ETV Bharat / state

লোনের নামে লক্ষাধিক টাকার প্রতারণা ! গ্রেফতার দুই মূল পাণ্ডা - Fraud Racket Busted

Fraud Racket Busted: জাল প্যান ও আধার কার্ড তৈরি করে লোনের নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ ৷ দুই মূল পাণ্ডাকে গ্রেফতার বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের ৷

Fraud Racket Busted
লোনের নামে লক্ষাধিক টাকার প্রতারণা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 7:24 PM IST

বিধাননগর, 14 ডিসেম্বর: জাল প্যান ও আধার কার্ড তৈরি করে বিভিন্ন সংস্থা থেকে লোন নেওয়ার অভিযোগ ৷ পুলিশের জালে দুই মূল পাণ্ডা । দমদম এলাকায় অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । জাল প্যান এবং আধার কার্ড তৈরি করে লোন প্রতারণা মামলায় অতনু হালদার-সহ একজনকে আগে গ্রেফতার করেছিল বিধাননগর সাইবার পুলিশ । অতনুকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ ধৃত এই দু'জনের নাম জানতে পারে । এরপর বিধাননগর সাইবার পুলিশের আধিকারিকরা দমদম অঞ্চলে অভিযান চালিয়ে ভাস্কর মণ্ডল ও সৌরভ গোস্বামীকে গ্রেফতার করে ।

জানা গিয়েছে, ধৃত দু'জনেই দমদম এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ৷ ধৃতদের কাছ থেকে চারটে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি কিপ্যাড মোবাইল, 17টি ডেবিট কার্ড, একটি ওয়াইফাই রাউটার, দুটি সিম পাউচ ও একটি আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, এ বছরের 19 জুলাই অর্ণব মণ্ডল নামে ফাইন্যান্স কোম্পানিতে চাকরিরত যুবক থানায় এসে লিখিত অভিযোগ করেন ৷ তিনি জানান, অতনু হালদার তাঁর কোম্পানিতে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে ব্যক্তিগত ডিজিটাল ফ্লেক্সি লোনের আবেদন করেছিল অনলাইনে । যেখানে 5 লক্ষ 14 হাজার 983 টাকার লোনের আবেদন করে ওই ব্যক্তি ৷ এই লোনের জন্য তিনি কিছু নথি সাবমিট করেছিল ৷ সেগুলি হল, একটি প্যান কার্ড এবং আধার কার্ড । যখন ভেরিফিকেশন করা হয় দেখা যায় পিতার নাম এবং জন্মতারিখ মিলে গিয়েছে ৷ বেতনের পরিমাণ মাসে মাসে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে ৷ 14 জুলাই 2023 তারিখে 5 লক্ষ 14 হাজার 983 টাকা অণবের কোম্পানির অ্যাকাউন্ট থেকে অতনুর অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় ।

18 জুলাই ওই কোম্পানি জানতে পারে, অতনু হালদার আরেকটি ফাইন্যান্স সেক্টর থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছে । এরপরেই তারা তার নথিগুলি পুনরায় যাচাই করে ৷ তখন জানা যায়, অতনু অন্যের নথিতে হেরফের করে জাল প্যান এবং আধার কার্ড জমা দিয়েছে এবং অন্য ব্যক্তির পরিচয় চুরি করে লোন নিয়েছে । এই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে এই দু'জনকে গ্রেফতার করা হয়েছে । আজ তাঁদের বিধাননগর আদালতে তোলা হয় । নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, এই দু'জন জাল প্যান ও আধার কার্ডের প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছে । জিজ্ঞাসাবাদে সেই বিষয়ে ও জানার চেষ্টা করা হবে ।

আরও পড়ুন:

  1. সেনাকর্মীর পরিচয় দিয়ে সল্টলেকে বৃদ্ধের সঙ্গে প্রতারণা, মধ্যপ্রদেশ থেকে ধৃত যুবক
  2. বন্ধন ব্যাংকে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার চক্রের মূল পান্ডা
  3. ডিজি মনোজ মালব্যের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণা ! ধৃত রাজস্থানের বাসিন্দা

বিধাননগর, 14 ডিসেম্বর: জাল প্যান ও আধার কার্ড তৈরি করে বিভিন্ন সংস্থা থেকে লোন নেওয়ার অভিযোগ ৷ পুলিশের জালে দুই মূল পাণ্ডা । দমদম এলাকায় অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । জাল প্যান এবং আধার কার্ড তৈরি করে লোন প্রতারণা মামলায় অতনু হালদার-সহ একজনকে আগে গ্রেফতার করেছিল বিধাননগর সাইবার পুলিশ । অতনুকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ ধৃত এই দু'জনের নাম জানতে পারে । এরপর বিধাননগর সাইবার পুলিশের আধিকারিকরা দমদম অঞ্চলে অভিযান চালিয়ে ভাস্কর মণ্ডল ও সৌরভ গোস্বামীকে গ্রেফতার করে ।

জানা গিয়েছে, ধৃত দু'জনেই দমদম এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ৷ ধৃতদের কাছ থেকে চারটে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি কিপ্যাড মোবাইল, 17টি ডেবিট কার্ড, একটি ওয়াইফাই রাউটার, দুটি সিম পাউচ ও একটি আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, এ বছরের 19 জুলাই অর্ণব মণ্ডল নামে ফাইন্যান্স কোম্পানিতে চাকরিরত যুবক থানায় এসে লিখিত অভিযোগ করেন ৷ তিনি জানান, অতনু হালদার তাঁর কোম্পানিতে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে ব্যক্তিগত ডিজিটাল ফ্লেক্সি লোনের আবেদন করেছিল অনলাইনে । যেখানে 5 লক্ষ 14 হাজার 983 টাকার লোনের আবেদন করে ওই ব্যক্তি ৷ এই লোনের জন্য তিনি কিছু নথি সাবমিট করেছিল ৷ সেগুলি হল, একটি প্যান কার্ড এবং আধার কার্ড । যখন ভেরিফিকেশন করা হয় দেখা যায় পিতার নাম এবং জন্মতারিখ মিলে গিয়েছে ৷ বেতনের পরিমাণ মাসে মাসে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে ৷ 14 জুলাই 2023 তারিখে 5 লক্ষ 14 হাজার 983 টাকা অণবের কোম্পানির অ্যাকাউন্ট থেকে অতনুর অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় ।

18 জুলাই ওই কোম্পানি জানতে পারে, অতনু হালদার আরেকটি ফাইন্যান্স সেক্টর থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছে । এরপরেই তারা তার নথিগুলি পুনরায় যাচাই করে ৷ তখন জানা যায়, অতনু অন্যের নথিতে হেরফের করে জাল প্যান এবং আধার কার্ড জমা দিয়েছে এবং অন্য ব্যক্তির পরিচয় চুরি করে লোন নিয়েছে । এই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে এই দু'জনকে গ্রেফতার করা হয়েছে । আজ তাঁদের বিধাননগর আদালতে তোলা হয় । নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, এই দু'জন জাল প্যান ও আধার কার্ডের প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছে । জিজ্ঞাসাবাদে সেই বিষয়ে ও জানার চেষ্টা করা হবে ।

আরও পড়ুন:

  1. সেনাকর্মীর পরিচয় দিয়ে সল্টলেকে বৃদ্ধের সঙ্গে প্রতারণা, মধ্যপ্রদেশ থেকে ধৃত যুবক
  2. বন্ধন ব্যাংকে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার চক্রের মূল পান্ডা
  3. ডিজি মনোজ মালব্যের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণা ! ধৃত রাজস্থানের বাসিন্দা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.