ETV Bharat / state

Gaighata Accident Death : গাইঘাটায় গাছের ডাল পড়ে মৃত 2, রাস্তা অবরোধ স্থানীয়দের

গাছের ডাল ভেঙে পড়ে মৃত্য়ু হল দুই ব্য়ক্তির ৷ মৃতদের নাম রতন মণ্ডল ও স্নেহাশিস বিশ্বাস (Locals block road over accident in Gaighata) । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়ায় ।

author img

By

Published : May 15, 2022, 10:35 PM IST

Gaighata road block news
গাছের ডাল ভেঙে পড়ে মৃত্য়ু

গাইঘাটা, 15 মে : লাল সুতোয় গেরোয় আটকে 35 নম্বর জাতীয় সড়কের শতাব্দীর প্রাচীন গাছ কাটার কাজ । গাছের বিপজ্জনক ডাল ভেঙে পড়ে প্রায়ই দুর্ঘটনার ঘটছে (Gaighata Accident Death) । রবিবার দুপুরে রাস্তার পাশের একটি মুরগির মাংসের দোকানের উপরে গাছের ডাল ভেঙে পড়ে বিপত্তি ঘটে । দোকানের মধ্যে চাপা পড়ে দোকান মালিক ও এক ক্রেতার মৃত্যু হয় । আহত হয়েছেন আরও দু'জন । রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়ায় । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রতন মণ্ডল (47) ও স্নেহাশিস বিশ্বাস (42) । রতন চাঁদপাড়ার ও স্নেহাশিস গোপরাজাপুরের বাসিন্দা । প্রতিবাদে গাইঘাটায় বিডিও অফিসের সামনে যশোর রোডে অবরোধ করেন স্থানীয়রা । গাছের ডাল কাটার দাবি তোলেন তাঁরা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত এদিন চাঁদপাড়ায় গাইঘাটা বিডিও অফিসের পাশে নিজের মাংসের দোকানে কাজ করছিলেন রতন । এদিন ছেলেকে নিয়ে মাংস কিনতে রতনের দোকানে এসেছিলেন স্নেহাশিস । দুপুর নাগাদ হঠাৎই দোকানের সামনের একটি শিরিশ গাছের একটি বড় ডাল ভেঙে পড়ে দোকানের উপর । ফলে ভেঙে গুড়িয়ে যায় দোকান ঘরটি । দোকান ঘরের নিচে চাপা পড়ে যান রতন ও ক্রেতা স্নেহাশিস বিশ্বাস । ডালের আঘাতে আহত হন আরও দু'জন । পরবর্তীতে স্থানীয়রা ছুটে এসে জেসিবি ডেকে উদ্ধার কাজ শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ । পুলিশ ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা রতন ও স্নেহাশিসকে মৃত বলে ঘোষণা করেন ।

চাঁদপাড়ায় গাছের ডাল ভেঙে পড়ে মৃত্য়ু হল ক্রেতা এবং বিক্রেতার

আরও পড়ুন : বনগাঁয় চলন্ত ট্রাকের উপর গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু চালকের

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই প্রতিবাদে বিডিও অফিসের সামনে রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ শুরু করেন স্থানীয়রা । অবরোধকারীরা জানান, প্রাচীন এই গাছগুলি বিপজ্জনকভাবে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে । একটু ঝড়-বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটছে । অনেকে মারাও গিয়েছেন । তাঁদের দাবি, এই সপ্তাহে গাছের ডাল ভেঙে চারজনের মৃত্যু হয়েছে । প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না ।"

বিক্ষোভকারীরা এদিন মৃত ব্যক্তিদের পরিবারের ক্ষতিপূরণের দাবি তোলেন এবং অবিলম্বে বিপজ্জনক গাছ কাটার দাবি করেন । বিক্ষোভের জেরে ব্যপক যানজটের সৃষ্টি হয় যশোর রোডে । প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে আসেন উত্তর 24 পরগনা জেলার জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ, গাইঘাটা পঞ্চায়েত সমিতি সভাপতি গোবিন্দ দাস, বিডিও এবং গাইঘাটা থানার ওসি । তাঁরা কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে । গোপাল শেঠ মৃত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ এবং গাছের ডাল কাটার জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা ।

গোপালবাবু বলেন, "অবরোধকারী আমিও । এই অবরোধে আমিও নৈতিক সমর্থন করছি । অবিলম্বে এর সমাধান হওয়া দরকার । মানুষের মৃত্যু নিয়ে খেলা করা চলবে না । আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি । আদালতকে মান্যতা দিয়ে যাতে বিপজ্জনক গাছের ডালগুলো কেটে ফেলা যায় । গাছ কাটার জন্য আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করব ।"

