ETV Bharat / state

বাংলাদেশের পাচারের ছক বানচাল, 4 হাজার মার্কিন ডলার ও বিভিন্ন ওষুধ-সহ গ্রেফতার দুই - Two smugglers arrested

Smugglers Arrested: দক্ষিণবঙ্গ সীমান্তে মার্কিন ডলার নিয়ে ধরা পড়ল এক পাচারকারী ৷ তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 4000 মার্কিন ডলার ৷ অন্যদিকে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জওয়ানরা উত্তর 24 পরগণা এবং নদিয়া জেলার সীমান্তে এক পাচারকারীকে গ্রেফতার করেছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 10:54 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: দক্ষিণবঙ্গ সীমান্তে মার্কিন ডলার নিয়ে এলসিএস ঘোজাডাঙ্গা 153 ব্যাটালিয়নের জওয়ানদের হাতে ধরা পড়ল এক পাচারকারী ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 4000 মার্কিন ডলার ৷ ভারত থেকে এই টাকা অবৈধভাবে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে ওই ব্যক্তি ৷ আপাতত তাকে ঘোজাডাঙা শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে ।

সূত্রের খবর অনুযায়ী, ধৃতের নাম রাজেশ কুমার। এলসিএস ঘোজাডাঙ্গা 153 ব্যাটালিয়নের জওয়ানরা শনিবার একটি বিশেষ অভিযান চালায় । রাজেশের গতিবিধি দেখে তাঁদের সন্দেহ হয় ৷ তল্লাশির সময় তাঁর কাছে উদ্ধার হয় প্রায় 4000 মার্কিন ডলার ৷ যার ভারতীয় মুদ্রায় আনুমানিক মূল্য 3 লক্ষ 32 হাজার 600 টাকা ৷ এছাড়াও তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 37 হাজার 835 টাকা ৷

রাজেশ কুমার এই টাকার কোনও সঠিক তথ্য দিতে পারেননি ৷ উদ্ধার হওয়া মুদ্রার সঠিক কাগজপত্র দেখাতে না পারায় বিএসএফ তাকে গ্রেফতার করে । জিজ্ঞাসাবাদের সময় রাজেশ জানায়, সে একজন ভারতীয় নাগরিক ৷ গত কয়েকদিন ধরে পণ্য ও অর্থের বাহক হিসাবে কাজ করছে সে । রাজেশ মূলত আইসিপি পেট্রাপোল থেকে এই কাজ করত । কিন্তু গত কয়েকদিন ধরে পেট্রাপোলে নিরাপত্তা তল্লাশি অত্যন্ত কঠোর হয়েছে ৷ সেই কারণেই ঘোজাডাঙাকে বেছে নেওয়া হয় এই পাচারের জন্য ৷

অন্যদিকে, বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জওয়ানরা উত্তর 24 পরগণা এবং নদিয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাকারবারীদের প্রচেষ্টা ব্যর্থ করেছে । অবৈধভাবে বিভিন্ন ধরনের ওষুধ বাংলাদেশে পাচারের পরিকল্পনা ভেস্তে দিয়েছে তারা ৷ এই ঘটনাতেও একজনকে গ্রেফতার করেছে বিএসএফ ৷ ধৃতের নাম মুস্তাফিজুর সর্দার । তাঁর কাছ থেকে পাওয়া সামগ্রীর অর্থ মূল্য আনুমানিক 4 লক্ষ 62 হাজার 300 টাকা ৷

আরও পড়ুন:

  1. চাকরির প্রলোভনে দুবাই গিয়ে নিখোঁজ যুবতী, ওমানের নম্বর থেকে ভয়েস মেসেজ পেয়ে আতঙ্কে পরিবার
  2. মহিলাকে পুড়িয়ে মারার একদিনের মাথায় ফের তেজপুরেই ডাইনি অপবাদ! এবার বৃদ্ধ দম্পতিকে গ্রামছাড়া করার অভিযোগ
  3. বন দফতরের বড়সড় সাফল্য! চিতাবাঘের চামড়া-সহ গ্রেফতার তিন পাচারকারী

কলকাতা, 30 ডিসেম্বর: দক্ষিণবঙ্গ সীমান্তে মার্কিন ডলার নিয়ে এলসিএস ঘোজাডাঙ্গা 153 ব্যাটালিয়নের জওয়ানদের হাতে ধরা পড়ল এক পাচারকারী ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 4000 মার্কিন ডলার ৷ ভারত থেকে এই টাকা অবৈধভাবে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে ওই ব্যক্তি ৷ আপাতত তাকে ঘোজাডাঙা শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে ।

সূত্রের খবর অনুযায়ী, ধৃতের নাম রাজেশ কুমার। এলসিএস ঘোজাডাঙ্গা 153 ব্যাটালিয়নের জওয়ানরা শনিবার একটি বিশেষ অভিযান চালায় । রাজেশের গতিবিধি দেখে তাঁদের সন্দেহ হয় ৷ তল্লাশির সময় তাঁর কাছে উদ্ধার হয় প্রায় 4000 মার্কিন ডলার ৷ যার ভারতীয় মুদ্রায় আনুমানিক মূল্য 3 লক্ষ 32 হাজার 600 টাকা ৷ এছাড়াও তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 37 হাজার 835 টাকা ৷

রাজেশ কুমার এই টাকার কোনও সঠিক তথ্য দিতে পারেননি ৷ উদ্ধার হওয়া মুদ্রার সঠিক কাগজপত্র দেখাতে না পারায় বিএসএফ তাকে গ্রেফতার করে । জিজ্ঞাসাবাদের সময় রাজেশ জানায়, সে একজন ভারতীয় নাগরিক ৷ গত কয়েকদিন ধরে পণ্য ও অর্থের বাহক হিসাবে কাজ করছে সে । রাজেশ মূলত আইসিপি পেট্রাপোল থেকে এই কাজ করত । কিন্তু গত কয়েকদিন ধরে পেট্রাপোলে নিরাপত্তা তল্লাশি অত্যন্ত কঠোর হয়েছে ৷ সেই কারণেই ঘোজাডাঙাকে বেছে নেওয়া হয় এই পাচারের জন্য ৷

অন্যদিকে, বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জওয়ানরা উত্তর 24 পরগণা এবং নদিয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাকারবারীদের প্রচেষ্টা ব্যর্থ করেছে । অবৈধভাবে বিভিন্ন ধরনের ওষুধ বাংলাদেশে পাচারের পরিকল্পনা ভেস্তে দিয়েছে তারা ৷ এই ঘটনাতেও একজনকে গ্রেফতার করেছে বিএসএফ ৷ ধৃতের নাম মুস্তাফিজুর সর্দার । তাঁর কাছ থেকে পাওয়া সামগ্রীর অর্থ মূল্য আনুমানিক 4 লক্ষ 62 হাজার 300 টাকা ৷

আরও পড়ুন:

  1. চাকরির প্রলোভনে দুবাই গিয়ে নিখোঁজ যুবতী, ওমানের নম্বর থেকে ভয়েস মেসেজ পেয়ে আতঙ্কে পরিবার
  2. মহিলাকে পুড়িয়ে মারার একদিনের মাথায় ফের তেজপুরেই ডাইনি অপবাদ! এবার বৃদ্ধ দম্পতিকে গ্রামছাড়া করার অভিযোগ
  3. বন দফতরের বড়সড় সাফল্য! চিতাবাঘের চামড়া-সহ গ্রেফতার তিন পাচারকারী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.