ETV Bharat / state

কাটমানি খেয়েছেন দলীয় নেতা, বাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের ! - TMC

দেগঙ্গায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যর বাড়ি ঘেরাও বিক্ষোভ দেখালেন দলীয় কর্মী-সমর্থকরা ৷ দেগঙ্গার হাঁসিয়ার ঘটনা ৷

বিক্ষোভ তৃণমূল কর্মীদের
author img

By

Published : Jul 29, 2019, 5:24 PM IST

Updated : Jul 29, 2019, 8:41 PM IST

দেগঙ্গা, 29 জুলাই : কাটমানি ফেরতের দাবিতে এবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মী সমর্থকরা ৷ দেগঙ্গার হাঁসিয়ার ঘটনা ৷ কয়েকদিন আগে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলামের বিরুদ্ধে কাটমানির নেওয়ার অভিযোগ উঠেছিল ৷ তাঁর বিরুদ্ধে পোস্টারও পড়ে ছিল বিস্তর ৷ তাতে লেখা ছিল আবাস যোজনাসহ একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন রবিউল ৷ এই নিয়ে পারদ চড়ছিল তৃণমূলের অন্দরেই ৷ গতরাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক দলীয় পতাকা নিয়ে রবিউলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ রবিউল বাড়ি না থাকায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বচসা শুরু হয় । বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর সেখান থেকে তাঁরা ফিরে যান ।

রবিউল দেগঙ্গা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা দেগঙ্গা ১ নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি আবদুল অদ্যুতের অনুগামী হিসেবে পরিচিত ৷ দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে দেগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আনজুরা খাতুনের সঙ্গে বিবাদ চলছিল ওদ্যুতের ৷ তাই গতকাল আনজুরার অনুগামীরাই রবিউলের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ৷

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে রবিউল তৃণমূল কর্মীদের একাংশের কাছ থেকে কাটমানি খেয়েছেন । কারোর কাছ থেকে 10 হাজার তো কারোর কাছ থেকে 20 হাজার । সবমিলিয়ে প্রায় 7 লাখ 20 হাজার টাকা তুলেছেন তিনি । বহুবার টাকা ফেরানোর কথা বললেও কোনও কথাই কানে তোলেননি । তাই, টাকা ফেরত চেয়ে তাঁর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় ।

এদিকে, কাটমানি খাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রবিউল । তাঁর কথায়, "দলের ভাবমূর্তি নষ্ট করতে আমার বিরুদ্ধে বদনাম দেওয়া হচ্ছে । বিক্ষুব্ধ গোষ্ঠীর কেউ কেউ BJP-র সঙ্গে হাত মিলিয়ে এসব করছে । দলকে বিষয়টি জানাব । এরপর, দল যা মনে করার তাই করবে ।" অন্যদিকে, দেগঙ্গা 1 পঞ্চায়েতের তৃণমূল প্রধান আনজুরা খাতুন বলেন, "পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে । সেই সমস্যার কথা আমি লিখিতভাবে দলকে জানিয়েছি । দেখা যাক, দল কী ব্যবস্থা নেয় ।"

দেগঙ্গা, 29 জুলাই : কাটমানি ফেরতের দাবিতে এবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মী সমর্থকরা ৷ দেগঙ্গার হাঁসিয়ার ঘটনা ৷ কয়েকদিন আগে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলামের বিরুদ্ধে কাটমানির নেওয়ার অভিযোগ উঠেছিল ৷ তাঁর বিরুদ্ধে পোস্টারও পড়ে ছিল বিস্তর ৷ তাতে লেখা ছিল আবাস যোজনাসহ একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন রবিউল ৷ এই নিয়ে পারদ চড়ছিল তৃণমূলের অন্দরেই ৷ গতরাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক দলীয় পতাকা নিয়ে রবিউলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ রবিউল বাড়ি না থাকায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বচসা শুরু হয় । বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর সেখান থেকে তাঁরা ফিরে যান ।

রবিউল দেগঙ্গা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা দেগঙ্গা ১ নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি আবদুল অদ্যুতের অনুগামী হিসেবে পরিচিত ৷ দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে দেগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আনজুরা খাতুনের সঙ্গে বিবাদ চলছিল ওদ্যুতের ৷ তাই গতকাল আনজুরার অনুগামীরাই রবিউলের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ৷

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে রবিউল তৃণমূল কর্মীদের একাংশের কাছ থেকে কাটমানি খেয়েছেন । কারোর কাছ থেকে 10 হাজার তো কারোর কাছ থেকে 20 হাজার । সবমিলিয়ে প্রায় 7 লাখ 20 হাজার টাকা তুলেছেন তিনি । বহুবার টাকা ফেরানোর কথা বললেও কোনও কথাই কানে তোলেননি । তাই, টাকা ফেরত চেয়ে তাঁর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় ।