তিনি আরও বলেন, "মৃতদের আমরা ফিরিয়ে আনতে পারব না । কিন্তু মৃতদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় তার জন্য চেষ্টা করব । আমাদের তহবিল থেকে সাহায্য করব ।"

গাইঘাটা, 15 মে : লাল সুতোয় গেরোয় আটকে 35 নম্বর জাতীয় সড়কের শতাব্দীর প্রাচীন গাছ কাটার কাজ । গাছের বিপজ্জনক ডাল ভেঙে পড়ে প্রায়ই দুর্ঘটনার ঘটছে (Gaighata Accident Death) । রবিবার দুপুরে রাস্তার পাশের একটি মুরগির মাংসের দোকানের উপরে গাছের ডাল ভেঙে পড়ে বিপত্তি ঘটে । দোকানের মধ্যে চাপা পড়ে দোকান মালিক ও এক ক্রেতার মৃত্যু হয় । আহত হয়েছেন আরও দু'জন । রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়ায় । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রতন মণ্ডল (47) ও স্নেহাশিস বিশ্বাস (42) । রতন চাঁদপাড়ার ও স্নেহাশিস গোপরাজাপুরের বাসিন্দা । প্রতিবাদে গাইঘাটায় বিডিও অফিসের সামনে যশোর রোডে অবরোধ করেন স্থানীয়রা । গাছের ডাল কাটার দাবি তোলেন তাঁরা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত এদিন চাঁদপাড়ায় গাইঘাটা বিডিও অফিসের পাশে নিজের মাংসের দোকানে কাজ করছিলেন রতন । এদিন ছেলেকে নিয়ে মাংস কিনতে রতনের দোকানে এসেছিলেন স্নেহাশিস । দুপুর নাগাদ হঠাৎই দোকানের সামনের একটি শিরিশ গাছের একটি বড় ডাল ভেঙে পড়ে দোকানের উপর । ফলে ভেঙে গুড়িয়ে যায় দোকান ঘরটি । দোকান ঘরের নিচে চাপা পড়ে যান রতন ও ক্রেতা স্নেহাশিস বিশ্বাস । ডালের আঘাতে আহত হন আরও দু'জন । পরবর্তীতে স্থানীয়রা ছুটে এসে জেসিবি ডেকে উদ্ধার কাজ শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ । পুলিশ ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা রতন ও স্নেহাশিসকে মৃত বলে ঘোষণা করেন ।

চাঁদপাড়ায় গাছের ডাল ভেঙে পড়ে মৃত্য়ু হল ক্রেতা এবং বিক্রেতার

আরও পড়ুন : বনগাঁয় চলন্ত ট্রাকের উপর গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু চালকের

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই প্রতিবাদে বিডিও অফিসের সামনে রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ শুরু করেন স্থানীয়রা । অবরোধকারীরা জানান, প্রাচীন এই গাছগুলি বিপজ্জনকভাবে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে । একটু ঝড়-বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটছে । অনেকে মারাও গিয়েছেন । তাঁদের দাবি, এই সপ্তাহে গাছের ডাল ভেঙে চারজনের মৃত্যু হয়েছে । প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না ।"

বিক্ষোভকারীরা এদিন মৃত ব্যক্তিদের পরিবারের ক্ষতিপূরণের দাবি তোলেন এবং অবিলম্বে বিপজ্জনক গাছ কাটার দাবি করেন । বিক্ষোভের জেরে ব্যপক যানজটের সৃষ্টি হয় যশোর রোডে । প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে আসেন উত্তর 24 পরগনা জেলার জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ, গাইঘাটা পঞ্চায়েত সমিতি সভাপতি গোবিন্দ দাস, বিডিও এবং গাইঘাটা থানার ওসি । তাঁরা কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে । গোপাল শেঠ মৃত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ এবং গাছের ডাল কাটার জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা ।

গোপালবাবু বলেন, "অবরোধকারী আমিও । এই অবরোধে আমিও নৈতিক সমর্থন করছি । অবিলম্বে এর সমাধান হওয়া দরকার । মানুষের মৃত্যু নিয়ে খেলা করা চলবে না । আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি । আদালতকে মান্যতা দিয়ে যাতে বিপজ্জনক গাছের ডালগুলো কেটে ফেলা যায় । গাছ কাটার জন্য আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করব ।"

তিনি আরও বলেন, "মৃতদের আমরা ফিরিয়ে আনতে পারব না । কিন্তু মৃতদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় তার জন্য চেষ্টা করব । আমাদের তহবিল থেকে সাহায্য করব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.