হাবড়া, 27 ফেব্রুয়ারি: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় রান্নার গ্য়াসের সিলিন্ডার রেখে বিক্ষোভ দেখালেন তৃণমূলের মহিলা কর্মীরা ৷ ঘটনা ঘিরে অশান্তি ছড়ায় হাবড়া স্টেশন লাগোয়া যশোর রোডে ৷ অবরোধ তুলতে এসে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ ৷ পরে অবশ্য বিক্ষোভকারীদের হটিয়ে যানচলাচল স্বাভাবিক করে তারা ৷
আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে জর্জরিত সাধারণ মানুষ ৷ যেভাবে নিত্যদিন পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে, তাতে টান পড়েছে আমজনতার হেঁসেলে। সব থেকে বেশি সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা ৷ এই ইস্যুতে আমজনতার আবেগকে কাজে লাগাতে মরিয়া রাজ্যের শাসকদল ৷ তাই লাগাতার আন্দোলনের পথে হেঁটে কেন্দ্রের বিজেপি সরকারের উপর চাপ তৈরি করতে চাইছে তারা ৷
শুক্রবার দুপুরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর 24 পরগনার হাবড়া স্টেশনর কাছে যশোর রোড অবরোধ করেন তৃণমূলের মহিলা কর্মীরা ৷ রাস্তায় রান্নার গ্য়াসের সিলিন্ডার রেখে শুরু হয় বিক্ষোভ ৷ এর জেরে প্রায় আধঘণ্টা অবরুদ্ধ থাকে যশোর রোড ৷ তৈরি হয় ব্যাপক যানজট ৷
আরও পড়ুন: বিডিও-র বিরদ্ধে বিরোধী মদতের অভিযোগে রাস্তা অবরোধ তৃণমূল বিধায়কের
খবর পেয়ে হাবড়া থানার আইসি গৌতম মিত্রের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী ৷ অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে শুরু হয় বচসা ৷ বেশ কিছুক্ষণ ধরে তা চলার পর সিলিন্ডার সরিয়ে যশোর রোড অবরোধ মুক্ত করে পুলিশ। ধীরে ধীরে স্বাভাবিক হয় যানচলাচল ৷
তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী কাকলী ঘোষ বলেন, ‘‘যেভাবে প্রতিদিন কেন্দ্রের মোদি সরকার পেট্রল,ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে, তাতে আমজনতার উপর চাপ ক্রমশ বাড়ছে। সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই আমরা পথে নেমেছি ৷ আমরা চাই, কেন্দ্রীয় সরকার হয় পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণ করুক, আর না হয় ক্ষমতা থেকে সরে যাক৷’’