এদিকে, কাটমানি খাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রবিউল । তাঁর কথায়, "দলের ভাবমূর্তি নষ্ট করতে আমার বিরুদ্ধে বদনাম দেওয়া হচ্ছে । বিক্ষুব্ধ গোষ্ঠীর কেউ কেউ BJP-র সঙ্গে হাত মিলিয়ে এসব করছে । দলকে বিষয়টি জানাব । এরপর, দল যা মনে করার তাই করবে ।" অন্যদিকে, দেগঙ্গা 1 পঞ্চায়েতের তৃণমূল প্রধান আনজুরা খাতুন বলেন, "পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে । সেই সমস্যার কথা আমি লিখিতভাবে দলকে জানিয়েছি । দেখা যাক, দল কী ব্যবস্থা নেয় ।"

Intro:কাটমানি ইশুতে এবার তৃনমূল দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ‍্যে চলে এল। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলামের বাড়ি ঘেরাও করে কাটমানির টাকা ফেরত চাইলেন দলের‌ই অপর গোষ্ঠী।যা নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে শাসকদলের।Body:রাজু বিশ্বাস,বারাসত:-কাটমানি ইশুতে এবার শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ‍্যে চলে এল।কাটমানি ফেরতের দাবিতে পঞ্চায়েত সমিতির সদস‍্য রবিউল ইসলামের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলের‌ই অপর গোষ্ঠী।যা নিয়ে বিড়ম্বনা বাড়িয়েছে শাসকদলের।বেশ কিছুদিন ধরেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় কাটমানি নিয়ে ক্ষোভ বাড়ছিল তৃনমূলের কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে। এনিয়ে পোস্টার‌ও পড়েছিল দেগঙ্গা ১ পঞ্চায়েত এলাকায়।পোস্টারে পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলামের কাটমানি নেওয়ার কথা তুলে ধরা হয়েছিল।এবার সেই ক্ষোভ আছড়ে পড়ল হাঁসুয়া গ্রামে রবিউলের বাড়িতে। গতকাল রাতে দলের বেশ কিছু কর্মী-সমর্থক তৃনমূলের ঝান্ডা হাতে নিয়ে তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।সেই সময় বাড়িতে ছিলেন না দেগঙ্গা পঞ্চায়েত সমিতির তৃনমূল সদস্য রবিউল।তাকে,না পেয়ে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা।একসময় তার পরিবারের সদস্যদের সঙ্গে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা।আঙুল উঁচিয়ে একে অপরের দিকে তেড়ে যেতেও দেখা যায়।যা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়।বেশ কিছুক্ষন বিক্ষোভ দেখানোর পর সেখান থেকে ফিরে যায় তৃনমূলের কর্মী-সর্মথকরা। জানা গেছে,যারা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা দেগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান আনজুরা খাতুনের গোষ্ঠীর লোক হিসাবে এলাকায় পরিচিত। অপরদিকে, পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলাম দেগঙ্গা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ আব্দুল ওদূতের অনুগামী। আব্দুল ওদূত আবার দেগঙ্গা ১ অঞ্চলের তৃনমূলের সভাপতির দায়িত্বেও রয়েছেন। দীর্ঘদিন ধরে আনজুরা খাতুন ও আব্দুল ওদূতের মধ্যে পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে মনোমালিন্য চলছিল বলে অভিযোগ।এবার সেই মনোমালিন্য‌ই কাটমানি ইশুতে চলে এল রাস্তায়।যা তৃনমূলের পক্ষে অস্তিত্ব বাড়াবে বলেই মনে করা হচ্ছে। যদিও, বিক্ষোভকারীদের অভিযোগ,"সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল তৃনমূল কর্মীদের একাংশের কাছ থেকে কাটমানি খেয়েছেন।কারোও কাছ থেকে ১০ হাজার,আবার কারোও কাছ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নিয়েছে সে। সবমিলিয়ে কাটমানির অঙ্ক প্রায় ৭ লাখ ২০ হাজার।বহুবার তাকে সেই টাকা উপভোক্তাদের ফিরিয়ে দেওয়ার কথা বললেও কানে তোলেনি রবিউল।তাই,কাটমানির টাকা ফেরতের দাবিতে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছে"। এদিকে,কাটমানি নেওয়ার কথা অস্বীকার করে পাল্টা দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ করেছেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলাম। তিনি বলেন,দলের ভাবমূর্তি নষ্ট করতেই আমার বিরুদ্ধে মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে।ওই বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকেদের কেউ কেউ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এসব করছে।দলকে বিষয়টি জানাব।এরপর,দল যা মনে করবে তাই করবে"।অন‍্যদিকে,দেগঙ্গা ১ পঞ্চায়েতের তৃনমূল প্রধান আনজুরা খাতুন বলেন,"পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যার কথা আমি লিখিতভাবে দলকে জানিয়েছি।দেখা যাক,দল কি ব্যবস্থা নেয়"। সবমিলিয়ে,কাটমানি ইশুতে একদিকে জর্জরিত তৃনমূল, অন‍্যদিকে তা নিয়েই দলের গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ায় এখন যথেষ্ট বেকায়দায় শাসকদল। Conclusion:কাটমানি ইশুতে যখন জর্জরিত শাসকদল,তখন তা নিয়েই দলের গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ায় তা কিভাবে তৃনমূল সামাল দেয় এখন সেটাই দেখার।
Last Updated : Jul 29, 2019, 8:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.