হালিশহর, 5 জুলাই : BJP-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হালিশহরের বলদেঘাটা অঞ্চল । ভাঙচুর করা হল BJP সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি । আগুন লাগানো হয় BJP কর্মীদের বাইকে । এদিকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের স্থানীয় পার্টি অফিসেও ।
আজ হালিশহরের বলদেঘাটা অঞ্চলে দলীয় কর্মীদের নিয়ে আলোচনায় বসেছিলেন BJP সাংসদ অর্জুন সিং । অভিযোগ, ঠিক সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে সাংসদের গাড়ি ও কর্মীদের বাইক ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেয় । তারা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অর্জুন সিংয়ের অভিযোগ ।
এরপরই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । পরে তা সংঘর্ষে পরিণত হয় । চলে ভাঙচুর । BJP-র অভিযোগ, পুলিশের সামনেই এই হামলা ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । যদিও তৃণমূলের বক্তব্য, BJP কর্মীরা তাঁদের উপর এই হামলা চালিয়েছে ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে । নামানো হয়েছে RAF ও কমব্যাট ফোর্সও ।