ETV Bharat / state

Trinamool Congress: শাসকের একচেটিয়া ভোটের ট্রাডিশন বঙ্গে বদলানো অসম্ভব, বিস্ফোরক তৃণমূল বিধায়ক - উত্তর 24 পরগনা

যে যখন শাসকের ভূমিকায় থাকে, তার পক্ষেই একচেটিয়া ভোট হয় বঙ্গে । চাইলেও এই ট্রাডিশন পালটানো যায় না ৷ নির্বাচনে সন্ত্রাস নিয়ে ইটিভি ভারতে বিস্ফোরক তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী ।

Trinamool Congress
Trinamool Congress
author img

By

Published : Jun 17, 2023, 8:30 PM IST

শাসকের একচেটিয়া ভোটের ট্রাডিশন বঙ্গে বদলানো অসম্ভব, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

বারাসত, 17 জুন: 'যে যখন যেখানে শাসকের ভূমিকায় থাকে । সেখানেই একচেটিয়া ভোট হয়ে থাকে । বঙ্গে এই ট্র্যাডিশন চলে আসছে দীর্ঘদিন ধরে । আমি চাইলেও তা পালটাতে পারব না', ইটিভি ভারতে বিস্ফোরক উত্তর 24 পরগনার অশোকনগরের বিধায়ক তৃণমূলের নারায়ণ গোস্বামী ।

বিধায়কের এমন মন্তব্যে বিরোধীদের সন্ত্রাসের অভিযোগকেই পক্ষান্তরে মান‍্যতা দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । যদিও, ভোটে সব জায়গায় যে সন্ত্রাস হয়েছে, তা অবশ্য মানতে চাননি শাসক দলের এই বিধায়ক । তাঁর কথায়, "বাংলায় কিছু পকেট, ব্লক ও পঞ্চায়েতে হয়তো সন্ত্রাস হয়ে থাকতে পারে । এটা অস্বীকার করা যায় না । কিন্তু সেই সমস্ত এলাকাগুলি একেবারে দুর্গম । অর্থাৎ প্রাকৃতিক চরিত্রগত দিক থেকে সেগুলো অনেক পিছিয়ে । যার চারিত্রিক বৈশিষ্টও রয়েছে । সেখানেই কেবলমাত্র সন্ত্রাস, ভোটে রিগিং হয়ে থাকে ৷"

শনিবার উত্তর 24 পরগনার বারাসতে এক কর্মসূচিতে যোগ দিতে আসেন পঞ্চায়েত ভোটে তৃণমূলের জেলা পরিষদ আসনের প্রার্থী তথা শাসকদলের হেভিওয়েট নেতা নারায়ণ গোস্বামী । সেই কর্মসূচির ফাঁকে তিনি মুখোমুখি হন ইটিভি ভারতের । ভোটে সন্ত্রাসের অভিযোগ-সহ বিরোধী রাজনৈতিক দলের মনোনয়নে বাধা । সমস্ত প্রশ্নেরই এ দিন খোলামেলা উত্তর দেন বিধায়ক নারায়ণ গোস্বামী ।

তিনি বলেন, "কিছু জায়গায় ভোটে সন্ত্রাস হয়েছে ঠিকই । তবে তার সংখ্যা অতি নগণ্য । যে সমস্ত এলাকায় মানুষ সচেতন সেখানে কখনই ভোটে সন্ত্রাস কিংবা রিগিং হয় না । সন্ত্রাস সেখানেই হয়, যেখানে মানুষ অসচেতন ও সেই এলাকাটি দুর্গম ৷" ভোটে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর মনোনয়ন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি অশোকনগরের তৃণমূল বিধায়কের ।

আরও পড়ুন: ভোট শেষে দলীয় কর্মীদের শিক কাবাব খাওয়াব, বললেন মদন

এদিকে, বিরোধীদের মনোনয়ন পেশ করতে না দেওয়ার অভিযোগ উড়িয়ে তিনি বলেন, "বিডিও অফিসে আসতে গিয়ে রাস্তায় অথবা বাড়ির সামনে পিকেট করে কেউ যদি বাধাও দিয়ে থাকে, সেটা তো সিপিএম এবং বিজেপি উভয়ই জানে৷ তাঁরা তো আদালতে গিয়েছে ৷"

এরপরই বিধায়ক বিরোধীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, "ওঁরা তো আমাদেরকেও জানাতে পারতেন । বিশেষ করে ভোটের সময় আমি দলের প্রায় প্রতিটি সভাতেই বলে এসেছি । যদি বিরোধীরা চান তাহলে আমি আমার গাড়িতে ওদের প্রার্থীদের বিডিও অফিসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব । কিন্তু, বিরোধীদের কেউই আমার সঙ্গে যোগাযোগ করেননি । আসলে যেখানেই ওদের সংগঠন মুখ থুবড়ে পড়েছে, সেখানেই ওদের মনোনয়ন তুলতে সমস্যা হয়েছে । সেই দায়িত্ব তো আমরা নেব না ! ওদের প্রার্থী খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের নয় । তা সত্ত্বেও বলব তৃণমূলের থেকে দেড় গুণেরও বেশি মনোনয়ন জমা দিতে পেরেছে বিরোধীরা ৷’’

অন‍্যদিকে, বিরোধীরা কিছু আসনে লড়াইয়ে থাকলেও শেষ পর্যন্ত উত্তর 24 পরগনার জেলা পরিষদের 66টি আসনের সবকটিই তৃণমূলের দখলে যাবে বলে দাবি করেছেন শাসকদলের বিধায়ক ও জেলা পরিষদের 25 নম্বর আসনের প্রার্থী নারায়ণ গোস্বামী ।

