ETV Bharat / state

যশ বিধ্বস্ত সন্দেশখালিতে ত্রাণসামগ্রী দিল তৃণমূল যুব কংগ্রেস - তৃণমূল যুব কংগ্রেস

যশ এবং ভরা কোটালের জেরে প্লাবিত সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল । সুন্দরবন লাগোয়া বসিরহাটের অন্তত ছ’টি ব্লক জলে ভাসছে । ঘরবাড়ি, কৃষিজমি, মাছের ভেড়ি সমস্ত কিছু চলে গিয়েছে জলের তলায় । গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ । তাঁদের সাহায্যে ত্রাণ নিয়ে এগিয়ে এলেন তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা ৷

Trinamool Youth Congress delivers relief supplies to devastated Sandeshkhali in north 24 pargana
যশ বিধ্বস্ত সন্দেশখালিতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিল তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা
author img

By

Published : May 30, 2021, 6:33 PM IST

সন্দেশখালি (উত্তর 24 পরগনা), 30 মে : যশ বিধ্বস্ত সুন্দরবনের সন্দেশখালিতে ত্রাণসামগ্রী পৌঁছে দিল তৃণমূলের যুব সংগঠন । রবিবার দুর্গত মানুষের জন্য জল, শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে সন্দেশখালির ধামাখালিতে এসে পৌঁছায় তৃণমূলের যুব কংগ্রেসের এক প্রতিনিধিদল । এর পর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর উপস্থিতিতে সেই সমস্ত খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় স্থানীয় নেতৃত্বের হাতে । তারাই যশ বিধ্বস্ত সন্দেশখালি 1 ও 2 নম্বর ব্লকের দুর্গত মানুষের কাছে সেই ত্রাণসামগ্রী পৌঁছে দেবে । হাজির ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালি বিধানসভার তৃণমূলের আহ্বায়ক শেখ শাহজাহান, যুব তৃণমূলের রাজ্য নেতা সুরজিৎ মিত্র ৷

যশ এবং ভরা কোটালের জেরে প্লাবিত সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল । সুন্দরবন লাগোয়া বসিরহাটের অন্তত ছ’টি ব্লক জলে ভাসছে । ঘরবাড়ি, কৃষিজমি, মাছের ভেড়ি সমস্ত কিছু চলে গিয়েছে জলের তলায় । গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ । সবচেয়ে খারাপ অবস্থা সন্দেশখালি 1 ও 2নং ব্লক, হিঙ্গলগঞ্জ এবং মিনাখাঁ ব্লকের । রাস্তাঘাট, নদী-নালা চেনার উপায় নেই । ব্লকের বেশকিছু জায়গা পানীয় জলের সমস্যা দেখা গিয়েছে । উঠেছে ত্রাণ না মেলার অভিযোগও । যদিও, দুর্গতদের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়ার দাবি করেছে জেলা প্রশাসন । এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে যুব তৃণমূল । জল, শুকনো খাবার, ওষুধপত্র এবং মহিলাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এদিন যুব কর্মীরা পৌঁছে যান যশ বিধ্বস্ত সন্দেশখালির ধামাখালিতে ।

আরও পড়ুন : ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ দিলীপের, আত্মসমালোচনার পরামর্শ কুণালের

এই বিষয়ে উত্তর 24 পরগনার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী বলেন, ‘‘রাজ্য সরকার দুর্গত মানুষের পাশে সবরকম ভাবে দাঁড়ানোর চেষ্টা করছে । এখানকার স্থানীয় বিধায়ক এবং তৃণমূলের জনপ্রতিনিধিরাও সাধ্যমতো চেষ্টা করছেন বানভাসি মানুষের পাশে দাঁড়াতে । আমরাও এদিন দলগতভাবে কিছু খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিস তুলে দিলাম দুর্গত মানুষের সাহায্যে । মুখ্যমন্ত্রী নিজে হিঙ্গলগঞ্জে এসে ত্রাণের বিষয়টি নিয়ে তদারকি করেছেন । তিনি সবসময় অসহায় মানুষের পাশে রয়েছেন ৷’’

সন্দেশখালি (উত্তর 24 পরগনা), 30 মে : যশ বিধ্বস্ত সুন্দরবনের সন্দেশখালিতে ত্রাণসামগ্রী পৌঁছে দিল তৃণমূলের যুব সংগঠন । রবিবার দুর্গত মানুষের জন্য জল, শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে সন্দেশখালির ধামাখালিতে এসে পৌঁছায় তৃণমূলের যুব কংগ্রেসের এক প্রতিনিধিদল । এর পর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর উপস্থিতিতে সেই সমস্ত খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় স্থানীয় নেতৃত্বের হাতে । তারাই যশ বিধ্বস্ত সন্দেশখালি 1 ও 2 নম্বর ব্লকের দুর্গত মানুষের কাছে সেই ত্রাণসামগ্রী পৌঁছে দেবে । হাজির ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালি বিধানসভার তৃণমূলের আহ্বায়ক শেখ শাহজাহান, যুব তৃণমূলের রাজ্য নেতা সুরজিৎ মিত্র ৷

যশ এবং ভরা কোটালের জেরে প্লাবিত সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল । সুন্দরবন লাগোয়া বসিরহাটের অন্তত ছ’টি ব্লক জলে ভাসছে । ঘরবাড়ি, কৃষিজমি, মাছের ভেড়ি সমস্ত কিছু চলে গিয়েছে জলের তলায় । গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ । সবচেয়ে খারাপ অবস্থা সন্দেশখালি 1 ও 2নং ব্লক, হিঙ্গলগঞ্জ এবং মিনাখাঁ ব্লকের । রাস্তাঘাট, নদী-নালা চেনার উপায় নেই । ব্লকের বেশকিছু জায়গা পানীয় জলের সমস্যা দেখা গিয়েছে । উঠেছে ত্রাণ না মেলার অভিযোগও । যদিও, দুর্গতদের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়ার দাবি করেছে জেলা প্রশাসন । এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে যুব তৃণমূল । জল, শুকনো খাবার, ওষুধপত্র এবং মহিলাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এদিন যুব কর্মীরা পৌঁছে যান যশ বিধ্বস্ত সন্দেশখালির ধামাখালিতে ।

আরও পড়ুন : ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ দিলীপের, আত্মসমালোচনার পরামর্শ কুণালের

এই বিষয়ে উত্তর 24 পরগনার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী বলেন, ‘‘রাজ্য সরকার দুর্গত মানুষের পাশে সবরকম ভাবে দাঁড়ানোর চেষ্টা করছে । এখানকার স্থানীয় বিধায়ক এবং তৃণমূলের জনপ্রতিনিধিরাও সাধ্যমতো চেষ্টা করছেন বানভাসি মানুষের পাশে দাঁড়াতে । আমরাও এদিন দলগতভাবে কিছু খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিস তুলে দিলাম দুর্গত মানুষের সাহায্যে । মুখ্যমন্ত্রী নিজে হিঙ্গলগঞ্জে এসে ত্রাণের বিষয়টি নিয়ে তদারকি করেছেন । তিনি সবসময় অসহায় মানুষের পাশে রয়েছেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.