গোপালনগর, 23 নভেম্বর : জেলা সভাপতির উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যে করেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার । এই অভিযোগে বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভে সামিল হল তৃণমূল (Gopalnagar TMC Demonstration) ৷ সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গোপালনগর থানার পাল্লা এলাকায় ৷
পাল্লা বাজার থেকে মিছিল শুরু করে বাজার ঘুরে বিধায়কের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ কিন্তু বিধায়কের বাড়ির প্রায় 50 মিটার আগে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় গোপালনগর থানার পুলিশ । পুলিশি বাধা পেয়ে বিধায়কের বাড়ির 50 মিটার দূর থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ বিধায়কের বাড়ি লক্ষ করে ছোড়া হয় ঝাঁটা ও জুতো ৷
বিক্ষোভকারীদের বক্তব্য, সম্প্রতি ন'হাটা বাজারে একটি সভায় দাঁড়িয়ে স্বপন মজুমদার বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি আলোরানি সরকার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন ও হুমকি দেন । একজন মহিলার উদ্দেশ্যে বিধায়কের হুমকি ও কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ । ফের এমন মন্তব্য করলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা ৷
প্রসঙ্গত, 12 নভেম্বর বনগাঁ দক্ষিণ বিধানসভার ন'হাটা বাজারে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানি সরকারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, "বাংলাদেশ থেকে ওঁর (আলোরানি) স্বামী ওঁকে তাড়িয়ে দিয়েছেন । ভারতে আসার পরে যেখানে ছিলেন সেখানে লাথি খেয়ে বনগাঁ এসেছেন । এখানে এসে এলাকার মানুষের মধ্যে বিভিন্নভাবে সন্ত্রাস, খুন-খারাপি ও মারামারির বাতাবরণ ছড়ানোর চেষ্টা করছেন ৷ হাত-পা ভেঙে দেব বলছেন ।" আলোরানিকে হুমকির সুরে তিনি এদিন আরও বলেন, "আলোরানির এত শক্তি কোথা থেকে আসে । তোমাকে আমি সাবধান করে দিতে চাই । আমার একটা কার্যকর্তার গায়ে যদি আর একবার হাত পড়ে বা মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করো, তাহলে তোমার ওই শরীর আস্ত নিয়ে তুমি তোমার এলাকায় যেতে পারবে না ।"
ঘটনার নিন্দা করে বিধায়ক স্বপন মজুমদার বলেন, " এদিন মিছিল থেকে যে অঙ্গভঙ্গি করা হয়েছে তা পাল্লাবাসী কখনও মেনে নেবেন না । আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন তিনি জেতার আশায় কোটি কোটি টাকা খরচ করেছিলেন । ভোটে হেরে তাঁর মাথা খারাপ হয়ে গিয়েছে । তাই তিনি ভুল-ভাল কাজ করে বেড়াচ্ছেন । এলাকায় সন্ত্রাসের বাতাবরণ চালু করে রেখে দিয়েছেন । আমরা ভারতীয় জনতা পার্টি এই অশান্তি এবং সন্ত্রাসী কার্যকলাপ এই জেলায় চলতে দেব না ।"
যদিও এদিন বেশ কিছুসময় বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
আরও পড়ুন : Dilip Ghosh at Morning Walk: প্রাতঃভ্রমণে গিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে তরজায় জড়ালেন দিলীপ