ETV Bharat / state

শিয়ালদা মেইন শাখায় শুরু কাজ, বাতিল বহু ট্রেন - শিয়ালদা মেন শাখায় রেলের কাজ

শিয়ালদা মেইন শাখায় রেলের কাজের জেরে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল বহু ট্রেন ৷ ইছাপুর থেকে নৈহাটি পর্যন্ত অটোমেটিক সিগনালিং সিস্টেম এবং নৈহাটি থেকে কাঁকিনাড়া পর্যন্ত চার নম্বর লাইন সংযুক্ত করার কাজ শুরু হয়েছে ৷ ফলে ট্রেন বাতিলে যাত্রীদের অসুবিধা হলেও উন্নততর রেল পরিষেবার স্বার্থে রেলের এই কাজের পক্ষে সায় দিয়েছেন সকলেই ৷

Sealdah main route
শিয়ালদা মেইন শাখায় রেলের কাজ
author img

By

Published : Feb 9, 2020, 3:03 PM IST

Updated : Feb 9, 2020, 5:06 PM IST

শিয়ালদা, 9 ফেব্রুয়ারি : শিয়ালদা মেইন শাখার পরিষেবা আরও উন্নত করতে উদ্যোগী রেল ৷ তাই শুরু হয়েছে ইছাপুর-নৈহাটি ও কাঁকিনাড়া-নৈহাটির কাজ ৷ আজ থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৷

Sealdah main route
কাঁকিনাড়া স্টেশনের 4 নম্বর লাইন ও প্ল্যাটফর্মের কাজ চলছে

ইছাপুর থেকে নৈহাটি পর্যন্ত অটোমেটিক সিগনালিং সিস্টেম এবং নৈহাটি থেকে কাঁকিনাড়া পর্যন্ত চার নম্বর লাইন সংযুক্ত করার কাজ শুরু হয়েছে ৷ এই কারণে কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷ এছাড়াও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও বাতিল ঘোষিত ৷

শিয়ালদা মেইন শাখায় চলছে রেলের কাজ

এতদিন কাঁকিনাড়া স্টেশনে তিনটি লাইন ছিল ৷ এক নম্বর লাইন দিয়ে আপ ট্রেন, দুই নম্বর লাইন দিয়ে ডাউন ট্রেন ও তিন নম্বর লাইনটি কমোন লাইন ছিল ৷ বিগত দু'বছর ধরে কাঁকিনাড়া স্টেশনের 4 নম্বর লাইন ও প্ল্যাটফর্মের কাজ চলছে ৷ বর্তমানে যার প্রায় 90 শতাংশ কাজ সম্পন্ন ৷ আগামী কয়েকদিনের মধ্যেই কাজ দেখতে আসবেন রেলের আধিকারিকরা ৷ তারপরেই এই চার নম্বর লাইন চালুতে সিলমোহর পড়ে যাবে ৷ এরপর থেকে ব্যান্ডেল লোকাল কাঁকিনাড়ার এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার পরিকল্পনা আছে বলে রেল সূত্রে জানা গেছে ৷ এই পরিষেবা চালু হলে যাত্রীদের সুবিধা হবে । কারণ, 4 নম্বর লাইন দিয়ে ট্রেন চালানো হলে ট্রেনের গতি কিছুটা বাড়বে এবং সময়মতো ট্রেন চললে যাত্রীদেরও অনেক সমস্যা মিটে যাবে।

শিয়ালদা, 9 ফেব্রুয়ারি : শিয়ালদা মেইন শাখার পরিষেবা আরও উন্নত করতে উদ্যোগী রেল ৷ তাই শুরু হয়েছে ইছাপুর-নৈহাটি ও কাঁকিনাড়া-নৈহাটির কাজ ৷ আজ থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৷

Sealdah main route
কাঁকিনাড়া স্টেশনের 4 নম্বর লাইন ও প্ল্যাটফর্মের কাজ চলছে

ইছাপুর থেকে নৈহাটি পর্যন্ত অটোমেটিক সিগনালিং সিস্টেম এবং নৈহাটি থেকে কাঁকিনাড়া পর্যন্ত চার নম্বর লাইন সংযুক্ত করার কাজ শুরু হয়েছে ৷ এই কারণে কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷ এছাড়াও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও বাতিল ঘোষিত ৷

