ETV Bharat / state

TMC Leader Shot: ভাটপাড়ায় বিজয়ার অনুষ্ঠানে ​গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

ভাটপাড়ায় বিজয়ার অনুষ্ঠানে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী ((TMC Leader Shot during bijoya sammilani) । স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2-3 জন বাইকে করে এসে তৃণমূল কর্মী গৌরব প্রসাদকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায় ।

TMC Leader Shot
ভাটপাড়ায় ​গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
author img

By

Published : Oct 19, 2022, 10:04 AM IST

Updated : Oct 19, 2022, 10:25 AM IST

ভাটপাড়া, 19 অক্টোবর: বিজয়ার অনুষ্ঠানে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার অন্তর্গত ভাটপাড়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙা এলাকায় (TMC Leader Shot during bijoya sammilani) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান চলছিল ৷ সেখানে 2-3 জন বাইকে করে এসে তৃণমূল কর্মী গৌরব প্রসাদকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায় । একটি গুলি তাঁর পেট ঘেষে বেড়িয়ে যায় । অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ওই কর্মী । সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় । কী কারণে গুলি তা এখনও জানা যায়নি । যারা গুলি চালিয়েছিল তাদের কাউকে চেনা যায়নি ।

ভাটপাড়ায় ​গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

আরও পড়ুন: ক্যানিংয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, আনা হল কলকাতায়

ভাটপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে । পুলিশের অনুমান, গৌরব জমিজমা ও টাকা লেনদেনের ব্যবসায় যুক্ত । এই ব্যবসা সংক্রান্ত ও ব্যক্তিগত কারণে গুলি চালানোর ঘটনা ঘটে থাকতে পারে । কিছুদিন আগে এই এলাকায় আরেকবার গুলি চলেছিল। পুলিশ এখনও সে ঘটনার কিনারা করতে পারেনি । এবার আবার গুলি চলল ভাটপাড়ায় ।

ভাটপাড়া, 19 অক্টোবর: বিজয়ার অনুষ্ঠানে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার অন্তর্গত ভাটপাড়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙা এলাকায় (TMC Leader Shot during bijoya sammilani) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান চলছিল ৷ সেখানে 2-3 জন বাইকে করে এসে তৃণমূল কর্মী গৌরব প্রসাদকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায় । একটি গুলি তাঁর পেট ঘেষে বেড়িয়ে যায় । অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ওই কর্মী । সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় । কী কারণে গুলি তা এখনও জানা যায়নি । যারা গুলি চালিয়েছিল তাদের কাউকে চেনা যায়নি ।

ভাটপাড়ায় ​গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

আরও পড়ুন: ক্যানিংয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, আনা হল কলকাতায়

ভাটপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে । পুলিশের অনুমান, গৌরব জমিজমা ও টাকা লেনদেনের ব্যবসায় যুক্ত । এই ব্যবসা সংক্রান্ত ও ব্যক্তিগত কারণে গুলি চালানোর ঘটনা ঘটে থাকতে পারে । কিছুদিন আগে এই এলাকায় আরেকবার গুলি চলেছিল। পুলিশ এখনও সে ঘটনার কিনারা করতে পারেনি । এবার আবার গুলি চলল ভাটপাড়ায় ।

Last Updated : Oct 19, 2022, 10:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.