বাগদা, 26 মে : "আরে ছো ছো ছো ছো কেয়া শরম কি বাত...ভদ্দর ঘর কা লড়কি ভাগে ডেরাইভার কে সাথ" ৷ উত্তমকুমার ও মাধবী মুখোপাধ্যায় অভিনীত ছদ্মবেশী সিনেমার এই গানটা শোনেননি, এমন বাঙালি খুঁজে পাওয়া ভার ৷ লক্ষ্মীবারের বিকেলে সাতের দশকের সেই গানটিই আরও একবার মনে পড়ল বাঙালির ৷ 'সৌজন্যে' উত্তর 24 পরগনার বাগদার একটি ঘটনা ৷ 'ভদ্দর ঘর'-এর দুই গৃহবধূ স্বামী, সংসার ছেড়ে হাত ধরলেন দুই টোটোচালকের ! পালিয়ে গেলেন শ্বশুর বাড়ি থেকে (Bagdah Extramarital Affair) ৷
বাগদা থানা এলাকায় দীর্ঘদিনের বাস পাল পরিবারের ৷ বাড়ির কর্তা শিবুপদ পাল বিপত্নীক ৷ তাঁর তিন ছেলে ৷ কাজের সূত্রে বড় ছেলে পরিবার নিয়ে বাইরে থাকেন ৷ কর্মসূত্রে মেজো ও ছোট ছেলে পুনেতে থাকেন ৷ দুই বৌমা ও নাতি নাতনিদের নিয়ে বাগদার বাড়িতে থাকেন শিবুপদ বাবু ৷ ছেলেদের অনুপস্থিতিতে বিশ্বজিৎ মণ্ডল ও শিবু মজুমদার নামে দুই টোটোচালকের সঙ্গে পরিচয় হয় পাল বাড়ির দুই বধূর ৷ ধীরে ধীরে প্রেম ৷ সেই প্রেম এতটাই গভীর যে পরিবার ছেড়ে বাড়ি থেকে পালিয়ে যেতে পিছপা হননি দুই মহিলা ৷ মেজো বউয়ের দুটি ছেলে রয়েছে ৷ দু'জনই যথেষ্ট বড় ৷ মেজো বউ একা বাড়ি ছাড়লেও 9 বছরের ছেলেকে নিয়েই ভালবাসার মানুষের হাত ধরেছেন ছোট বউ ৷
বাড়ির বউদের এমন কাণ্ডকারখানায় বেজায় ফাঁপরে পড়েছেন পাল বাড়ির কর্তা ৷ তাঁর বয়স হয়েছে ৷ ফলে বৃদ্ধ শ্বশুরের চোখকে ফাঁকি দিয়ে দুই বৌমা মিলে কি ফন্দি আঁটছেন তা বোঝা বড়ই মুশকিল ৷ টোটোচালক শিবুর বউ রিনা মজুমদার কিছুটা আঁচ পেয়েছিলেন ৷ যা নিয়ে দুজনের মাঝেমধ্যে ঝামেলাও হত ৷ পাল পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ননদের বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন দুই বউ ৷ ছোট বউমার সঙ্গে ছিল ছেলে ৷ তারপর থেকে তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি ৷ পরিবারের সদস্যদের সন্দেহ হওয়ায় দেখা যায় সোনার গয়না ও বেশ কিছু টাকাপয়সা উধাও ৷ এতে সন্দেহ আরও গাঢ় হয় ৷
আরও পড়ুন : Howrah Extramarital Affair Case : ‘স্বামীসঙ্গে’র অভাব, চাহিদা মেটাতেই ঘর ছেড়েছিলেন দুই গৃহবধূ
ঘটনাটি গত সপ্তাহের হলেও পরিবারের সম্মানের কথা ভেবে বিষয়টি চেপে গিয়েছিল পাল পরিবার ৷ কিন্তু ভিনরাজ্যে বসে দুই ছেলে বউ পালানোর খবর শুনে ভেঙে পড়ে ৷ স্ত্রীদের ফিরিয়ে নিয়ে আসার জন্য বাবাকে বারবার অনুরোধ জানায় তাঁরা ৷ উপায়ন্তর না-দেখে আজ, বৃহস্পতিবার স্থানীয় পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হন শিবুপদ বাবু ৷ তারপরই ঘটনার কথা প্রকাশ্যে আসে ৷ পঞ্চায়েত প্রধান বৃদ্ধ শ্বশুরকে থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন ৷ যদিও এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি ৷
এদিকে স্বামীদের কাণ্ডকারখানায় ক্ষুব্ধ দুই টোটোচালকের স্ত্রীরা ৷ টোটোচালক শিবুর স্ত্রী রিনা মজুমদার বলেন, "কিছুদিন আগে টোটো চালাতে চালাতে অসুস্থ হয়ে পড়েছিল । অনেক কষ্টের বাড়ির জমি বন্ধক দিয়ে টাকা পয়সা খরচ করে তাকে সুস্থ করে তুলি ৷ টোটো চালাতে পারবে না-বলে বাজারে একটি চালের দোকান করে দিয়েছিলাম । এখন থেকে সবকিছু ফেলে আমাকে ডুবিয়ে দিয়ে চলে গিয়েছে ।"
বাগদার এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে হাওড়ার দুই গৃহবধূকে ৷ মাসকয়েক আগে দুই রাজমিস্ত্রির সঙ্গে পালিয়েছিলেন হাওড়ার দুই গৃহবধূ ৷ যা নিয়ে হইচই পড়ে গিয়েছিল ৷ বাগদার এই ঘটনা তারই পুনরাবৃত্তি বলে মনে করছেন সকলে ৷
আরও পড়ুন : Woman Protest : বিবাহ বিচ্ছেদের নোটিশ, শ্বশুর বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে ধর্নায় গৃহবধূ