ETV Bharat / state

উত্তর 24 পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বদল - তাপস রায়

জেলার নয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায় । সরিয়ে দেওয়া হল তপনকুমার সাহাকে ৷

Transfer of CMOH North 24 Parganas
মুখ্য স্বাস্থ্য আধিকারিক
author img

By

Published : Jul 10, 2020, 1:59 AM IST

বারাসত, 9 জুলাই : কনটেইনমেন্ট জ়োনগুলিতে লকডাউন শুরু হয়েছে আজ ৷ তারই মাঝে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল উত্তর 24 পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপনকুমার সাহাকে । তাঁকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অ্যাডিশনাল ডাইরেক্টর হেল্থ সার্ভিস (EPI) পদে বদলি করা হয়েছে । তপনকুমার সাহার জায়গায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে দায়িত্ব নিয়েছেন তাপস রায় । তাঁকে স্বাস্থ্য ভবন থেকে নয়া দায়িত্বে আনা হল ।

জেলায় অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে কোরোনা সংক্রমণ । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ভূমিকাতে সন্তুষ্ট ছিলেন না রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্তারা । সেই কারণেই তপনকুমার সাহাকে সরিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে। যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তর মতে, রুটিন বদলি ।

এই বিষয়ে তপনবাবু বলেন, "কী কারণে আমাকে বদলি করা হল জানি না ।"

রাজ্যে কোরোনা সংক্রমণের প্রথম থেকে কলকাতার পাশাপাশি আক্রান্তের সংখ্যা বেশি ছিল উত্তর 24 পরগনায় । রেড জ়োনের তকমা পেয়েছিল জেলা । মুখ্যমন্ত্রী উত্তর 24 পরগনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন । ভিডিয়ো কনফারেন্সে একাধিকবার সতর্ক করেছিলেন । এমনকী রেড জ়োন থেকে জেলাকে অরেঞ্জ জ়োনে নিয়ে আসার জন্য জেলাশাসককে 15 দিন সময় দিয়েছিলেন ৷ গ্রিন জ়োন করার টার্গেটও দিয়েছিলেন । গ্রিন জোন তো দুর অস্ত । এই জেলা অরেঞ্জ জ়োনেও উঠে আসতে পারেনি । মধ্যমগ্রাম, বারাসত, হাবরা, অশোকনগর, দেগঙ্গা, বসিরহাটে বেড়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ ব্যারাকপুর, বিধাননগরেও লাফিয়ে বেড়েছে আক্রান্ত । আনলক পর্বে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে ।

এই কারণেই জেলার একাধিক এলাকাকে কনটেইনমেন্ট জ়োন করে লকডাউনের পথে যেতে হয়েছে রাজ্য সরকারকে । সাধারণ মানুষকে সচেতন করার বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশাসনের বড় কর্তারা সন্তুষ্ট ছিল না বলে জানা যাচ্ছে ।

বারাসত, 9 জুলাই : কনটেইনমেন্ট জ়োনগুলিতে লকডাউন শুরু হয়েছে আজ ৷ তারই মাঝে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল উত্তর 24 পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপনকুমার সাহাকে । তাঁকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অ্যাডিশনাল ডাইরেক্টর হেল্থ সার্ভিস (EPI) পদে বদলি করা হয়েছে । তপনকুমার সাহার জায়গায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে দায়িত্ব নিয়েছেন তাপস রায় । তাঁকে স্বাস্থ্য ভবন থেকে নয়া দায়িত্বে আনা হল ।

জেলায় অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে কোরোনা সংক্রমণ । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ভূমিকাতে সন্তুষ্ট ছিলেন না রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্তারা । সেই কারণেই তপনকুমার সাহাকে সরিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে। যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তর মতে, রুটিন বদলি ।

এই বিষয়ে তপনবাবু বলেন, "কী কারণে আমাকে বদলি করা হল জানি না ।"

রাজ্যে কোরোনা সংক্রমণের প্রথম থেকে কলকাতার পাশাপাশি আক্রান্তের সংখ্যা বেশি ছিল উত্তর 24 পরগনায় । রেড জ়োনের তকমা পেয়েছিল জেলা । মুখ্যমন্ত্রী উত্তর 24 পরগনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন । ভিডিয়ো কনফারেন্সে একাধিকবার সতর্ক করেছিলেন । এমনকী রেড জ়োন থেকে জেলাকে অরেঞ্জ জ়োনে নিয়ে আসার জন্য জেলাশাসককে 15 দিন সময় দিয়েছিলেন ৷ গ্রিন জ়োন করার টার্গেটও দিয়েছিলেন । গ্রিন জোন তো দুর অস্ত । এই জেলা অরেঞ্জ জ়োনেও উঠে আসতে পারেনি । মধ্যমগ্রাম, বারাসত, হাবরা, অশোকনগর, দেগঙ্গা, বসিরহাটে বেড়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ ব্যারাকপুর, বিধাননগরেও লাফিয়ে বেড়েছে আক্রান্ত । আনলক পর্বে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে ।

এই কারণেই জেলার একাধিক এলাকাকে কনটেইনমেন্ট জ়োন করে লকডাউনের পথে যেতে হয়েছে রাজ্য সরকারকে । সাধারণ মানুষকে সচেতন করার বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশাসনের বড় কর্তারা সন্তুষ্ট ছিল না বলে জানা যাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.