সন্দেশখালি, 27 জুন : ঘুমন্ত অবস্থায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন করে চম্পট দিল দুষ্কৃতীরা । মৃত তৃণমূল-কর্মীর নাম প্রদীপ নায়েক (45) । ঘটনার জেরে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার সন্দেশখালির জ্যোতিষপুর গ্রামে (TMC Worker Murdered in Sandeshkhali)। খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । ঘটনার 24 ঘণ্টা পরেও দুষ্কৃতীদের চিহ্নিত কিংবা গ্রেফতার কোনওটাই করতে পারেনি পুলিশ ৷
জানা গিয়েছে, একসময় তৃণমূলের দাউদপুর পঞ্চায়েতের জ্যোতিষপুর গ্রামের বুথ কমিটির সভাপতি পদে ছিলেন প্রদীপ নায়েক । বর্তমানে এনআরজিএস অর্থাৎ একশো দিনের কাজের প্রকল্পের সুপারভাইজারের দায়িত্ব ছিল তাঁর কাঁধে । গরমের গুমোট ভাবের জন্য শনিবার রাতে ঘরের জানলা খোলা রেখে ঘুমোচ্ছিলেন ওই তৃণমূলকর্মী । রবিবার ভোরের দিকে খোলা জানালা দিয়ে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে আততায়ীরা । তার মধ্যে একটি গুলি লাগে তাঁর কানে, অন্যটি চোয়ালে । গুলির আওয়াজে পেয়ে ঘুম ভেঙে যায় পরিবারের বাকি লোকেদের । তারা ছুটে আসার আগেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । এরপর গুলিবিদ্ধ প্রদীপকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান । ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । খবর পেয়ে সন্দেশখালি থানার পুলিশ এদিন সকালে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে ।
আরও পড়ুন : 'পুলিশ চাইছে না ওরা ধরা পড়ুক কারণ ওরা সবাই তৃণমূল', কর্মী খুন নিয়ে প্রতিক্রিয়া প্রিয়াঙ্কার
এদিকে মৃতের পরিবারের সঙ্গে কথা বলে খুনের রহস্যের কিনারা করার চেষ্টা চালাচ্ছে সন্দেশখালি থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, পুরনো কোনও শত্রুতার জেরে ওই তৃণমূলকর্মীকে খুন করা হতে পারে । তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । রবিবার বিকেলে সন্দেশখালি থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃতের পরিবারের তরফে । সেই অভিযোগ পেতেই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।