ETV Bharat / state

Titagarh Shootout: টিটাগড়ে শুটআউট, নিহত তৃণমূল কর্মী - TMC Worker

শুক্রবার ভরদুপুরে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের টিটাগড় এলাকায় শুটআউট হয় ৷ নিহত হন আনোয়ার আলি নামে এক তৃণমূল কর্মী ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Titagarh Shootout
Titagarh Shootout
author img

By

Published : Apr 28, 2023, 6:13 PM IST

Updated : Apr 28, 2023, 6:51 PM IST

টিটাগড়ে শুটআউট, নিহত তৃণমূল কর্মী

ব্যারাকপুর (উত্তর 24 পরগনা), 28 এপ্রিল: টিটাগড়ে শুটআউট । শুক্রবার ভরদুপুরে উত্তর 24 পরগনার ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগড় জিসি রোড নয়াবস্তি এলাকায় গুলি করে খুন করা হয় তৃণমূল কর্মী আনোয়ার আলিকে ৷ মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে বাড়ি যাওয়ার পথেই গুলিবিদ্ধ হন আনোয়ার আলি । তাঁকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে কানের পাশে গুলি করে দুস্কৃতীরা । গুলি করার পর বাইকে চেপে চম্পট দেয় দুস্কৃতীরা । আনোয়ার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নওসাদ আলমের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে ।

গুলিবিদ্ধ অবস্থায় বছর 50 এর ওই ব্যক্তিকে প্রথমে ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু অ্যাম্বুল্যান্সে কিছু দূর যাওয়ার পর রাস্তায় তাঁর মৃত্যু হয় । তাঁকে আবার ফিরিয়ে আনা হয় বি এন বসু মহকুমা হাসপাতালে । কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস জানান, বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তাঁর মৃত্যু হয়েছে । তবে কী কারণে গুলি, তা জানা যায়নি । তিনি তৃণমূলের কর্মী ছিলেন । মৃত আনোয়ারের ছেলে প্রিন্স ঘটনাস্থলে ছিলেন ৷ তিনি প্রত্যক্ষদর্শী । তিনিই পুলিশকে খবর দেন ।

অভিযোগ, মৃত আনেয়ার আলির সাইবার ক্যাফের ব্যবসা ছিল ৷ আরও কয়েকটি ব্যবসার সঙ্গে তিনি যুক্ত ছিলেন ৷ তাছাড়া অবৈধ টাকার লেনদেন করতেন ৷ পুলিশের প্রাথমিক অনুমান, টাকাপয়সা সুদে খাটানোর জেরেই খুন হতে হয়েছে আনোয়ার আলিকে ।

পুলিশের প্রাথমিক তদন্তে সানি নামে এক ব্যাক্তির নাম উঠে আসছে । এই সানিকে আনোয়ার আলি বেশ কিছু টাকা ধার দিয়েছিলেন । এরপর যখন আনোয়ার সেই টাকা ফেরত চান, টাকা দিতে অস্বীকার করেন সানি । এই থেকেই তাঁদের মধ্যে গন্ডগোল শুরু ৷ যাতে সেই টাকা ফেরত না দিতে হয়, তার কারণেই গুলি চালিয়ে খুনের ঘটনা, এমনটাই প্রাথমিক তদন্তে উঠে আসছে । যদিও সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখছে টিটাগড় থানার পুলিশ ।

আরও পড়ুন: দু'দফায় পঞ্চাশ লক্ষেরও বেশি মূল্যের সোনার বিস্কুট উদ্ধার বাংলাদেশ সীমান্তে

টিটাগড়ে শুটআউট, নিহত তৃণমূল কর্মী

ব্যারাকপুর (উত্তর 24 পরগনা), 28 এপ্রিল: টিটাগড়ে শুটআউট । শুক্রবার ভরদুপুরে উত্তর 24 পরগনার ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগড় জিসি রোড নয়াবস্তি এলাকায় গুলি করে খুন করা হয় তৃণমূল কর্মী আনোয়ার আলিকে ৷ মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে বাড়ি যাওয়ার পথেই গুলিবিদ্ধ হন আনোয়ার আলি । তাঁকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে কানের পাশে গুলি করে দুস্কৃতীরা । গুলি করার পর বাইকে চেপে চম্পট দেয় দুস্কৃতীরা । আনোয়ার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নওসাদ আলমের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে ।

গুলিবিদ্ধ অবস্থায় বছর 50 এর ওই ব্যক্তিকে প্রথমে ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু অ্যাম্বুল্যান্সে কিছু দূর যাওয়ার পর রাস্তায় তাঁর মৃত্যু হয় । তাঁকে আবার ফিরিয়ে আনা হয় বি এন বসু মহকুমা হাসপাতালে । কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস জানান, বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তাঁর মৃত্যু হয়েছে । তবে কী কারণে গুলি, তা জানা যায়নি । তিনি তৃণমূলের কর্মী ছিলেন । মৃত আনোয়ারের ছেলে প্রিন্স ঘটনাস্থলে ছিলেন ৷ তিনি প্রত্যক্ষদর্শী । তিনিই পুলিশকে খবর দেন ।

অভিযোগ, মৃত আনেয়ার আলির সাইবার ক্যাফের ব্যবসা ছিল ৷ আরও কয়েকটি ব্যবসার সঙ্গে তিনি যুক্ত ছিলেন ৷ তাছাড়া অবৈধ টাকার লেনদেন করতেন ৷ পুলিশের প্রাথমিক অনুমান, টাকাপয়সা সুদে খাটানোর জেরেই খুন হতে হয়েছে আনোয়ার আলিকে ।

পুলিশের প্রাথমিক তদন্তে সানি নামে এক ব্যাক্তির নাম উঠে আসছে । এই সানিকে আনোয়ার আলি বেশ কিছু টাকা ধার দিয়েছিলেন । এরপর যখন আনোয়ার সেই টাকা ফেরত চান, টাকা দিতে অস্বীকার করেন সানি । এই থেকেই তাঁদের মধ্যে গন্ডগোল শুরু ৷ যাতে সেই টাকা ফেরত না দিতে হয়, তার কারণেই গুলি চালিয়ে খুনের ঘটনা, এমনটাই প্রাথমিক তদন্তে উঠে আসছে । যদিও সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখছে টিটাগড় থানার পুলিশ ।

আরও পড়ুন: দু'দফায় পঞ্চাশ লক্ষেরও বেশি মূল্যের সোনার বিস্কুট উদ্ধার বাংলাদেশ সীমান্তে

Last Updated : Apr 28, 2023, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.