শিয়ালদা মেইন শাখায় চলছে রেলের কাজ

এতদিন কাঁকিনাড়া স্টেশনে তিনটি লাইন ছিল ৷ এক নম্বর লাইন দিয়ে আপ ট্রেন, দুই নম্বর লাইন দিয়ে ডাউন ট্রেন ও তিন নম্বর লাইনটি কমোন লাইন ছিল ৷ বিগত দু'বছর ধরে কাঁকিনাড়া স্টেশনের 4 নম্বর লাইন ও প্ল্যাটফর্মের কাজ চলছে ৷ বর্তমানে যার প্রায় 90 শতাংশ কাজ সম্পন্ন ৷ আগামী কয়েকদিনের মধ্যেই কাজ দেখতে আসবেন রেলের আধিকারিকরা ৷ তারপরেই এই চার নম্বর লাইন চালুতে সিলমোহর পড়ে যাবে ৷ এরপর থেকে ব্যান্ডেল লোকাল কাঁকিনাড়ার এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার পরিকল্পনা আছে বলে রেল সূত্রে জানা গেছে ৷ এই পরিষেবা চালু হলে যাত্রীদের সুবিধা হবে । কারণ, 4 নম্বর লাইন দিয়ে ট্রেন চালানো হলে ট্রেনের গতি কিছুটা বাড়বে এবং সময়মতো ট্রেন চললে যাত্রীদেরও অনেক সমস্যা মিটে যাবে।

Intro:রেল পরিষেবা আরো উন্নততর করতে ইছাপুর থেকে নৈহাটি পর্যন্ত অটোমেটিক সিগন্যাল সিস্টেম এর কাজ এর পাশাপাশি কাকিনাড়া থেকে নৈহাটি পর্যন্ত চতুর্থ রেল লাইন এর কাজ শুরু করেছে রেল দপ্তরBody:ইছাপুর থেকে নৈহাটি পর্যন্ত অটোমেটিক সিগন্যালিং সিস্টেম ও নৈহাটি থেকে কাঁকিনাড়া পর্যন্ত চার নম্বর লাইন সংযুক্ত করার কাজ শুরু করেছে রেল দপ্তর। এই কাজ আজ থেকে শুরু করে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সে কারণেই এই ক'দিন বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। ফলে এই কদিন ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের একটু অসুবিধা হলেও আরও উন্নততর রেল পরিষেবার স্বার্থে রেলের এই কাজের পক্ষেই সায় দিয়েছেন সকলেই।

এতদিন কাঁকিনাড়া রেলওয়ে স্টেশনে তিনটি লাইন ছিল। এক নম্বর লাইন দিয়ে আপ ট্রেন, 2 নম্বর লাইন দিয়ে ডাউন ট্রেন এবং তিন নম্বর লাইনটি কমোন লাইন ছিল। কিন্তু বিগত দুই বছর ধরে কাঁকিনাড়া স্টেশনের 4 নম্বর লাইন এবং চার নম্বর প্ল্যাটফর্মের কাজ চলার পর বর্তমানে প্রায় 90% কাজ সম্পন্ন হয়ে গিয়েছে।আগামী কিছু দিনের মধ্যেই এই সম্পূর্ণ হওয়া কাজ ইন্সপেকশন করতে আসবেন রেলের উচ্চতর আধিকারিকরা।তারপরেই এই চার নম্বর লাইন চালু হওয়ার চূড়ান্ত সীলমোহর পড়ে যাবে। আর তারপরেই নৈহাটি থেকে যে ব্যান্ডেল লোকাল চলাচল করে তার পরিবর্তে কাঁকিনাড়া এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যান্ডেল লোকাল ছাড়ার পরিকল্পনা আছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। আর এই পরিষেবা চালু হলে ট্রেনযাত্রীদের অত্যন্ত সুবিধা হবে। কারণ 4 নম্বর লাইন দিয়ে ট্রেন চালানো হলে ট্রেনের গতি কিছুটা বাড়বে এবং সময়মতো ট্রেন চললে যাত্রীদের অনেকটাই অসুবিধা হবে।Conclusion:
Last Updated : Feb 9, 2020, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.