ETV Bharat / state

12 দিন ধরে নিখোঁজ, মেয়েকে ফিরে পেতে পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার - district police superintendent

12 দিন ধরে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার ৷ আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার ৷

নিখোঁজ কিশোরী নবনীতা রায়
author img

By

Published : Aug 1, 2019, 1:14 PM IST

বারাসত, 1 অগাস্ট : 12 দিন ধরে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার ৷ বারাসতের ন'পাড়ার ঠাকুরনগরপল্লির ঘটনা ৷

ঠাকুরনগরপল্লির বাসিন্দা বছর ষোলোর নবনীতা রায় গত 20 জুলাই বিকেলে ময়না চেকপোস্ট এলাকায় প্রাইভেট টিউশনে যায় ৷ তারপর থেকেই আর কোনও খোঁজ নেই তার ৷ বারাসত থানায় কিশোরীর পরিবার অভিযোগ দায়ের করলেও কোনও কাজ হয়নি ৷ কেটে গেছে 12 দিন ৷ এখনও ওই কিশোরীর কোনও হদিশ পায়নি পরিবার ৷ তাই বাধ্য হয়ে জেলা পুলিশ সুপার সি সুধাকরের দ্বারস্থ হয়েছে তারা ৷ নবনীতার বাবা, শরবিন্দু রায় বলেন, "20 জুলাই ময়না চেকপোস্ট এলাকায় নবনীতা পড়তে গেছিল ৷ কিন্তু রাত হয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় বারাসত থানায় মিসিং ডায়েরি করি ৷ বারবার পুলিশের কাছে গেলেও কোনও সদর্থক পদক্ষেপ করেনি ৷" শরবিন্দুবাবুর অভিযোগ, তাঁর মেয়েকে অপহরণের সঙ্গে জড়িত স্থানীয় যুবক পলটু ও তার পরিবার ৷ তাঁর কথায়, নবনীতা নিখোঁজ হওয়ার পরদিন থেকেই পলটুরা উধাও । তাই, সন্দেহ বাড়ছে ।

আরও পড়ুন : মধ্যমগ্রামে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মার, খুনের চেষ্টা BJP কর্মীকে ; অভিযুক্ত তৃণমূল

বারাসত পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হয়েই নবনীতার বাবা শরবিন্দু রায় জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার সি সুধাকর বলেন, "এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷ কিশোরীর খোঁজ পেতে সবরকমের চেষ্টা চালানো হচ্ছে ৷"

বারাসত, 1 অগাস্ট : 12 দিন ধরে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার ৷ বারাসতের ন'পাড়ার ঠাকুরনগরপল্লির ঘটনা ৷

ঠাকুরনগরপল্লির বাসিন্দা বছর ষোলোর নবনীতা রায় গত 20 জুলাই বিকেলে ময়না চেকপোস্ট এলাকায় প্রাইভেট টিউশনে যায় ৷ তারপর থেকেই আর কোনও খোঁজ নেই তার ৷ বারাসত থানায় কিশোরীর পরিবার অভিযোগ দায়ের করলেও কোনও কাজ হয়নি ৷ কেটে গেছে 12 দিন ৷ এখনও ওই কিশোরীর কোনও হদিশ পায়নি পরিবার ৷ তাই বাধ্য হয়ে জেলা পুলিশ সুপার সি সুধাকরের দ্বারস্থ হয়েছে তারা ৷ নবনীতার বাবা, শরবিন্দু রায় বলেন, "20 জুলাই ময়না চেকপোস্ট এলাকায় নবনীতা পড়তে গেছিল ৷ কিন্তু রাত হয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় বারাসত থানায় মিসিং ডায়েরি করি ৷ বারবার পুলিশের কাছে গেলেও কোনও সদর্থক পদক্ষেপ করেনি ৷" শরবিন্দুবাবুর অভিযোগ, তাঁর মেয়েকে অপহরণের সঙ্গে জড়িত স্থানীয় যুবক পলটু ও তার পরিবার ৷ তাঁর কথায়, নবনীতা নিখোঁজ হওয়ার পরদিন থেকেই পলটুরা উধাও । তাই, সন্দেহ বাড়ছে ।

