গোবরডাঙা, 4 অগস্ট : মিছিল থেকে সিপিআইএমের পথসভায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গো-ব্যাক স্লোগান দিতে দিতে মিছিল থেকে পথসভায় ঢুকে মাইক, চেয়ার ও টেবিল আছড়ে ভেঙে সিপিআইএম নেতা-কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ । মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গোবরডাঙা স্টেশন চত্বরে । যদিও সব অভিযোগ অস্বীকার করছে শাসকদল ।
মঙ্গলবার সন্ধ্যায় গোবরডাঙা স্টেশনে প্রয়াত সিপিআইএম নেতা সুভাষ চক্রবর্তীর স্মরণসভার মধ্যে দিয়ে পেট্রোলের মূল্য বৃদ্ধি-সহ সরকার বিরোধী একাধিক বিষয়ে প্রতিবাদ করতে পথসভার আয়োজন করে সিপিআইএমের ভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির গোবরডাঙা-1 নম্বর অঞ্চল কমিটি ।
সেই সময় ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে বিজেপির হামলার প্রতিবাদে তৃণমূল কর্মীরা একটি ধিক্কার মিছিল সেখান দিয়ে যাচ্ছিল । মিছিলটি গোবরডাঙা-7 নম্বর দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে খাটুরা বয়েজ স্কুল মোড়ে শেষ হওয়ার কথা ছিল ।
আরও পড়ুন : Primary TET : নিয়োগপত্রের দাবিতে জেলাশাসকের দফতরে 2014 প্রাথমিকের টেট উত্তীর্ণদের বিক্ষোভ
সিপিআইএম নেত্রী স্বপ্না ঘোষ বলেন, "মিছিল আমাদের পথসভার সামনে আসতেই তৃণমূল কর্মীরা মাইক কিছুক্ষণের জন্য বন্ধ করতে বলেন আমাদের । এরপর তাদের কথামতো মাইক বন্ধ করার পর মিছিল থেকে সিপিআইএম গো-ব্যাক স্লোগান দিতে দিতে কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক আমাদের উপর হামলা চালায় । একে একে চেয়ার, টেবিল আছড়ে ভেঙে দেয় । এমনকি আমাদের কর্মীদেরও মারধর করা হয় । এই ঘটনায় 5-6 জন নেতা-কর্মী আহত হন ।"
যদিও এই হামলার ঘটনা অস্বীকার করে তৃণমূল নেতা শংকর দত্ত বলেন, "ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার প্রতিবাদে আমরা ধিক্কার মিছিল করছিলাম । মিছিল যাওয়ার সময় সিপিআইএমের মাইক পাঁচ মিনিট বন্ধ রাখতে বলা হয় । কিন্তু তারা মাইক বন্ধ না করে আমাদের দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুৎসিত ভাষায় বক্তব্য রাখতে শুরু করেন । সেই নিয়ে তাদের সঙ্গে একটু বচসা হলেও কাউকেই মারধর করা হয়নি । এসব ওদের মিথ্যাচার, নাটক । এসব করে সিপিআইএম প্রচারের আলোয় আসতে চাইছে ।"
আরও পড়ুন : Nimta Transgender Murder : নিমতায় বৃহন্নলা খুনের ঘটনায় গ্রেফতার 2, পলাতক মূল অভিযুক্ত