কলকাতা, 30 ডিসেম্বর: দক্ষিণবঙ্গ সীমান্তে মার্কিন ডলার নিয়ে এলসিএস ঘোজাডাঙ্গা 153 ব্যাটালিয়নের জওয়ানদের হাতে ধরা পড়ল এক পাচারকারী ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 4000 মার্কিন ডলার ৷ ভারত থেকে এই টাকা অবৈধভাবে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে ওই ব্যক্তি ৷ আপাতত তাকে ঘোজাডাঙা শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে ।
সূত্রের খবর অনুযায়ী, ধৃতের নাম রাজেশ কুমার। এলসিএস ঘোজাডাঙ্গা 153 ব্যাটালিয়নের জওয়ানরা শনিবার একটি বিশেষ অভিযান চালায় । রাজেশের গতিবিধি দেখে তাঁদের সন্দেহ হয় ৷ তল্লাশির সময় তাঁর কাছে উদ্ধার হয় প্রায় 4000 মার্কিন ডলার ৷ যার ভারতীয় মুদ্রায় আনুমানিক মূল্য 3 লক্ষ 32 হাজার 600 টাকা ৷ এছাড়াও তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 37 হাজার 835 টাকা ৷
রাজেশ কুমার এই টাকার কোনও সঠিক তথ্য দিতে পারেননি ৷ উদ্ধার হওয়া মুদ্রার সঠিক কাগজপত্র দেখাতে না পারায় বিএসএফ তাকে গ্রেফতার করে । জিজ্ঞাসাবাদের সময় রাজেশ জানায়, সে একজন ভারতীয় নাগরিক ৷ গত কয়েকদিন ধরে পণ্য ও অর্থের বাহক হিসাবে কাজ করছে সে । রাজেশ মূলত আইসিপি পেট্রাপোল থেকে এই কাজ করত । কিন্তু গত কয়েকদিন ধরে পেট্রাপোলে নিরাপত্তা তল্লাশি অত্যন্ত কঠোর হয়েছে ৷ সেই কারণেই ঘোজাডাঙাকে বেছে নেওয়া হয় এই পাচারের জন্য ৷
অন্যদিকে, বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জওয়ানরা উত্তর 24 পরগণা এবং নদিয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাকারবারীদের প্রচেষ্টা ব্যর্থ করেছে । অবৈধভাবে বিভিন্ন ধরনের ওষুধ বাংলাদেশে পাচারের পরিকল্পনা ভেস্তে দিয়েছে তারা ৷ এই ঘটনাতেও একজনকে গ্রেফতার করেছে বিএসএফ ৷ ধৃতের নাম মুস্তাফিজুর সর্দার । তাঁর কাছ থেকে পাওয়া সামগ্রীর অর্থ মূল্য আনুমানিক 4 লক্ষ 62 হাজার 300 টাকা ৷
আরও পড়ুন: