ETV Bharat / state

TMC Leader Shot at Kamarhati: কামারহাটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যুব নেতাকে লক্ষ্য করে গুলি

বৃহস্পতিবার কামারহাটির আড়িয়াদহে এক যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ৷ তাঁকে মারধরও করা হয় ৷ আপাতত তিনি হাসপাতালে ভরতি৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই এই ঘটনা বলে অভিযোগ ৷

TMC Leader Shot at Kamarhati
TMC Leader Shot at Kamarhati
author img

By

Published : Jun 29, 2023, 7:44 PM IST

Updated : Jun 29, 2023, 8:54 PM IST

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যুব নেতাকে লক্ষ্য করে গুলি

কামারহাটি, 29 জুন: ক্লাবের জমি ও মাঠ রেজিস্ট্রেশন নিয়ে বিতর্কের জেরে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের যুব নেতা ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার কামারহাটি এলাকায় ৷ অরিত্র ঘোষ নামে ওই যুব নেতার বাড়ি উত্তর 24 পরগনার আড়িয়াদহে ৷ এলাকায় তিনি বুম্বা নামেও পরিচিত ৷ এখন তিনি আশঙ্কাজনক অবস্থায় বেলঘড়িয়া রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভরতি ৷ এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে গোলমালের জেরেই এই ঘটনা ৷ অভিযোগ রাজু ঘোষের অনুগামী জয়ন্ত সিংয়ের দলবলের বিরুদ্ধে । দুই গোষ্ঠীই শাসক দলের প্রভাবশালী এক বিধায়কের অনুগামী বলে পরিচিত ৷ পুলিশ অবশ্য গুলি চলার অভিযোগ অস্বীকার করেছে ৷

হাসপাতাল থেকেই অরিত্র ঘোষ জানান, তিনি বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে অফিস যাওয়ার সময় আড়িয়াদহের বাবুপাড়ার কাছে মৌসুমী মোড়ে ঘটনাটি ঘটে ৷ জয়ন্ত সিং, জঙ্ঘা, সৈকত মান্না-সহ 15-20 জন তাঁকে ঘিরে ধরে গুলি চালায় । একটি গুলি পায়ে লেগে বেরিয়ে যায় । তিনি বাইক থেকে পড়ে যান । তারপর প্রায় আধ ঘণ্টা ধরে তাঁকে রড, বাঁশ দিয়ে মারধর করা হয় ।

দক্ষিণেশ্বর তরুণ দল ক্লাবের সম্পাদক রাজ শিকদার অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে রাজু ঘোষ নামে একজন প্রোমোটার ক্লাব ও তার পাশে একটি মাঠের জমি হারানোর চেষ্টা করছিলেন ৷ কিন্তু তরুণ দল ক্লাবের সদস্যরা জমির মালিকের সঙ্গে কথা বলে ক্লাবের নামে রেজিস্ট্রি করার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করার চেষ্টা চালাচ্ছিলেন । ইতিমধ্যে রেজিস্ট্রেশনের জন্য আনুমানিক 32 লক্ষ টাকার মধ্যে বেশিরভাগ টাকায় জোগাড় হয়েছে ।

তাঁর আরও দাবি, রাজু ঘোষ খবর পান ক্লাব তাঁর হাতছাড়া হচ্ছে ৷ সেই কারণে অরিত্র ঘোষের উপরে পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয় ৷ পুরো বিষয়টাই কামারহাটির বিধায়ক মদন মিত্র জানেন ও তিনি তরুণ দল ক্লাবের পাশে আছেন ৷ তাঁদের সহযোগিতা করছেন ।

আরও পড়ুন: প্রকল্পের কাজ না-করেই টাকা আত্মসাৎ, কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত

যদিও পুলিশ সূত্রে দাবি কোনও গুলি চলেনি । কোদালের হাতল জাতীয় কিছু দিয়ে মারা হয়েছে । হাতে, পায়ে চোট লেগেছে তাঁর । লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে । কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যুব নেতাকে লক্ষ্য করে গুলি

কামারহাটি, 29 জুন: ক্লাবের জমি ও মাঠ রেজিস্ট্রেশন নিয়ে বিতর্কের জেরে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের যুব নেতা ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার কামারহাটি এলাকায় ৷ অরিত্র ঘোষ নামে ওই যুব নেতার বাড়ি উত্তর 24 পরগনার আড়িয়াদহে ৷ এলাকায় তিনি বুম্বা নামেও পরিচিত ৷ এখন তিনি আশঙ্কাজনক অবস্থায় বেলঘড়িয়া রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভরতি ৷ এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে গোলমালের জেরেই এই ঘটনা ৷ অভিযোগ রাজু ঘোষের অনুগামী জয়ন্ত সিংয়ের দলবলের বিরুদ্ধে । দুই গোষ্ঠীই শাসক দলের প্রভাবশালী এক বিধায়কের অনুগামী বলে পরিচিত ৷ পুলিশ অবশ্য গুলি চলার অভিযোগ অস্বীকার করেছে ৷

হাসপাতাল থেকেই অরিত্র ঘোষ জানান, তিনি বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে অফিস যাওয়ার সময় আড়িয়াদহের বাবুপাড়ার কাছে মৌসুমী মোড়ে ঘটনাটি ঘটে ৷ জয়ন্ত সিং, জঙ্ঘা, সৈকত মান্না-সহ 15-20 জন তাঁকে ঘিরে ধরে গুলি চালায় । একটি গুলি পায়ে লেগে বেরিয়ে যায় । তিনি বাইক থেকে পড়ে যান । তারপর প্রায় আধ ঘণ্টা ধরে তাঁকে রড, বাঁশ দিয়ে মারধর করা হয় ।

দক্ষিণেশ্বর তরুণ দল ক্লাবের সম্পাদক রাজ শিকদার অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে রাজু ঘোষ নামে একজন প্রোমোটার ক্লাব ও তার পাশে একটি মাঠের জমি হারানোর চেষ্টা করছিলেন ৷ কিন্তু তরুণ দল ক্লাবের সদস্যরা জমির মালিকের সঙ্গে কথা বলে ক্লাবের নামে রেজিস্ট্রি করার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করার চেষ্টা চালাচ্ছিলেন । ইতিমধ্যে রেজিস্ট্রেশনের জন্য আনুমানিক 32 লক্ষ টাকার মধ্যে বেশিরভাগ টাকায় জোগাড় হয়েছে ।

তাঁর আরও দাবি, রাজু ঘোষ খবর পান ক্লাব তাঁর হাতছাড়া হচ্ছে ৷ সেই কারণে অরিত্র ঘোষের উপরে পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয় ৷ পুরো বিষয়টাই কামারহাটির বিধায়ক মদন মিত্র জানেন ও তিনি তরুণ দল ক্লাবের পাশে আছেন ৷ তাঁদের সহযোগিতা করছেন ।

আরও পড়ুন: প্রকল্পের কাজ না-করেই টাকা আত্মসাৎ, কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত

যদিও পুলিশ সূত্রে দাবি কোনও গুলি চলেনি । কোদালের হাতল জাতীয় কিছু দিয়ে মারা হয়েছে । হাতে, পায়ে চোট লেগেছে তাঁর । লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে । কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ।

Last Updated : Jun 29, 2023, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.