আরও পড়ুন : মধ্যমগ্রামে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মার, খুনের চেষ্টা BJP কর্মীকে ; অভিযুক্ত তৃণমূল

বারাসত পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হয়েই নবনীতার বাবা শরবিন্দু রায় জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার সি সুধাকর বলেন, "এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷ কিশোরীর খোঁজ পেতে সবরকমের চেষ্টা চালানো হচ্ছে ৷"

Intro:টিউশনি পড়তে যাওয়ার পর থেকেই কোন‌ও খোঁজ নেই কিশোরী মেয়ের। কেটে গিয়েছে ১১ দিন। দুশ্চিন্তায় দিন কাটছে অসহায় বাবার।Body:রাজু বিশ্বাস,বারাসত:-১১ দিন ধরে খোঁজ নেই কিশোরী মেয়ের।বারাসত থানায় মিসিং ডায়রি হলেও এব‍্যাপারে পুলিশ তেমন উদ্যোগী হচ্ছে না।তাই, নিরুপায় হয়ে আজ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন অসহায় বাবা। পুলিশ সুপার বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।জানা গেছে,বারাসত নপাড়ার ঠাকুর নগর পল্লীর বাসিন্দা নবনীতা রায়।বয়স মাত্র ১৬ বছর ৪ মাস।সে নবপল্লী সত‍্যভারতী বানীনিকেতন গার্লস স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রী।২০ জুলাই নবনীতা বাড়ি থেকে টিউশনি পড়ার উদ্দেশ্যে বেরিয়েছিল।তারপর থেকে আর কোন‌ও খোঁজ নেই তাঁর। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও মেয়ের কোন‌ও খোঁজ না পেয়ে শেষে বারাসত থানায় মিসিং ডায়রি করেন সরোবিন্দু রায়। তিনি বলেন,"২০ জুলাই বিকালে বাড়ি থেকে বেরিয়ে নবনীতা ময়না চেকপোস্ট এলাকায় টিউশনি পড়তে গিয়েছিল।রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি।মেয়েকে কোথাও না পেয়ে ওইদিন গভীর রাতে বারাসত থানায় যায় মিসিং ডায়রি করতে"।তারপর, পুলিশের কাছে বারবার ছুটে গেলেও এবিষয়ে তাঁদের তেমন হেলদোল চোখে পড়েনি বলে অভিযোগ সরোবিন্দু বাবুর। তিনি আরও বলেন,"নিখোঁজ হওয়ার পর‌ই আমার মোবাইলে ফোন করে বলা হয়,মেয়ের খোঁজার দরকার নেই।সে ভালো আছে। সেই ফোন নম্বর বারাসত থানার পুলিশের হাতে তুলে দিলেও তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায়নি। আমাদের সন্দেহ, মেয়েকে অপহরন করা হয়েছে।আর এর সঙ্গে পল্টু ও তাঁর পরিবার জড়িত।ঘটনার পর থেকেই পরিবার নিয়ে পাড়া থেকে উধাও সে।আর তাতে সন্দেহ আরও জোরালো হয়েছে"। এদিকে,বারাসত থানার পুলিশের ভূমিকায় সন্তুষ্ট না হয়ে আজ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন ওই কিশোরীর অসহায় বাবা। পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানিয়ে মেয়েকে খুঁজে দিতে কাতর আর্জিও জানানো হয়েছে। এবিষয়ে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার সি সুধাকরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,"এবিষয়ে যা ব্যবস্থা নেওয়ার তা আমরা নিচ্ছি। মেয়েটির খোঁজ পেতে সবরকমের চেষ্টা চলছে"।Conclusion:বারাসত থানার পুলিশের ওপর ভরসা না পেয়ে শেষে কিশোর মেয়ের খোঁজ পেতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন অসহায় বাবা। পুলিশ সুপার এব‍্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.