছায় ।

দমদমে উদ্ধার জোড়া দেহ, তদন্তে পুলিশ

আরও পড়ুন : একদিনে কলকাতায় 5 অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

বাড়ির বাইরে তখন পচা গন্ধের দায়ে টেকা মুশকিল । পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে । ঘরের ভিতরে গন্ধ আরও বিকট । দেখা যায়, খাটের উপর পড়ে রয়েছে অপর্ণা দাসের দেহ । পচা-গলা অবস্থায় । মাছি ভন-ভন করছে । আর সিলিং থেকে ঝুলছে বৈশাখি ৷ চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে । জিভটাও বেরিয়ে এসেছে ।

আরও পড়ুন : সেপটিক ট্যাঙ্কে কিশোরীর দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ

জানা গেছে, বৈশাখির বাবা মারা যাওয়ার পরে মানসিক অবসাদে ভুগছিলেন মা ও মেয়ে । বাবার পেনশনের টাকায় তাঁদের সংসার চলত । প্রাথমিকভাবে পুলিশের প্রাথমিক অনুমান, অবসাদের কারণে আত্মহত্যা করেছেন তাঁরা । দমদম থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ ।

দমদম, 21 অগাস্ট : দমদম মল রোডে মা ও মেয়ের জোড়া মৃতদেহ উদ্ধার । মায়ের নাম অপর্ণা দাস (60) । মেয়ের নাম বৈশাখি দাস (25) । আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের ।

শেষ দু'দিন ধরে কাউকে বাড়ির বাইরে দেখা যাচ্ছিল না । খবরের কাগজও বাইরেই পড়ে থাকছিল । তখন থেকেই সন্দেহ হয় প্রতিবেশীদের । আজও সারাদিন বাড়ি থেকে কাউকে বের হতে দেখা যায়নি । সাড়াশব্দও পাওয়া যায়নি । বিকেলে ওই ঘরের ভিতর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে ৷ বিকট সে গন্ধ । প্রতিবেশীদের সন্দেহ হয় । পুলিশে খবর দেয় তারা । পুলিশ আসতে আসতে আরও ঘণ্টা দেড়েক সময় লেগে যায় । সাড়ে সাতটা নাগাদ পুলিশ এসে পৌঁছায় ।

দমদমে উদ্ধার জোড়া দেহ, তদন্তে পুলিশ

আরও পড়ুন : একদিনে কলকাতায় 5 অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

বাড়ির বাইরে তখন পচা গন্ধের দায়ে টেকা মুশকিল । পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে । ঘরের ভিতরে গন্ধ আরও বিকট । দেখা যায়, খাটের উপর পড়ে রয়েছে অপর্ণা দাসের দেহ । পচা-গলা অবস্থায় । মাছি ভন-ভন করছে । আর সিলিং থেকে ঝুলছে বৈশাখি ৷ চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে । জিভটাও বেরিয়ে এসেছে ।

আরও পড়ুন : সেপটিক ট্যাঙ্কে কিশোরীর দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ

জানা গেছে, বৈশাখির বাবা মারা যাওয়ার পরে মানসিক অবসাদে ভুগছিলেন মা ও মেয়ে । বাবার পেনশনের টাকায় তাঁদের সংসার চলত । প্রাথমিকভাবে পুলিশের প্রাথমিক অনুমান, অবসাদের কারণে আত্মহত্যা করেছেন তাঁরা । দমদম থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.