ETV Bharat / state

TMC worker attacked : শাসকদলের কর্মীকে লক্ষ্য করে গুলি, ভাটপাড়ায় তৃণমূল-বিজেপি চাপানউতোর - TMC worker attacked

আক্রান্ত তৃণমূল কর্মী অসীম রায় নিজেকে তৃণমূলের কনভেনার হিসেবে দাবি করে অভিযোগ ছুড়ে দিয়েছেন বিজেপির দিকে (TMC worker allegedly attacked by bjp goons in bhatpara)।

TMC worker attacked
তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, ভাটপাড়ায় তৃণমূল-বিজেপি চাপানউতোর
author img

By

Published : Jan 19, 2022, 9:16 PM IST

বারাকপুর, 19 জানুয়ারি : ফের শিরোনামে উত্তর 24 পরগনার ভাটপাড়া ৷ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড়ে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি ৷ ওই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ না হলেও এলাকায় তৃণমূল-বিজেপি চাপানউতোর তুঙ্গে ৷ আক্রান্ত তৃণমূল কর্মী অসীম রায় নিজেকে তৃণমূলের কনভেনার হিসেবে দাবি করে অভিযোগ ছুড়ে দিয়েছেন বিজেপির দিকে (TMC worker allegedly attacked by bjp goons in Bhatpara)।

অভিযোগ, বুধবার সকালে প্রতিদিনের মতো দলীয় কার্যালয়ে যাওয়ার পথে দু'টি সাইকেলে চেপে তিনজন দুষ্কৃতী এসে অসীমকে ওয়ান-শটার নিয়ে আক্রমণ করে ৷ তাদের সেই আক্রমণ প্রতিহত করে অসীম রায় পালাতে গেলে রাস্তায় পড়ে যান ৷ তখন পিস্তলের বাট দিয়ে ওই তৃণমূল কর্মীকে আঘাত করে দুষ্কৃতীরা ৷ ভাটপাড়ার পুরসভার মুখ্য প্রশাসক গোপাল রাউত জানান, অসীম রায় একজন তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত। পুলিশ দু'দিনের মধ্যে ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করলেই আসল উদ্দেশ্য জানা যাবে।

আরও পড়ুন : TMC leader attacked : ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং পাল্টা বলেন, "তৃণমূল বলছে কোথাও নাকি বিজেপি নেই। তাহলে এখানে বিজেপি এল কোথা থেকে? বারাকপুরে তৃণমূলের 9টি দল আছে। কার সঙ্গে কখন কী নিয়ে গন্ডগোল হয় তা বলা যায় না ৷ ভাটপাড়া-জগদ্দল-কাঁকিনাড়া অঞ্চলে কেউ সাইকেলে এসে গুলি করে আবার পালিয়ে চলে যায়। সেটা আমি কখনও শুনিনি। গুলি করতে গিয়ে গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এটাও আমার অজানা।"

বারাকপুর, 19 জানুয়ারি : ফের শিরোনামে উত্তর 24 পরগনার ভাটপাড়া ৷ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড়ে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি ৷ ওই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ না হলেও এলাকায় তৃণমূল-বিজেপি চাপানউতোর তুঙ্গে ৷ আক্রান্ত তৃণমূল কর্মী অসীম রায় নিজেকে তৃণমূলের কনভেনার হিসেবে দাবি করে অভিযোগ ছুড়ে দিয়েছেন বিজেপির দিকে (TMC worker allegedly attacked by bjp goons in Bhatpara)।

অভিযোগ, বুধবার সকালে প্রতিদিনের মতো দলীয় কার্যালয়ে যাওয়ার পথে দু'টি সাইকেলে চেপে তিনজন দুষ্কৃতী এসে অসীমকে ওয়ান-শটার নিয়ে আক্রমণ করে ৷ তাদের সেই আক্রমণ প্রতিহত করে অসীম রায় পালাতে গেলে রাস্তায় পড়ে যান ৷ তখন পিস্তলের বাট দিয়ে ওই তৃণমূল কর্মীকে আঘাত করে দুষ্কৃতীরা ৷ ভাটপাড়ার পুরসভার মুখ্য প্রশাসক গোপাল রাউত জানান, অসীম রায় একজন তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত। পুলিশ দু'দিনের মধ্যে ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করলেই আসল উদ্দেশ্য জানা যাবে।

আরও পড়ুন : TMC leader attacked : ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং পাল্টা বলেন, "তৃণমূল বলছে কোথাও নাকি বিজেপি নেই। তাহলে এখানে বিজেপি এল কোথা থেকে? বারাকপুরে তৃণমূলের 9টি দল আছে। কার সঙ্গে কখন কী নিয়ে গন্ডগোল হয় তা বলা যায় না ৷ ভাটপাড়া-জগদ্দল-কাঁকিনাড়া অঞ্চলে কেউ সাইকেলে এসে গুলি করে আবার পালিয়ে চলে যায়। সেটা আমি কখনও শুনিনি। গুলি করতে গিয়ে গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এটাও আমার অজানা।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.