আরও পড়ুন: মনোনয়ন দেওয়ার সময় জুলুমবাজি করলে দল থেকে বহিষ্কার করতে দু'বার ভাবব না, কড়াবার্তা অভিষেকের

শাসকের একচেটিয়া ভোটের ট্রাডিশন বঙ্গে বদলানো অসম্ভব, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

বারাসত, 17 জুন: 'যে যখন যেখানে শাসকের ভূমিকায় থাকে । সেখানেই একচেটিয়া ভোট হয়ে থাকে । বঙ্গে এই ট্র্যাডিশন চলে আসছে দীর্ঘদিন ধরে । আমি চাইলেও তা পালটাতে পারব না', ইটিভি ভারতে বিস্ফোরক উত্তর 24 পরগনার অশোকনগরের বিধায়ক তৃণমূলের নারায়ণ গোস্বামী ।

বিধায়কের এমন মন্তব্যে বিরোধীদের সন্ত্রাসের অভিযোগকেই পক্ষান্তরে মান‍্যতা দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । যদিও, ভোটে সব জায়গায় যে সন্ত্রাস হয়েছে, তা অবশ্য মানতে চাননি শাসক দলের এই বিধায়ক । তাঁর কথায়, "বাংলায় কিছু পকেট, ব্লক ও পঞ্চায়েতে হয়তো সন্ত্রাস হয়ে থাকতে পারে । এটা অস্বীকার করা যায় না । কিন্তু সেই সমস্ত এলাকাগুলি একেবারে দুর্গম । অর্থাৎ প্রাকৃতিক চরিত্রগত দিক থেকে সেগুলো অনেক পিছিয়ে । যার চারিত্রিক বৈশিষ্টও রয়েছে । সেখানেই কেবলমাত্র সন্ত্রাস, ভোটে রিগিং হয়ে থাকে ৷"

শনিবার উত্তর 24 পরগনার বারাসতে এক কর্মসূচিতে যোগ দিতে আসেন পঞ্চায়েত ভোটে তৃণমূলের জেলা পরিষদ আসনের প্রার্থী তথা শাসকদলের হেভিওয়েট নেতা নারায়ণ গোস্বামী । সেই কর্মসূচির ফাঁকে তিনি মুখোমুখি হন ইটিভি ভারতের । ভোটে সন্ত্রাসের অভিযোগ-সহ বিরোধী রাজনৈতিক দলের মনোনয়নে বাধা । সমস্ত প্রশ্নেরই এ দিন খোলামেলা উত্তর দেন বিধায়ক নারায়ণ গোস্বামী ।

তিনি বলেন, "কিছু জায়গায় ভোটে সন্ত্রাস হয়েছে ঠিকই । তবে তার সংখ্যা অতি নগণ্য । যে সমস্ত এলাকায় মানুষ সচেতন সেখানে কখনই ভোটে সন্ত্রাস কিংবা রিগিং হয় না । সন্ত্রাস সেখানেই হয়, যেখানে মানুষ অসচেতন ও সেই এলাকাটি দুর্গম ৷" ভোটে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর মনোনয়ন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি অশোকনগরের তৃণমূল বিধায়কের ।

আরও পড়ুন: ভোট শেষে দলীয় কর্মীদের শিক কাবাব খাওয়াব, বললেন মদন

এদিকে, বিরোধীদের মনোনয়ন পেশ করতে না দেওয়ার অভিযোগ উড়িয়ে তিনি বলেন, "বিডিও অফিসে আসতে গিয়ে রাস্তায় অথবা বাড়ির সামনে পিকেট করে কেউ যদি বাধাও দিয়ে থাকে, সেটা তো সিপিএম এবং বিজেপি উভয়ই জানে৷ তাঁরা তো আদালতে গিয়েছে ৷"

এরপরই বিধায়ক বিরোধীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, "ওঁরা তো আমাদেরকেও জানাতে পারতেন । বিশেষ করে ভোটের সময় আমি দলের প্রায় প্রতিটি সভাতেই বলে এসেছি । যদি বিরোধীরা চান তাহলে আমি আমার গাড়িতে ওদের প্রার্থীদের বিডিও অফিসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব । কিন্তু, বিরোধীদের কেউই আমার সঙ্গে যোগাযোগ করেননি । আসলে যেখানেই ওদের সংগঠন মুখ থুবড়ে পড়েছে, সেখানেই ওদের মনোনয়ন তুলতে সমস্যা হয়েছে । সেই দায়িত্ব তো আমরা নেব না ! ওদের প্রার্থী খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের নয় । তা সত্ত্বেও বলব তৃণমূলের থেকে দেড় গুণেরও বেশি মনোনয়ন জমা দিতে পেরেছে বিরোধীরা ৷’’

অন‍্যদিকে, বিরোধীরা কিছু আসনে লড়াইয়ে থাকলেও শেষ পর্যন্ত উত্তর 24 পরগনার জেলা পরিষদের 66টি আসনের সবকটিই তৃণমূলের দখলে যাবে বলে দাবি করেছেন শাসকদলের বিধায়ক ও জেলা পরিষদের 25 নম্বর আসনের প্রার্থী নারায়ণ গোস্বামী ।

আরও পড়ুন: মনোনয়ন দেওয়ার সময় জুলুমবাজি করলে দল থেকে বহিষ্কার করতে দু'বার ভাবব না, কড়াবার্তা অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.